/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ West Bengal Bangla
ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ
*খেলা*

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ



বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোনোমতে জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে হেরেই গেল বাংলাদেশ। থিম্পুতে ম্যাচের ৯১তম মিনিটে কিংগা ওয়াংচুকের গোলে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভুটান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটি ভুটানের কাছে বাংলাদেশের দ্বিতীয় হার, আগেরটি ২০১৬ সালে, থিম্পুতেই হেরে ছিল তারা।

এলোমেলো খেলা, নিষ্প্রাণ ফুটবল আর গোলের সুযোগ তৈরি করতে না পারার ব্যর্থতায় ভুটানের মাটিতে দ্বিতীয় হারটি দেখেছে বাংলাদেশ। চোটের কারণে রাকিব হোসেন আর বিশ্বনাথ ঘোষ আজ খেলতে পারেননি। তাঁদের বদলে যাঁরা নেমেছিলেন, তাঁরা কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

আক্রমণভাগে রাকিবের অভাব অনুভূত হয়েছে সবচেয়ে বেশি। রক্ষণভাগ মোটামুটি সামাল দিলেও শেষ দিকে আর সেটি পারা যায়নি। দাওয়া শেরিংয়ের ফ্রি কিক বক্সে উড়ে এলে সেটি বিপদমুক্ত করতে পারেননি কেউই। বাতাসে বল ভেসেই সেটি চলে যায় ফাঁকায় দাঁড়ানো কিংগা ওয়াংচুকের কাছে। সহজেই বল জালে জড়ান তিনি। ম্যাচে আরও বার দু-এক গোলের সুযোগ তৈরি করেছিল ভুটান, কিন্তু বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত ভুটানের জয়সূচক গোলটির পেছনে দায় রক্ষণেরই।

রাকিবের জায়গায় শাহরিয়ার ইমন আর বিশ্বনাথের জায়গায় ছিলেন ঈসা ফয়সাল। তবে প্রথম ম্যাচের তুলনায় বল ধরে নিচ থেকে বিল্ডআপ ফুটবল খেলার প্রবণতা বেশি দেখিয়েছে বাংলাদেশ দল। কিন্তু মধ্যমাঠে সৃষ্টিশীল ফুটবলের অভাবে আক্রমণগুলো সুযোগে পরিণত হয়নি। মধ্যমাঠে ছিলেন দুজন সোহেল রানা। এক সোহেল রানার কাছ থেকেও গোটা ম্যাচে কোনো ভালো পাসও সামনে যায়নি।

ফয়সাল আহমেদ ফাহিম এলোমেলো ছুটেছেন বটে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেননি। শেখ মোরছালিনকে নিষ্প্রভই দেখা গেছে। প্রথমার্ধের শেষ দিকে ভুটানি গোলকিপারকে প্রায় একা পেয়েও গোল করতে পারেননি শাহরিয়ার ইমন। শেষ মুহূর্তে ভুটানি ডিফেন্ডার কর্নারের বিনিময়ে গোল রক্ষা করেন।

পুরো ম্যাচেই বাংলাদেশের খেলা ছিল এলোমেলো।দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ। শাহরিয়ার ইমনের জায়গায় অভিষেক হয় অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের মিরাজুল ইসলামের। ফয়সাল ফাহিমের জায়গায় মাঠে নামেন রাব্বি হোসেন রাহুল। এ ছাড়াও ঈসা ফয়সালকে তুলে মাঠে নামানো হয় মজিবর রহমান জনিকে। শেষের দিকে নামেন জামাল ভূঁইয়াও। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল আরও বেশি এলোমেলো। এই অর্ধেও গোল হওয়ার মতো ভালো কোনো আক্রমণই দেখা যায়নি। ভুটান দ্বিতীয়ার্ধে ছিল অনেক বেশি আক্রমণাত্মক। বাংলাদেশি ফুটবলারদের পা থেকে বল কেড়ে তারা আক্রমণে গেছে। শেষ পর্যন্ত ম্যাচটা ঠিকই বের করে নিয়েছে তারা।

*লেখা ও ছবি সৌজন্যে:* প্রথম আলো।
নৈহাটির রামকৃষ্ণ মোড়ে আর জি কর কান্ডের প্রতিবাদ মিছিলে দুষ্কৃতীদের হামলা

