/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ডরিনা ক্রসিংয়ের সামনে জনচেতনা মঞ্চকে সভা করার অনুমতি হাইকোর্টের West Bengal Bangla
ডরিনা ক্রসিংয়ের সামনে জনচেতনা মঞ্চকে সভা করার অনুমতি হাইকোর্টের

এসবি নিউজ ব্যুরো: রাজ্যের আপত্তিতে ভিক্টোরিয়া হাউসের পরিবর্তে ডরিনা ক্রসিংয়ের সামনে জনচেতনা মঞ্চকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে ডরিনা ক্রসিংয়েও সভা করার ক্ষেত্রে রাজ্যের আপত্তি ছিল। কিন্তু আদালতের নির্দেশ, আগামী ১৯ সেপ্টেম্বর ১৫০০ লোকের উপস্থিতিতে সভা করতে পারবে সরকারি কর্মীচারীদের এই সংগঠন। দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যাবতীয় বিধি মেনে এই সংক্রান্ত শান্তিপূর্ণভাবে সভা করতে হবে তাঁদের। এর আগে ভিক্টোরিয়া হাউসের সামনে সরকারি কর্মচারীদের প্রভাবিত জনচেতনা মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ সভার ডাক দিয়েছিল। কিন্তু সেই সভাস্থল নিয়ে রাজ্য আপত্তি তুলে অনুমতি না দেওয়ায় তারা আদালতে আসে। রাজ্যের যুক্তি, ওই জায়গার পরিবর্তে ওয়াই চ্যানেলে সভা হলে আপত্তি নেই। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আন্দোলকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সেখানে সিইএসসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন না, তাহলে ওই জায়গায় কেনো। আন্দোলনকারীরা জানান, আর জি করের ঘটনার প্রতিবাদে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ওই জায়গা বাছা হয়েছে। ১৯ সেপ্টেম্বর কয়েক ঘণ্টার জন্য সভা হবে। তখন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ডোরিনা ক্রসিংয়ে তাহলে ওই সভা করতে দিতে হবে। রাজ্য বলে, ডোরিনা ক্রসিংয়ে এখন একটা ধর্না অবস্থান চলছে। তাই ওয়াই চ্যানেলে সভা করতে অনুমতি দিক আদালত। কিন্তু বিচারপতি জানান, ডোরিনায় আপনাদের আপত্তি কোথায়, আপনাদের ভিক্টোরিয়া হাউসের সামনে আপত্তি আছে বলে ওখানে দিলাম না। রাজ্য ফের বলে, ডোরিনা ক্রসিংয়ে আমাদের আপত্তি আছে। ১৭ সেপ্টেম্বরের আগে কিছু বলতে পারবো না। এরপর বিচারপতি বলেন, দরকার নেই বলার। আদালত নির্দেশ দিচ্ছে, ডোরিনা ক্রসিংয়ে তাঁদের ১৯ সেপ্টেম্বর এই সভা করতে।

ব্যাংক কর্মীদের নিরাপত্তার দাবিতে বিশেষ সভা

খবর কলকাতা: আজও আর জি কর কাণ্ড নিয়ে এখন তোলপাড় চলছে রাজ্য তথা দেশ -বিদেশে। তার মধ্যেই ব্যাংক কর্মীদের নিরাপত্তার দাবিতে বিশেষ সভা করল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স এসোসিয়েশন। এই সভাতে উঠে এল আরও কয়েকদফা দাবি। এবিষয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, "ব্যাংক কর্মীদেরও বিভিন্ন সময়ে হেনস্থার মুখে পড়তে হয়। আগেও এনিয়ে আমরা বলেছি। আর জি কর কাণ্ডের পর এনিয়ে জোড়ালো দাবি করা হবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সহ ব্যাংক কতৃপক্ষের কাছে। ব্যাংক কর্মীরা আর জি করের নির্যাতিতার বিচার চেয়েও রাস্তায় নেমেছে। প্রয়োজনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেও আবারও পথে নামবো। এছাড়াও সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি সহ শূন্য পদ পূরণেও দাবি রাখছি।"এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স এসোসিয়েশনের পূর্বাঞ্চলীয়র সাধারণ সম্পাদক তথা সারা ভারত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস সহ সমস্ত ব্যাংকের প্রতিনিধিরা।

