/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা* West Bengal Bangla
*নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা*

Khabar kolkata News Desk: রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৩ নভেম্বর।আজ উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে তার সমর্থনে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতাদের পাশে দাঁড়িয়ে দলের মূল্যবোধকে আরও উঁচু করার প্রতিশ্রুতি দিয়ে নিজের জয় নিয়ে মত প্রকাশ করেন প্রার্থী। তার দাবি,এই কেন্দ্রে মানুষের আর্শীবাদে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।স্থানীয় মানুষের সমর্থন তাদের দলের প্রতি ই রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।

ছবি:প্রবীর রায়।

আই এস এল এ ফের পরাজয় মহামেডানের
*খেলা*


*নিজস্ব প্রতিনিধি:* গতকাল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আই এস এল এর ম্যাচে কেরালার ব্লাস্টারের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই প্রথমার্ধে পেনাল্টি পেয়ে মির্যালোলের করা গোলে মহামেডান ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় অর্ধে কেরালা সেই গোল শোধ করে খেলার সমতা ফেরায়। এদিকে খেলার ৮০ মিনিটের মাথায় রেফারি এক সিদ্ধান্তকে ঘিরে মহামেডান সমর্থকদের মধ্যে তীব্র প্রতিবাদে ঝড় ওঠে। এবং তার ফলে মাঠে পড়তে থাকে জলের বোতল,  জুতো ইত্যাদি। কেরালা  তাদের দলকে মাঠ থেকে তুলে নিলে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়। অবশ্য পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে পুনরায় খেলা শুরু হয়।  কেরালার হয়ে জয়সূচক গোলটি করেন ঘানার খেলোয়াড় কাওমে পেপ্রাহ । ফলে কেরালা ব্লাস্টারের কাছে  ২ - ১ গোলে পরাজিত হয় স্পোর্টিং ক্লাব। বি ও লেখা: সঞ্জয় হাজরা।
লক্ষ্মী আপনার বাড়ি ত্যাগ করেন নি তো?
*জ্যোতিষ কথা*


*ডেস্ক:* লক্ষ্মী সকলের বাড়িতে অবস্থান করেন। কিন্তু অহংকার, পাপ ও বাড়ি নোংরা থাকলে অনেক সময় বাড়ি ছেড়ে চলে যান লক্ষ্মী। তখন নিজেকে সংশোধন করে আবার লক্ষ্মীকে ঘরে আনতে হয়। কিন্তু তার আগের প্রশ্ন, লক্ষ্মী যে আপনার বাড়ি ত্যাগ করেছেন, তা কি করে বুঝবেন? এই ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়েছে ভারতীয় পুরান।

১) হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। স্বয়ং মা লক্ষ্মীর বাস এই গাছে। যদি বাড়িতে থাকা তুলসী গাছ হঠাত্‍ করে শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে দেবী রুষ্ট হয়েছেন।

২) অনেকেই বাড়িতে অর্থ ও পজিটিভ এনার্জি আকর্ষণ করার জন্য মানিপ্ল্যান্ট রাখেন। কোনও কারণ ছাড়াই যদি মানিপ্ল্যান্টের পাতা আচমকা শুকিয়ে যেতে থাকে, তবে তা মোটেই ভাল কথা নয়। তখন বুঝতে হবে যে মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন।

৩) হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে গেলে, তা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এই ঘটনা ঘটলে তখনই টাকা তুলে কপালে ছুঁইয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন। টাকা জায়গা মত রেখে দিন।

৪) যদি বারবার আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে, তাহলে তা অশুভ লক্ষণ।

৫) যদি আপনার দরজায় কোনো ভিখারি এসে বার বার ডাকাডাকি করেই ফিরে যায়, তাহলে বুঝবে তাতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছেন।

সৌজন্যে:www.machinnamasta.in
আজকের রাশিফল (Monday, October 21, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, October 21, 2024)

স্বাস্হ্য সুন্দর থাকবে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। প্রেম জীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভাল সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরোনো বন্দোবস্তের ফলে এই পরিমান ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে।