প্রবীর রায়: আর জি কর কান্ডে নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা। নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন, নৈহাটি মহেন্দ্র হাইস্কুল, গরিফা গার্লস ও বয়েজ হাই স্কুল-সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিলে যোগ দিয়েছিলেন।এই মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হয়েছিলেন। এদিন সন্ধ্যায় নৈহাটির স্বপ্নবিথী পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে এগোতে থাকে।

অভিযোগ, রামকৃষ্ণ মোড়ের কাছে কিছু দুষ্কৃতী মিছিলে ঢুকে মহিলাদের মারধোর করে। মাইক্রোফোনের তার ছিড়ে দেয়। ক্ষোভে রামকৃষ্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। যদিও মিছিলকারীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন পুরপ্রধানের পুত্র তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়।

এই মিছিলে তৃণমূলের হামলা প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন," দিদিমণি ফস করতে বলেছে, তাই তৃণমূলের নেতারা এখন ফস করছে"। অন্যদিকে,এদিন রাতে  নৈহাটিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ মিছিল চলছিল তিলোত্তমার বিচারের দাবিতে সেই মুহূর্তে রামকৃষ্ণ মোড় এর কাছে মিছিলে কিছু দুষ্কৃতি হামলা করে। তারই প্রতিবাদে এবার তিলোত্তমার বিচারের দাবিতে কাকিনাড়ার মাদরালে প্রতিবাদ মিছিল বার করে এলাকার সকল এলাকাবাসীরা।
সোমবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম অ্যান্ড বেঙ্গল স্নুকার লিগ বা (বিএসএল) ২০২৪
খেলা # Sports # Snooker # Kolkata


খবর কলকাতা: ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত কলকাতার Saturday Club এ । আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের  সভাপতি অনিল পোদ্দার, সাধারণ সম্পাদক ধ্রুব আগরওয়াল, কর্ম সমিতির সদস্য কিংশুক সাহা, সৌরভ সুরানা সহ আমাদের রাজ্যের কিউ স্পোর্টসের প্রথম স্থানিধিকারী খেলোয়ার মুদিত পোদ্দার।

টুর্নামেন্ট টি রাষ্ট্রীয় সেরা খেলোয়াড়দের মিশ্রণের সাথে জাতীয় সেরা স্নুকার খেলোয়াড়দের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের প্রতিশ্রুতি দেয়। যুক্তরাজ্য এবং থাইল্যান্ডের ২ জন শীর্ষ স্তরের আন্তর্জাতিক পেশাদার স্নুকার খেলোয়াড় যথা মিঃ স্টিফেন লি এবং মিঃ দেচাওয়াত পুমজান দের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে খেলবেন বাংলা তথা ভারতের জাতীয় স্তরের প্রথম সারির তরুণ খেলোয়াড়রা।

টুর্নামেন্টটি প্রথমে PRO AM ফর্ম্যাটে শুরু হবে যেখানে ২ পেশাদার সহ জাতীয় স্তরের ১৬ জন খেলোয়াড় রাজ্য খেলোয়াড়দের অংশীদার হবে এবং একটি দল হিসাবে খেলা হবে। তারপরে ৮ টি দল ২ জন শীর্ষস্থানীয় খেলোয়াড়ের সাথে ৪ টি রাজ্য স্তরের খেলোয়াড়ের মিশ্রণে একটি দল গঠন করবে এবং একে অপরকে লিগের ভিত্তিতে খেলবে।

ইভেন্টটি অপেশাদার এবং পেশাদার স্নুকার খেলোয়াড়দের সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবং স্নুকার অনুরাগী এবং উৎসাহীদের একটি দর্শন প্রদান করে।

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের খেলোয়াড়দের অনুপ্রাণিত ও প্রচার করার জন্য এবং আমাদের রাজ্যে সবুজ বাইজের খেলাকে আরও জনপ্রিয় করার জন্য WBBA উক্ত অনুষ্ঠানটির আয়োজন করছে।

Pro Am এবং BSL উভয় ইভেন্টের বিজয়ী এবং রানার্স আপদের সাথে ভাগ করে নেওয়ার জন্য মোট ১০ লাখ টাকার বেশি পুরস্কার থাকবে এবং সর্বোচ্চ বিরতির জন্য পুরস্কারও থাকবে।

ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের তরফ থেকে
স্নুকার খেলাকে আরও জনপ্রিয় করতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সদয় সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন।

ছবি: সঞ্জয় হাজরা।
খুঁটি পূজার মধ্যে দিয়ে শ্যামা পূজার শুভ সূচনা ইয়ং রিক্রেশন ক্লাবের"

নিউজ ব্যুরো: রবিবার খুঁটি পূজার মধ্যে দিয়ে ৩৭ তম বর্ষের শ্যামা পূজার শুভ সূচনা করল ইয়ং রিক্রেশন ক্লাব।" নতুন থেকে পুরাতন শিল্প থাকুক চিরন্তন "মূলত এই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই এবছরের পূজার মধ্যমগ্রাম সেজে উঠবে দীপাবলীতে। যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদ সায়নী ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিয়াই ঘোষ এবং পৌর পারিষদ সহ একাধিক সম্মানীয় ব্যক্তিরা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে উপস্থিত ছিলেন এদিনের খুঁটি পুতে পুজো উৎসবে।

উত্তর ২৪ জেলা জুড়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের "অভয়া ক্লিনিক"

খবর কলকাতা: গতকালই রাজ্যের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছিলেন রাজ্যের সাধারণ মানুষকে পরিসেবা দেওয়ার জন্য খোলা হবে "অভয়া ক্লিনিক"। সেই মতো আজ থেকে থেকে সাধারণ মানুষ সব রকম পরিসেবা দেওয়া হচ্ছে অভয়া ক্লিনিকে। আজ রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের বাইরে বারাসাত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে চলছে অভয়া ক্লিনিক।

এছাড়াও, পানিহাটির নাটাগড়ে ও ডানলপে সকাল থেকে অভয়ার ক্লিনিকে মানুষ এসে তাদের চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। ডানলপ ৩৪ বি বাসস্ট্যান্ডে এবং পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে সকাল থেকে অভয়া ক্লিনিক ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন। প্রচুর মানুষ এসে এই অভয়া ক্লিনিক থেকে মানুষ ডাক্তার দেখিয়ে তাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন সাধারণ মানুষ।

অন্যদিকে,বরানগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘরে জুনিয়র চিকিৎসকদের তরফে টেলিমেডিসিন ক্লিনিক চালু করা হয়েছে।

আজকের রাশিফল (Sunday, September 8, 2024)


জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Sunday, September 8, 2024)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান/ উপহারও আজকে কোন জাদু করবে না। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না। আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন। আপনি আজ যে মুহুর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন।

প্রতিকার :- কালো গরুকে সেবা করলে ও খেতে দিলে তা পানির প্রেমের জীবনের জন্য খুবই লাভ দায়ক হবে।

বৃষভ রাশিফল (Sunday, September 8, 2024)

আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেইসঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। যদি এমন কোন জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি-তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। আজ, আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না। এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে।

প্রতিকার :- আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যাক্তির কাছ থেকে আশীর্বাদ পেতে আপনার মালিকের সাথে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।

মিথুন রাশিফল (Sunday, September 8, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যিই বিস্ময়কর কিছু হবে, এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে। আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন। সুতরাং, আপনার দিনকে আরও উত্পাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভাল।

প্রতিকার :- মা সরস্বতীর আরাধনা করলে আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ থাকবে।

কর্কট রাশিফল (Sunday, September 8, 2024)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান/ উপহারও আজকে কোন জাদু করবে না। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। দীর্ঘ সময় পরে, আপনি ঘুমের জন্য আপনার কোটা পূরণ করতে সক্ষম হতে পারে। এরপরে, আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করছেন।

প্রতিকার :- ভগবান শিব, ভগবান ভৈরব ও হনুমান জির আরাধনা করলে পরিবারে সুখ বজায় থাকবে।

সিংহ রাশিফল (Sunday, September 8, 2024)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে। আপনার তারকারা পূর্বাভাস দিয়েছেন যে আপনার সন্ধ্যায় আপনার বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে। তবে মনে রাখবেন, সংযম হল মূল বিষয়।

প্রতিকার :- খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।

কন্যা রাশিফল (Sunday, September 8, 2024)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। যে কোনও নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যাঁরা আপনার সুনাম নষ্ট করবে। আজ বিশ্ব ধবংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