ছবি: অঙ্কিত মুখার্জী

আই এস এল খেলার সরাসরি সম্প্রচার সূচী

খেলা

খবর কলকাতা : আজ শুরু ইন্ডিয়ান সুপার লিগের মহারণ। কলকাতার যুবভারতীতে প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট।২০২৪-২৫ আইএসএল মরশুমে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে।গত ৪ টে মরশুমের মধ্যে ৩ টেতেই এই দুই হেভিওয়েট দলের দাপুটে পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি ট্রফির পাশাপাশি লিগ শিল্ডও জয় করেছে। আর শেষ দুই মরশুমে দুটো দলই একবার করে আইএসএল খেতাব জয় করেছে।মোহনবাগান সুপার জায়ান্টের সম্ভাব্য লাইন আপ

বিশাল কাইথ (গোলকিপার), আলবার্তো রডরিগস, শুভাশিস বসু,টম অলড্রেড, অনিরুদ্ধ থাপা,মনবীর সিং, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স,সাহাল আবদুল সামাদ। অন্যদিকে,মুম্বই সিটি এফসির সম্ভাব্য লাইন আপ ফুরবা লাচেনপা (গোলকিপার), মেহতাব সিং, সঞ্জীব স্তালিন,হামিংথানমাওইয়া রালতে, তিরি,লালিয়ানজুয়ালা ছাংতে,ইওয়েল ভ্যান নিয়েফ, হিতেশ শর্মা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, বিপিন সিং, নিকোলাস কারেলিস।

আজ সন্ধ্যা ৭.৩০এ থেকে শুরু হবে ম্যাচ। টিভিতে খেলা দেখা যাবে।

স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (টিভি) সরাসরি সম্প্রচার করা হবে।এছাড়া জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে (অনলাইন) এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হবে।

ছবি: সঞ্জয় হাজরা।

বারাসাত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে কেন্দ্রীয় সংস্থার হানা

অঙ্কিত মুখার্জী: শুক্রবার সাত সকালেই উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে হানা দিল কেন্দ্রীয় সংস্থার। সূত্রের খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই রাজ্যের ৮ জায়গায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চালাচ্ছে। আনুমানিক সকাল ৭ টায় কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি আসেন এই বারাসাতের সরকারি আবাসনে। সূত্র মারফত জানা গিয়েছে,সরকারি আবাসনের C8/7 ব্লকে খাদ্য দপ্তরে কর্মরত এক কর্মী থাকেন।তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চলে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই এই আবাসনের চত্বরে কেন্দ্রীয় বাহিনী জাওয়ানরা ঘিরে রেখেছে। কাউকে আবাসনের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কবিতা

"বিলম্বিত বিচার"

গোপাল মাঝি*

প্রমান সবই লোপাট হলো

কারা আসল ভন্ড,

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

---এটাই হবে দন্ড!

প্রতিবাদ এখন করবে যারা

হুমকী আসবে প্রকাশ্যে,

মা - বৌয়ের বিকৃত ছবি

টাঙাবে ঘরের সমুখে |

মিটিং - মিছিল করতে গেলে

পিছনে হবে হামলা,

কোর্টে গিয়ে হবেটা কি

যতই কর মামলা!

