/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বাংলায় জগ্ধদ্ধাত্রী পুজোর উৎস সন্ধানে West Bengal Bangla
বাংলায় জগ্ধদ্ধাত্রী পুজোর উৎস সন্ধানে

ডেস্ক : বাংলায় এখন খুবই ধুমধাম করে জগ্ধদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, বাংলায় এই জগ্ধদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল মাত্র ৩০০ বছর আগে। সে ছিল বাংলার একটা বিশেষ ইতিহাস। আর এই ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন রাজা কৃষ্ণচন্দ্র ও নবাব আলিবর্দি খাঁ।

ইতিহাস জানাচ্ছে, একবার রাজা কৃষ্ণচন্দ্র নবাব আলিবর্দিকে খাজনা দিতে অস্বীকার করায় নবাব তাঁকে ঠিক পুজোয় আগে বন্দি করেন। ফলে সেই বছর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে আর দুর্গাপুজো হয় না। সকলের খুব মন খারাপ। অনেক আইন আদালত করে অবশেষে রাজা কৃষ্ণচন্দ্র জেল থেকে মুক্তি পায় ঠিকই কিন্তু তখন দুর্গাপুজো শেষ। বিষন্ন মনে কৃষ্ণচন্দ্র বসে আছেন। কথিত আছে এই সময় দেবি জগ্ধদ্ধাত্রী তাঁকে স্বপ্নে দেখা দিয়ে জগদ্ধাত্রী পুজো করার কথা বলেন। সঙ্গে এটাও বলেন, এই পুজো দুর্গাপুজোর সমান মর্যাদা পাবে। সেই থেকেই শুধুই নবমী তিথিতেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। আজ সেই একক পুজো ফুল, ফল, পত্রে পল্লবিত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে।

Rishav, Suraj put Bengal in control against Karnataka in Ranji Trophy

*Sports News*

*Khabar kolkata sports Desk:* After the batsmen put up a show, the bowlers joined the party as Bengal were in a strong position at the end of the second day against Karnataka in their Ranji Trophy Elite Group C match at the M. Chinnaswamy Stadium in Bengaluru on Thursday.

After posting 301 in their first innings, Bengal reduced Karnataka to 155/5 at stumps on Day 2. The home side were still trailing by 146 runs.

Debutant Rishav Vivek (2-44), Suraj Sindhu Jaiswal (2-53) and Ishan Porel (1-38) were lethal with the ball for Bengal.

Karnataka star batters Mayank Agarwal (17) and Manish Pandey (0) failed to make an impact.

Earlier, after skipper Anustup Majumdar's brilliant ton, Shahbaz Ahmed (59), Aamir Gani (18) and Suraj (16) scored handy runs to help Bengal put up a challenging total.

*Pic Courtesy by:CAB*
এ মাসেই ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন

*ডেস্ক* : এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে আসতে চলেছে একাধিক বিল। উপনির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশের পরই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। শীতকালীন অধিবেশন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভায়। এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবারের অধিবেশনে বাণিজ্য সম্মেলন–সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিজেপি বিভিন্ন বিলের বিরোধিতার জন্য প্রস্তুতি শুরু করেছে।

এবার ইডি, সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে উত্তপ্ত হতে পারে অধিবেশন। বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে সম্মেলনে বিরোধী রাজ্যের স্পিকারেরা এই বিষয়ে সরব হয়েছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,এবারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে ওই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় একটা কর্মসূচি সাজানো হবে। স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ইডি–সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেইড করিয়ে দেওয়া হচ্ছে। বিধায়ক, মন্ত্রীদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হতে চলেছে অধিবেশনে।
একটি আয়নাই পাল্টে দিতে পারে আপনার ভাগ্য

*ডেস্ক* : ভারতের ‘বাস্তুশাস্ত্র’ ও চিনের ‘ফেনসুই’ শুধু প্রাচীন নয়, এটা পরীক্ষিত যে ‘বাস্তুরক্ষা’ ও ‘বাস্তুদোষ’ দূর করার জন্য এদের পরামর্শ মানুষের ভাগ্য বদলে দেয়। ভারতীয় বাস্তুশাস্ত্র ঘরে আয়নার ব্যবহার নিয়ে কিছু পরামর্শ দিয়েছে, যা মেনে চললে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে পারে। আয়না যদি সঠিক জায়গায় না থাকে তাহলে আপনার অর্থহানি হতে পারে। যদি আপনি আর্থিক দিয়ে উন্নতি করতে চান এবং পরিবারে সুখ বজায় রাখতে চান তাহলে আয়না সংক্রান্ত এই টিপসগুলি অবশ্যই মানুন।

** বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, শোওয়ার ঘর ও রান্না ঘরে কখনোই আয়না রাখবেন না। এতে বিবাহিত জীবনের উপর অশুভ প্রভাব পড়ে।

** আয়না রাখার সঠিক দিক হল উত্তর দিক। আয়না এমন ভাবে রাখুন যাতে আপনার মুখটি উত্তর বা পূর্ব দিকে থাকে। তবে চাইলে আপনি দক্ষিণ-পশ্চিম দিকেও রাখতে পারেন। যদি আপনি বাথরুমে আয়না লাগাতে চান, তাহলে অবশ্যই পূর্ব বা উত্তর দিকে লাগাবেন আর বাথরুমে আয়না লাগালে গোল বা বৃত্তাকার আয়না লাগান। এটি খুব শুভ বলে মনে করা হয়।

** বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা আয়না কখনোই ঘরে রাখবেন না। এতে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে। এতে আপনার বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে। যদি আপনার বাড়িতে ভাঙা আয়না থাকে, তাহলে তা আজই বাড়ি থেকে সরিয়ে দিন।

** আয়নার ওপর রাতে একটা কাপড় ঢাকা দিন। সকাল বেলা ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখবেন না। মুখ ধুয়ে স্নান করে তারপরেই নিজের মুখ দেখবেন। তাহলে আপনার সারাদিন ভালো যাবে।

এখন প্রশ্ন হলো, এই পরামর্শ মেনে চললে কি সত্যি মানুষের জীবনে সুখ, শান্তি আসে। বাস্তুশাস্ত্রের বক্তব্য অবশ্যই আসবে, যদি আপনি এই পরামর্শকে বিশ্বাস করেন।
ছট পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

*নিজস্ব প্রতিনিধি:* ছট পুজো উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের জি সি রোডে ব্যারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নৌসাদ আলমের উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের মানুষজন জল দিয়ে রাস্তা ঝাড় দিয়ে ছট পুনর্নার্থীদের জন্য রাস্তা পরিষ্কার করে দিল। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলো।

অন্যদিকে , হালিশহরের চাঁদনি ঘাটে হাইকোর্টের নির্দেশে ছটপুজো অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিং বলেন,"জন্মলগ্ন থেকে জানতাম ছটপুজোয় মায়েদের আশীর্বাদ নিতে হয়, এই প্রথম দেখলাম চাঁদনি ঘাটে অন্য কিছু দেখলাম।" হালিশহর হাজিনগরের স্বামী বিবেকানন্দ ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ছটপুজো গত ১১ বছর ধরে চলে আসছে। এবারে পুজোর অনুমতি নিতে গেলে প্রশাসনের পক্ষ থেকে না করে দেওয়া হয়। বলা হয় ওই স্থানে বিধায়কের নির্দেশে ছটপুজো হবে। এরপর উদ্যোক্তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকালই হাইকোর্ট চাঁদনি ঘাটে পুজোর অনুমতি দেয়। ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিং বলেন, "মঞ্চ থেকে তৃণমূলের লোকজন ঘোষণা করছে এবারে তারা প্রথম পুজো করছে। যারা ছটমাকে আঘাত করেছে ছটমা তাদের বিচার করবে।" *লেখা ও ছবি:প্রবীর রায়*
কবিতা