প্রতিকার :- আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

তুলা রাশিফল (Sunday, September 8, 2024)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন। আজ আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান বা কাজ অনুষ্ঠিত হতে পারে তবে তারপরেও আপনি কোনও কিছুর জন্য উদ্বিগ্ন থাকবেন।

প্রতিকার :- ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করুন। এটি আপনাকে রাজকীয় অনুভূতি দেবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, September 8, 2024)

অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন। আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না।

প্রতিকার :- রুপোর ওপর শুক্র যন্ত্র খোদাই করলে পরিবারে শান্তির বাতাবরণ বজায় থাকবে।

ধনু রাশিফল (Sunday, September 8, 2024)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। আজকে আপনি অফিস পৌছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন।বাড়ি পৌছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। আজ কিছুটা বেশি ঘুমোলে আপনি শক্তির মুকুট অনুভব করতে পারেন। নিজেকে দিনভর সচল রাখুন।

প্রতিকার :- আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

মকর রাশিফল (Sunday, September 8, 2024)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রি়য়জনকে ভুলে যাবেন। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেন, আপনি আপনার সঙ্গীনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। সকালের তাজা রোদ আজকে আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে।

প্রতিকার :- গৃহে শান্তিপূর্ণ জীবন যাপন করতে আপনার মাকে সম্মান করুন ও ভালোবাসুন।

কুম্ভ রাশিফল (Sunday, September 8, 2024)

আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে- কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না। ভালোবাসার জন্য উৎসাহময় দিন- সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন।

প্রতিকার :- পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন।

মীন রাশিফল (Sunday, September 8, 2024)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে। আপনি কাউকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য থাকা উচিত।

প্রতিকার :- আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটিভরতি দুধ খাওয়ান।

(Courtesy-AstroSage)
অন্ধ্রপ্রদেশে পাওয়া গেল ১ লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো অস্ত্র ভান্ডার

মানুষের সভ্যতা কত প্রাচীন? এই প্রশ্নের উত্তর এখনও নেই। এক সময় এক রকম ভাবা হতো, কিন্তু পরেই আবার নতুন আবিষ্কারের ফলে ভাবনা যায় পরিবর্তন হয়ে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে আবিস্কৃত হয়েছে এমন কিছু পাথর জার প্রাচীনত্ব প্রায় কল্পনার অতীত। ওই পাথরগুলো ১ লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো অস্ত্রশস্ত্র বলেই মনে করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া যে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করেন, ৬০-৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে হোমো সেপিয়েন্সরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ভারতেও এসেছিল সেই সময়ই। তাহলে, ১ লক্ষ ৩৯ হাজার বছর আগে কারা এই অস্ত্রশস্ত্র তৈরি করেছিল? কারা ব্যবহার করত সেই সব? এইসব প্রশ্ন সামনে আসতেই ঘুরে গেছে ভূ-বিজ্ঞানীদের মাথা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই সমস্ত অস্ত্র যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে (Science) তৈরী করা হয়েছে। হাতিয়ারগুলির কাল বা সময় বিজ্ঞানীদের বিস্মিত করলেও, একটি বিষয়ে তাঁরা নিশ্চিত, পাথরের তৈরি এই জটিল অস্ত্রসস্ত্রগুলি আধুনিক মানুষ, অর্থাৎ হোমো সেপিয়েন্সরা তৈরি করেনি। তারও আগে তৈরী হয়েছে।ভারতীয় ও জার্মান বিজ্ঞানীদের একটি দল, ‘পিএলওএস ওয়ান’ জার্নালে এই গবেষণার ফল প্রকাশ করেছে। এতদিন অনুমান করা হত, শুধুমাত্র হোমো সেপিয়েন্সরাই এই ধরনের হাতিয়ার তৈরি করতে পারে। কিন্তু প্রকাশম জেলার রেতলাপাল্লে নামের এক গ্রামের কাছে খনন চালিয়ে “মধ্য-প্যালিওলিথিক” যুগে তৈরি পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছে। এর ফলে, এখন বিজ্ঞানীরা মনে করছেন, হাতিয়ার তৈরির শিল্প সম্ভবত কিছু প্রাচীন বিলুপ্ত মানব-সম প্রজাতিও জানা ছিল।
গণেশ বন্দনায় বারাসাত বরিশাল কলোনি গণেশ পুজো কমিটি
অঙ্কিত মুখার্জী: আজ গনেশ চতুর্থী। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছে গনেশ চতুর্থী উৎসব পালন।এদিন এলাকায় গাছ লাগিয়ে গণেশ পুজো শুরু করল বারাসাত বরিশাল কলোনি গণেশ পুজো কমিটির সদস্যরা।প্রতিবছরের মতন এ বছরও গনেশ পুজোর আয়োজন করেছে বারাসাত বরিশাল কলোনি গণেশ পুজো কমিটির সদস্যরা। পঞ্চম তম বর্ষে পা দিয়েছে বারাসাত বরিশাল কলোনির গনেশ পুজো। গণেশ বন্দনার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল কমিটির সদস্যরা। এছাড়াও এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে আয়োজন করা  হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান। দুপুরে এক  সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির সভাপতি রতন পোদ্দার জানালেন,"পঞ্চম বর্ষের গনেশ পুজোয় পুজো কমিটি ৫ টি বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই পুজোর সূচনা করে। এছাড়াও একদিকে গনেশ পূজোর পাশাপাশি সাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পূজো কমিটির পক্ষ থেকে।"উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জী সহ স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী।