মায়ের সমভ্রম ভু-লুন্ঠিত

নারীর ইজ্জত লুঠ,

গণতন্ত্র আজ বলির পাঁঠা

উল্টো কেশে ছুট |

বিচার চাইছো যাদের কাছে

তারাই ছদ্ম -বেশী,

নাগরিকত্ব দিতে নেই লজ্জা

---যারা বিদেশী |

লাশ পাচার - কিডনী পাচার

পাচার বর্য্য দ্রব্য,

অঙ্গ - প্রত্যঙ্গ পাচার করে

---এরাই আসল সভ্য |

নিম্ন মানের ওষুধ দিয়ে

বোনেছে মুনফা খোরে,

এ'সব এরা পারছে করতে

উপর তলার জোরে |

গণতন্ত্র যে মুখ ঢেকেছে

মিথ্যার বেড়া জালে,

বিচারের বাণী নীরবে কাঁদে

শাসকের নয়া চালে |

বোধন আসার আগে বিসর্জন

দেবী মা দূর্গা,

অসুর নিধন হবে নিশ্চিত

শুন হে -"অভয়া"|

*ফটো ফিচার* খবর কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় হর্ষবর্ধন রানে এবং দর্শনা বনিক উদ্বোধন করলো তাসভা পুজোর কালেকশনের। ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।
যুবভারতীতে আজ আইএসএল শুরু হচ্ছে মোহনবাগান ও মুম্বইয়ের দ্বৈরথ দিয়েই

খেলা

# Sports#ISL#KOLKATA

খবর কলকাতা: কলকাতার বিবেকানন্দ যুবভারতীতে ক্রীড়াঙ্গনে আজ আইএসএল শুরু হচ্ছে মোহনবাগান ও মুম্বইয়ের দ্বৈরথ দিয়েই।গত মরসুমে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়েই আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আবার মুম্বই প্রতিশোধ নেয় মোহনবাগানকে হারিয়ে আইএসএলের কাপ জিতে।

তবে এই মরসুমে গত মরসুমের থেকে দুই দলেই অনেক পরিবর্তন হয়েছে। হর্হে পেরেরা দিয়াস-সহ একাধিক ফুটবলার দল বদল করে যোগ দিয়েছে বেঙ্গালুরুতে। অন্য দিকে, মুম্বই থেকে মোহনবাগানে এসেছেন আপুইয়া। মোহনবাগানও নতুন ভাবে শুরু করছে কোচ হোসে মোলিনার অধীনে। আনোয়ার আলিকে হারানো ছাড়া তাদের দলে অবশ্য খুব বেশি বদল হয়নি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মোলিনা অবশ্য সাফ জানালেন, "গত মরসুমে কী হয়েছিল তা তাঁর মাথায় নেই।"বৃহস্পতিবার মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “গত বারের বেশ কিছু ম্যাচ দেখেছি ঠিকই। কিন্তু এটা নতুন মরসুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন ফুটবলারেরাও এসেছে। আমি নিজেও ছিলাম না গতবার। তাই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত বার কী হয়েছে তা মাথাতেই রাখছি না।”

তবে মোহনবাগান-মুম্বই ম্যাচ গত কয়েক বছর ধরেই অন্য মাত্রা পেয়েছে। দু’দলেই তারকা ফুটবলার ভর্তি।ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি মোহনবাগান। তবে ৬’টি ম্যাচ খেলতে পেরেছে। যদিও তাতে সঠিক প্রস্তুতি হয়েছে এমনটা মানতে রাজি নন মোলিনা। প্রস্তুতির খামতির কথা স্পেনীয় কোচ মেনে নিয়েছেন।মোলিনার কথায়, “দলের ফুটবলারেরা যে ভাবে পরিশ্রম করেছে তাতে আমি খুশি। ওরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছে। তবে এখনও অনেক উন্নতি করতে হবে। ডুরান্ড কাপ প্রস্তুতির সঠিক মঞ্চ নয়। মাত্র ৬’সপ্তাহ কোনও দলকে ফিটনেস বা বোঝাপড়ার দিক থেকে সেরা পর্যায়ে তুলে আনা যায় না। আরও সময় দরকার।এখন যাবতীয় নজর আইএসএলে।”

মোলিনার সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আপুইয়া, যিনি এবারই মুম্বই থেকে মোহনবাগানে এসেছেন। আপুইয়া বললেন, “এত দিন মুম্বইয়ের হয়ে খেলেছি। এবার ওদের বিরুদ্ধে খেলব ভেবে উত্তেজনা হচ্ছে। মোহনবাগানের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। মুম্বই ছেড়ে আসলেও ওদের প্রতি কোনও রাগ নেই।”