*"ডিজের বাজনা"**

*গোপাল মাঝি*

হাল -ফিলের সব অনুষ্ঠানে
         ডিজে বাজে যেই,
পাড়ার ইয়ং ছেলে -মেয়ে
         নাচে ধেই - ধেই ।
কি যে এর সুর - ছন্দ
         শুনলে মাথা ঘোরে,
গানের ভাষা পাইনা খুঁজে
         বাজবে বাজনা জোরে ।
সুস্থ মানুষ অসুস্থ হয়
         শুনলে জিজের বাজনা,
কান বন্ধ করতে হবে
         মাথায় বাড়ে যন্ত্রনা ।
ছেলে - মেয়ে কোমর দুলিয়ে
         করে বেঢপ নাচ,
ঘরের জানালা বন্ধ করলেও
         ভাঙবে যেন কাঁচ!
সংস্কৃতির যে এমন ধরণ
         ভেবেছিল কেউ আগে,
কুম্ভ - কর্ণের ভাঙবে নিদ্রা
          লাফিয়ে উঠবে জেগে!
বন্ধ হোক এমন বাজনা
     ---এই অপ - সংস্কৃতি,
যুব সমাজের কাছে তাই
     ---  করে যাই আকুতি ।
বাংলাদেশের কয়েকটি প্রাচীনতম হিন্দু মন্দিরে এখনও সমানভাবে হয়ে চলেছে পুজো অর্চনা


*ডেস্ক* : এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কিছুটা খারাপ। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর বার বার করে আক্রমন করা হয়েছে। আক্রান্ত হয়েছে হিন্দু মন্দির। সেই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী। তবুও বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দুরা এখনও সমানভাবে পুজো করে চলেছে বেশ কিছু মন্দিরে। তার মধ্যে অন্যতম হলো –

১) চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড –
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। শিবকে উৎসর্গ করা, মন্দিরটি একটি জনপ্রিয় তীর্থস্থান, বিশেষ করে বার্ষিক শিব চতুর্দশী উৎসবের সময়। মন্দিরের উৎপত্তি প্রাচীন, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। পাহাড়ের উপর নৈসর্গিক অবস্থান তার আধ্যাত্মিক পরিবেশ যোগ করে।

২) কান্তজিউ মন্দির, দিনাজপুর – কান্তজিউ মন্দির, কান্তজি মন্দির নামেও পরিচিত, দিনাজপুরে অবস্থিত এবং এটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে। ১৮ শতকের মাঝামাঝি মহারাজা প্রাণ নাথ দ্বারা নির্মিত, মন্দিরটি তার অত্যাশ্চর্য পোড়ামাটির স্থাপত্যের জন্য বিখ্যাত। জটিল খোদাইগুলি হিন্দু পুরাণের দৃশ্যগুলিকে চিত্রিত করে, যা এটিকে বাংলার মন্দির শিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ করে তুলেছে।

৩) আদিনাথ মন্দির, মহেশখালী – আদিনাথ মন্দির কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে অবস্থিত। ভগবান শিবের উদ্দেশ্যে উত্সর্গীকৃত, মন্দিরটি ১৫ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা আশেপাশের অঞ্চলের মনোরম দৃশ্য দেখায়। এটি অসংখ্য ভক্তকে আকর্ষণ করে, বিশেষ করে বার্ষিক আদিনাথ মেলার সময়, যা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

৪) শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, নারায়ণগঞ্জ – নারায়ণগঞ্জের শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম শ্রদ্ধেয় সাধক বাবা লোকনাথকে উৎসর্গ করা হয়েছে। আশ্রম, যার মধ্যে একটি মন্দির রয়েছে, ১৯ শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। বাবা লোকনাথ এখানে জ্ঞানলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় এবং এই স্থানটি তার অনুসারীদের জন্য তীর্থস্থানে পরিণত হয়েছে। আশ্রমটি আধ্যাত্মিক শিক্ষা ও ধ্যানের কেন্দ্র হিসেবেও কাজ করে।

৫) কাল ভৈরব মন্দির, ব্রাহ্মণবাড়িয়া – কাল ভৈরব মন্দির, ব্রাহ্মণবাড়িয়ার, ভগবান শিবের এক উগ্র প্রকাশ কাল ভৈরবের প্রতি উৎসর্গীকৃত। মন্দিরটি ১৭ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এটিতে কাল ভৈরবের একটি বিশাল কালো পাথরের মূর্তি রয়েছে, যা পূজার কেন্দ্র হিসেবে কাজ করে। মন্দিরটি একটি উল্লেখযোগ্য পবিত্র গন্তব্য, সমস্ত অঞ্চলের উপাসকদের আকর্ষণ করে৷
নৈহাটিতে তৃণমূলের রোড শো, উপস্থিত সাংসদ জুন মালিয়া
*Khabar kolkata News Desk:* আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভার উপনির্বাচন।এই উপনির্বাচনের আগে বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নৈহাটি টাউনে রোড শো'র আয়োজন করা হয়েছিল। পাশাপাশি একটি জনসভাও হয়। জনসভায় উপস্থিত ছিলেন নেতৃত্বে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। হালিশহর থেকে শুরু হয়ে পাঁচমোড়ে শেষ হয় রোড শো'টি। সাংসদ বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং উন্নয়নমূলক প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন।
Anustup slams brilliant 101 against Karnataka in Ranji Trophy
*Sports News*



