দক্ষিণেশ্বরের আড়িয়াদহের একটি ক্লাবও রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দিল
এসবি নিউজ ব্যুরো: দক্ষিণেশ্বরের আড়িয়াদহের বিজয় সংঘ রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়ে দিল। ওই ক্লাবের তরফে স্থানীয় থানায় চিঠি দিয়ে অনুদান না গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজয় সংঘের পুজো এবছর ২৩ বছরে পদার্পণ করবে। গত দু’বছর রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান এই ক্লাব গ্রহণ করেছে। তবে এ বছর আরজি করের ঘটনার প্রতিবাদে এই অনুদান ফিরিয়ে দেওয়া হল। এ প্রসঙ্গে এক পুজো উদ্যোক্তা জানালেন, ‘‘ক্লাবের তরফে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি, যত দিন না আরজি করের নির্যাতিতা বিচার পাচ্ছেন, তত দিন এই অনুদান আমরা নেব না। তবে পুজো হবে, আড়ম্বরহীন। পুজো হবে, কিন্তু উৎসব এবার আমারা করব না। গত দু’বছর ধরে সরকারের অনুদান পেয়েছি। তার আগে নিজেরাই করেছি। এ বারও সে ভাবেই পুজো হবে। সকলের ভালবাসা নিয়ে ছোট করে পুজো করব।"
Sep 13 2024, 18:17