প্রতিকার :- ব্যবসা ও ক্যারিয়ার এ সাফল্যের জন্য ময়ূরের পালক বাড়িতে রাখুন।

বৃষভ রাশিফল (Monday, October 21, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না.এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন। আজ আত্মীয়দের কারণে একটি মনমালিন্য হওয়া সম্ভব, কিন্তু দিনের শেষে সবকিছু সুন্দর ভাবে মিটে যাবে।

প্রতিকার :- প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুনে বৃদ্ধি পাবে।

মিথুন রাশিফল (Monday, October 21, 2024)

সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। ডেটে যাওয়ার কর্মসূচী ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কর্কট রাশিফল (Monday, October 21, 2024)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে। এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল। কিন্তু আজ, সব অভিযোগ বিলীন হয়ে যাবে।

প্রতিকার :- প্রেমের সম্বন্ধ বৃদ্ধি করতে একটি কমলা রঙের কাঁচের বোতলে জল ভোরে রেখে পান করুন।

সিংহ রাশিফল (Monday, October 21, 2024)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। কোন দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।

প্রতিকার :- গরম মশলা, শুকনো ফল, মধু, গুড় খাবারে দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

কন্যা রাশিফল (Monday, October 21, 2024)

আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তাঁর সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন। আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হোন। আকাশ আরো উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে; কারণ আপনি প্রেমে পড়ে গেছেন! বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :- মহিলাদের সাদা বস্ত্র দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

তুলা রাশিফল (Monday, October 21, 2024)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- চাল, দুধ, চিনি দিয়ে পায়েস বানিয়ে বয়স্ক মহিলাদের খাওয়ালে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

বৃশ্চিক রাশিফল (Monday, October 21, 2024)

আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- কোনো বিধবার প্রতি সহানুভুতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের ওপর সুপ্রভাব দেখাবে।

ধনু রাশিফল (Monday, October 21, 2024)

আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এতো ব্যাস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন।

মকর রাশিফল (Monday, October 21, 2024)

অজস্র স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে। ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতাসম্পন্ন লোকেদের ধৈর্য্য সঙ্গে সামলান। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যহত করতে পারে।

প্রতিকার :- আপনার প্রেমিক বা প্রেমিকাকে রুপার আংটি উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে।

কুম্ভ রাশিফল (Monday, October 21, 2024)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। আজ, আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

মীন রাশিফল (Monday, October 21, 2024)

অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে।এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রি়য়জনকে ভুলে যাবেন। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে।

প্রতিকার :- গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

(Courtesy-AstroSage)
Bengal U-19 team in Vinoo Mankad Trophy semifinals after 11 years

Sports

Khabar kolkata News Desk: Bengal Under-19 team stormed into the semifinals of the Vinoo Mankad Trophy after a dominant 96-run victory over Maharashtra in the quarterfinals in Rajkot on Sunday.

Bengal entered the last-four stage of the competition after 11 years. They last qualified back in 2013.

Skipper Chandrahas Dash led from the front with a brilliant 82 off 112 balls. Agniswar Das (73), player-of-the-match Vishal Bhati (4-23), Ashutosh Kumar (2-23) and Jeet Thakur (2-25) also impressed for Bengal.

Opting to bat, Bengal posted a challenging 269/9 in 49 overs.

In reply, Maharashtra were bundled out for 173 in 41.1 overs.

"It has been a team effort. Maharashtra is one of the strongest teams in the competition. To beat them in this manner is incredible. Every member of our team stepped up when it mattered. Now we must focus on our next match," Bengal U-19 head coach Sourashish Lahiri said.