*Khabar kolkata sports Desk:* Skipper Anustup Majumdar led from the front with brilliant century as Bengal reached 249/5 in their first innings at stumps on Day 1 against Karnataka in their Ranji Trophy Elite Group C match at the M. Chinnaswamy Stadium in Bengaluru on Wednesday.

The experienced batter smashed a superb 101 in 164 balls with 16 boundaries to bring up his 17th First-Class ton.

In-form Sudip Chatterjee (55) and Shahbaz Ahmed (54 not out) also impressed.

At the end of the day's play, Shahbaz and Wriddhiman Saha (6 not out) remained unbeaten for Bengal. Avilin Ghosh (23) also chipped in with useful runs.

Bowler Rishav Vivek made his first-class debut for Bengal.

Put into bat, the visitors lost Shuvam Dey (0) and Sudip Kumar Gharami (5) early.

Against the run of play, two experienced batters Chatterjee and Anustup combined perfectly to take Bengal to a respectable total.

After their dismissal, Shahbaz and Avilin held fort to take team closer to 250-run mark.

For Karnataka, Koushik V bagged three wickets.

*Pic Courtesy by: CAB*
আজকের রাশিফল (Thursday, November 7, 2024)


জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, November 7, 2024)

বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে। দুর্গের মত শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেই ব্যাহত করে। এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করে। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- তামার চুড়ি পরলে স্বাস্থ্য উত্তম হবে।

বৃষভ রাশিফল (Thursday, November 7, 2024)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আজ শুধু বসে থাকার পরিবর্তে- কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না- যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- ওম ব্রাম ব্রিম ব্রাউম সাঃ বুধয় নমঃ এই মন্ত্র টি ১১ বার সকাল ও বিকেলে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন ও পরিবারের মঙ্গোল হবে।

মিথুন রাশিফল (Thursday, November 7, 2024)

কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন। এতে আপনার ও আপনার পরিবারে সুখশান্তি বিরাজ করবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- একটি সাদা কাপড়ে খিরনি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

কর্কট রাশিফল (Thursday, November 7, 2024)

আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

সিংহ রাশিফল (Thursday, November 7, 2024)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে। প্রেম অপরিমিত, সীমাহীন; আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন। কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ করতে পারেন। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজ, আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে।

প্রতিকার :- বহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে।

কন্যা রাশিফল (Thursday, November 7, 2024)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আপনার ভাইবোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।

প্রতিকার :- গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে।

তুলা রাশিফল (Thursday, November 7, 2024)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।

প্রতিকার :- আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, November 7, 2024)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনারে সন্ধ্যাটি উপভোগ করুন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না।আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- সূর্য দেবতাকে তামার পাত্রে গুড়, গম, লাল সিঁদুর, লাল ফুল দিয়ে জল দিন চাকরি ক্ষেত্রে ভালো হবে।

ধনু রাশিফল (Thursday, November 7, 2024)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে- আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- ব্যাবসা ও ক্যারিয়ার এ উন্নতির জন্য সীসা আপনার পকেট বা ওয়ালেট এ রেখে দিন।

মকর রাশিফল (Thursday, November 7, 2024)

আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। আপনার সব সময়ের ভালবাসা আপনার প্রিয়জনের জন্য ফল্গুধারার মত প্রবাহিত হবে। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয়নি।

প্রতিকার :- আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন।

কুম্ভ রাশিফল (Thursday, November 7, 2024)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য।

প্রতিকার :- অপিনার বেশ ভুষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত, এটি আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

মীন রাশিফল (Thursday, November 7, 2024)

যেহেতু, আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন, তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। কোন দূরসম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনও কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। ভালবাসা এবং ভাল খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয়; এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন।

(Courtesy-AstroSage)