*গ্রামের পুরুষদের বিয়ে করলে নারীদের জন্য বিশেষ অনুদান, সমালোচনার মুখে সরকার*
এশিয়া
এসবি নিউজ ব্যুরো: গ্রামের পুরুষদের বিয়ে করলে নারীদের জন্য বিশেষ অনুদান, সমালোচনার মুখে জাপান সরকার।জাপানের গ্রামীণ এলাকায় বসবাসরত পুরুষদের বিয়ে করার ব্যাপারে নারীরা কম আগ্রহী। তাই গ্রামের পুরুষদের বিয়ে করতে উৎসাহী করে তুলতে নারীদের নগদ বিশেষ অনুদান দেওয়ার একটি পরিকল্পনা হাতে নেয় দেশটির সরকার। এমনকি দাম্পত্য সঙ্গী খোঁজার জন্য নারীদের বিনা মূল্যে ট্রেনের টিকিট দেওয়ার পরিকল্পনাও ছিল সরকারের। তবে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। তাই সেই পরিকল্পনা পুনর্বিবেচনা করা হবে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির এক মন্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, জাপানে গ্রামীণ এলাকায় জনসংখ্যা প্রতিনিয়ত কমছে। বিশেষ করে নারীর সংখ্যা কমছে আশঙ্কাজনকহারে। গ্রামে জনসংখ্যা বাড়াতে বিশেষ করে নারী–পুরুষের সমতা আনতে চায় সরকার। এ লক্ষ্যে রাজধানী টোকিওর বাইরের পুরুষদের বিয়ে করলে নারীদের সর্বোচ্চ ৬ লাখ ইয়েন বিশেষ অনুদান দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছিলেন আমলারা।
গ্রামীণ এলাকায় জনসংখ্যা ও জন্মহার কমসহ এসব বিষয় নিয়ে কাজ করার জন্য জাপান সরকারের বিশেষ একটি মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হানাকো জিমি শুক্রবার জানিয়েছেন, গ্রামীণ পুরুষদের বিয়ে করলে নারীদের নগদ বিশেষ অনুদান দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা ‘পুনরায় বিবেচনা’ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ অনুদান পরিমাণ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলেও তিনি দাবি করেছেন।
গ্রামীণ পুরুষদের বিয়ে করলে কী পরিমাণ বিশেষ অনুদান দেওয়া হবে, সরকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগেই এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে। এ নিয়ে হাস্যরস ও ব্যাপক সমালোচনাও হয়।
সরকারের এই পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন যেমন লিখেছেন, ‘তারা (সরকার) কি ভেবেছে যে একজন শহুরে, স্বনির্ভর ও শিক্ষিত নারী ৬ লাখ টাকার কথা শুনে গ্রামে চলে যাবে এবং একজন গ্রামীণ পুরুষকে বিয়ে করবে। এটা হয় নাকি?’ আরেকজন লিখেছেন, ‘যারা নারীকে শুধু সন্তান জন্মদানের জন্যই গুরুত্বপূর্ণ মনে করে, তাদের মাথা থেকেই এমন চিন্তা আসতে পারে।’
বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপানের অনেক গ্রামীণ এলাকায় জনসংখ্যা সংকট তৈরি হয়েছে। এর পেছনে অন্যতম একটি কারণ হলো উচ্চশিক্ষা ও ভালো চাকরি পাওয়ার আশায় গ্রাম ও ছোট ছোট শহরগুলো থেকে তরুণদের তুলনায় তরুণীরা বেশি বড় বড় শহরগুলোয় পাড়ি জমাচ্ছেন, বিশেষ করে টোকিওতে। ছোট ছোট শহরগুলোয় শিশুদের দেখা পাওয়া দুষ্কর। ছোট এমন অনেক শহর আছে, যেখানে কোনো শিশুই নেই।
গত এপ্রিলে জাপানের গ্রামীণ এলাকার জনসংখ্যা নিয়ে একটি গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে, দেশটির মোট পৌর এলাকার ৪০ কি শতাংশের বেশি ‘জনশূন্য’ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। কারণ, এসব এলাকায় বয়স ২০ ও ৩০ এর কোটায়—এমন নারীর সংখ্যা প্রতিনিয়ত কমছে।
ছবি সৌজন্যে:এএফপি,টোকিও।

















খবর কলকাতা: ভারতের কৃতি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের ১১৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের মতো হকি বেঙ্গল এ বছরেও কলকাতার আশুতোষ বার্থ সেন্টিনারি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন অলিম্পিয়ন তথা প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক গুরবক্স সিং , ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন হকি বেঙ্গলের তরফ থেকে প্রয়াত যশবন্ত সিং রাজপুতকে তাঁর ভারতীয় হকি এবং অলিম্পিকে অসামান্য কৃতিত্বের জন্য ২০২৪ এর 'মেজর ধ্যান চাঁদ জীবন কৃতী সম্মান' স্মারক প্রদান করা হয়।
ছ
বি: সঞ্জয় হাজরা।
প্রবীর রায়: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত ৮ জন। ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে পুলিশ ঘটনার দিন ৮ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের দাবি, প্রিয়াঙ্গু পান্ডেই তাদের গুলি চালাতে বলেছিল। কেন্দ্রীয় নিরাপত্তা পাবার জন্য। যদিও প্রিয়াঙ্গু পান্ডের দাবি, "জগদ্দলের বিধায়কের শেখানো কথা ধৃতরা বলছে। এনআইএ তদন্তের দাবি জানিয়ে তিনি আদালতের শরণাপন্ন হচ্ছেন।" প্রসঙ্গত, বনধের দিন সকালে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে।
Sep 01 2024, 10:54
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.2k