Pic Courtesy by: CAB

*ফটো ফিচার*
*ফটো ফিচার*
*পিছিয়ে পড়া জাতির উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব এনইউবিসি'র*
*ডেস্ক* : অনগ্রসর জাতি উপজাতির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরুর করে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরে এক গুচ্ছ প্রস্তাব দেওয়া হচ্ছে জাতীয় অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু ফেডারেশনের(এনইউবিসি)  তরফে। সম্প্রতি রাজস্থানের জয়পুরে জাতীয় অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু ফেডারেশন (এনইউবিসি)-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির এক দিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে মহিলা প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সভায় তাঁদের জাতীয় স্তরে কিছু দাবি সর্বসম্মতিক্রমে প্রস্তাব আকারে গৃহীত হয়।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা কলকাতা হাই কোর্টের প্রবীণ আইনজীবী কার্তিক চন্দ্র কাপাস জানালেন, "আমাদের রাজ্য সহ জাতীয় স্তরে অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের ক্ষেত্রে অবিলম্বে মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। এছাড়া জাতীয় স্তরে ওবিসি সহ অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের জাতি ভিত্তিক গণনার কাজ শুরু করতে হবে। ২০১১ সালে এই গননার কাজ শুরু হলেও, শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। দীর্ঘদিন বন্ধ রয়েছে সেই গননার কাজ। এছাড়াও এমএলএ ও এমপিদের প্রাপ্য তহবিল থেকে সাধারণ মানুষ যে সুবিধা পাওয়া যায়, সেক্ষেত্রে বিশেষ কোটা ভিত্তিক অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের ওই সুবিধা পাওয়ার সুযোগ দিতে হবে।" প্রস্তাবে উঠে এসেছে প্রত্যেকটি রাজ্যের বিচারপতি নিয়োগের বিষয়ও। তিনি বলেন, "প্রস্তাবে দাবি করা হয়েছে, বিচারপতি নিয়োগ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সহ দেশের হাইকোর্ট গুলিতে কলিজিয়াম প্রথা বিলুপ্ত করে, জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হোক। এক্ষেত্রে সংরক্ষিত আসনে অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু আইনজীবীদের বিচারপতি হওয়ার সুযোগ বাড়বে।" জাতীয় স্তরের এই সম্মেলনে এরাজ্যের হয়ে সাধারণ সম্পাদক সুব্রত বাঙাল, মহিলা সম্পাদিকা সুমিত্রা ঘোষ চানকও উপস্থিত ছিলেন।
মানুষ ভোট দিতে পারলে জেতার ব্যাপারে আশাবাদী নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র
*Khabar kolkata* : আর জি কর কাণ্ডের আবহে বাংলায় প্রথম নির্বাচন হচ্ছে। রাজ্যে ৬ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর।  নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে রূপক মিত্রের নাম ঘোষিত হয়েছে। রবিবার দুপুরে বড়মার কাছে পুজো দিলেন গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপক মিত্র বলেন, "মানুষ ভোট দিতে পারলে একশো শতাংশ জিতবো। নৈহাটিবাসীর কাছে আবেদন আপনারা ১৩ বছর তৃণমূলকে দেখেছেন। ১৩ মাসের জন্য বিজেপিকে বিশ্বাস করে দেখুন।" এদিন রূপক মিত্র ছাড়াও বড়মার মন্দিরে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি প্রমুখ। *লেখা ও ছবি:প্রবীর রায়*
*সোদপুর এইচবি ডাউন মোড় থেকে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা*

ডেস্ক: আর জি করের কান্ডের সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার সোদপুর এইচবি টাউন মোড় থেকে কলকাতার কলেজ স্কোয়ার পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন "আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও শীর্ষ আদালত সকলেই বলছে ধৈর্য ধরতে হবে এবং সিবিআইয়ের উপরেও আমাদের আস্থা রাখতে হচ্ছে কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনায় অন্য যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই।"

ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের

Khabar kolkata: রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন এবং খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী এদিন জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়া, নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ শেষে তারা থানায় স্মারকলিপি জমা দেন। জগদ্দল থানায় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সম্পাদক অচিন্ত্য পোদ্দার বলেন, "বাংলায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে। তাই তাঁরা আইন-শৃঙ্খলা উন্নয়নের দাবিতে এদিন রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসুচির ডাক দিয়েছিলেন"। অপরদিকে ভাটপাড়া থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে ভাটপাড়া শহর কংগ্রেস সভাপতি ধর্মেন্দ্র সাউ বলেন, "বহু বছর বন্ধ থাকা পেপার মিলের জমিতে কারখানা গড়ে তুলতে হবে। বেহাল অবস্থায় থাকা জুটমিলগুলোর হাল বদলাতে হবে। ভেঙে পড়া আইন-শৃঙ্খলার পরিবর্তন ঘটাতে হবে। পরিস্থিতি না বদলালে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।"

ছবি ও লেখা:প্রবীর রায়