চলতি মরশুমে সিএবি টুর্নামেন্টে  কালীঘাট ক্লাবের হয়ে খেলবেন মনোজ, ঋদ্ধিমান ও অনুষ্টুপ
*খেলা*

খবর কলকাতা: চলতি মরশুমে সিএবি টুর্নামেন্ট গুলির জন্য আজ কালীঘাট ক্লাবে খেলার জন্য স্বাক্ষর করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা এবং অনুষ্টুপ মজুমদার। উল্লেখ্য, ছোটবেলায় কাস্টমস ক্লাবে নিজেদের ক্রিকেট জীবনের খেলা শুরু করে আজ আবার তিন সতীর্থ তাদের পুরনো ক্লাব কালীঘাটের স্বাক্ষর করলেন। মনোজ তিওয়ারি জানালেন, " আমি কোন আর্থিক লেনদেন ছাড়াই এই ক্লাবে স্বাক্ষর করলাম কারণ আমার মনে হয় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে জুনিয়র ক্রিকেটারদের জন্য আমার কিছু কর্তব্য পালন করা উচিত। তাই আমি এই ক্লাবের আমার সতীর্থদের জন্য যতটা পারবো নিজেকে উজাড় করে দেবো।" অপর প্রাক্তন বাংলা তথা ভারতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা জানালেন, " অনেকদিন পর নিজের পুরনো ক্লাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে পুরানো সাথী এবং নব প্রজন্মের খেলোয়াড়দের সাথে খেলতে পারব , এটাতে আমি অনেক খুশি।" গতবারের বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ  মজুমদারের কথায়, " আমি অনেকদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত তবে আমার পুরনো সতীর্থদের আবার পাশে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করি এই মরসুমটা আমাদের ভালই যাবে।" বি: সঞ্জয় হাজরা।
নৈহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে মর্নিং ওয়ার্ক করতে গিয়ে আক্রান্ত এক মহিলা
প্রবীর রায়: নৈহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা অর্চনা দাস। তিনি প্রতিদিন তার বান্ধবীদের সাথে মর্নিং ওয়ার্ক করতে যান পারারই একটি মাঠে । গতকাল সেই সময় দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে অন্য কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন তার প্রতিবাদ করেন ওই মহিলা সহ তার বান্ধবীরা। তখনই ওই দুই যুবক উল্টে ওই মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

শুধু তাই নয় চুলের মুঠি ধরে প্রতিবাদী মহিলাকে মারধর করে। চড় থাপ্পর ও মারে গালে। এতে থেমে থাকেনি ওই দুষ্কৃতীরা মারতে মারতে ওই মহিলার বাড়ির সামনে নিয়ে আসে। শুধু তাই নয় ওই মহিলা অর্চনা দাসকে বাঁচাতে এসে তার স্বামী (ক্যান্সার আক্রান্ত )অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খোকন দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। প্রাক্তন কাউন্সিলর তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে বলেন," মায়ের সমান এক মহিলাকে এভাবে মারধর তারা কখনো প্রশ্রয় দেন না। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে।"