ছবি:সঞ্জয় হাজরা।

পিএসজির সঙ্গে আপসে রাজি নন এমবাপ্পে

খেলা

এসবি নিউজ ব্যুরো: কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়েছেন ২ মাস আগেই। কিন্তু প্যারিসের এই ক্লাবটির সঙ্গে এখনো হিসাব পত্র মেটেনি ফরাসি তারকার। ২ মাস আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে দাবি করেছেন প্যারিসের ওই ক্লাবের কাছে এখনো সাড়ে ৫ কোটি ইউরো পাওনা আছে তাঁর।

এমবাপ্পে সেই টাকা চেয়েছেনও। তবে পিএসজি এমবাপ্পের দাবি অস্বীকার করে জানিয়েছে সব হিসাব চুকিয়ে ফেলেছে তারা। এ নিয়ে ফ্রেঞ্চ লিগ আঁর আইনি কমিশন মধ্যস্থতার প্রস্তাব দিলে সেটি প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে।

এমবাপ্পের দাবি অনুযায়ী পিএসজিতে শেষ ৩ মাসের বেতন দেওয়া হয়নি তাঁকে। পাশাপাশি, আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করা হয়নি। তবে পিএসজির দাবি, এমবাপ্পে বেতন-বোনাসের অর্থ সমঝোতার মাধ্যমে ছেড়ে দিয়েছেন।

এমবাপ্পের প্রতিনিধিদল বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের কাছে দেওয়া বিবৃতিতে জানায়, বেতন বোনাস না পাওয়ার বিষয়টি কমিশনকে অবহিত করা হয়েছিল। এর জেরে কী ঘটেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে মধ্যস্থতার কথা বলা হয়েছে। কিন্তু খেলোয়াড়ের প্রতিনিধি বৈঠকের সময় (মধ্যস্থতার) সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতার অর্থ হচ্ছে টাকা পরিশোধ না করার ঘটনাটি নথিভুক্ত হওয়ার দরকার হবে না, এবং সেটা পে স্লিপের (বেতন হিসাব) বিশ্লেষণে সীমাবদ্ধ হয়ে যাবে।’

ছবি সৌজন্যে:এএফপি

আজকের রাশিফল (Friday, September 13, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, September 13, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার ভালোবাসার মানুষটিকে কোন কঠোর কিছু না বলতে চেষ্টা করুন-অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

বৃষভ রাশিফল (Friday, September 13, 2024)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমের জীবন আশা আনবে। মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

মিথুন রাশিফল (Friday, September 13, 2024)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

কর্কট রাশিফল (Friday, September 13, 2024)

আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Friday, September 13, 2024)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Friday, September 13, 2024)

অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বোনের বিবাহসম্পর্ক আপনাকে খুশি করে তুলবে। তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর। কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

তুলা রাশিফল (Friday, September 13, 2024)

আপনাদের মধ্যে যাঁরা যাঁরা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে- আজকের দিনে আপনার চাওয়া শেষ জিনিসটিই হবে এক চাপ এবং উভয়সঙ্কটের দিন। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

বৃশ্চিক রাশিফল (Friday, September 13, 2024)

পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

ধনু রাশিফল (Friday, September 13, 2024)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন।

প্রতিকার :- গরুকে সবুজ ঘাস বা সবুজ জাবর খেতে দিলে কর্মজীবনে ভালো ফল দেবে।

মকর রাশিফল (Friday, September 13, 2024)

আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Friday, September 13, 2024)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Friday, September 13, 2024)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- তামাক সেবন থেকে বিরত থাকুন এবং ডিম, মাছ , মাংস ইত্যাদি তামসিক খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

(Courtesy-AstroSage)

মুখ্যমন্ত্রী পরিত্রাণ খুঁজছেন দাবি ব্যারাকপুরের বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের

খবর কলকাতা: মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে শোক মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর নির্যাতিতার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিলের বদলে শোক মিছিল করা হয়।এই মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। খাদ্যমন্ত্রী জেলে গেছে। শিক্ষা মন্ত্রী জেলে গেছে। স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষায়।"

ছবি প্রবীর রায়।