/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ব্যারাকপুর আনন্দপুরীতে ডাকাতিতে এসে স্বর্ণ ব্যবসায়ীর পুত্রকে খুনে ধৃতদের দোষী সব্যস্ত করলো আদালত West Bengal Bangla
ব্যারাকপুর আনন্দপুরীতে ডাকাতিতে এসে স্বর্ণ ব্যবসায়ীর পুত্রকে খুনে ধৃতদের দোষী সব্যস্ত করলো আদালত


প্রবীর রায়: ২০২৩ সালের ২৪ মে ভরসন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীর পুত্রকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ।শনিবার ধৃতদের দোষী সব্যস্ত করলো ব্যারাকপুর আদালত। আগামী ২ সেপ্টেম্বর আদালত সাজা ঘোষণা করবে।

এদিন বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিক বৈঠক করে জানান," ১৫ মাসের মধ্যে ডাকাতির ঘটনার কিনারা করা সম্ভব হয়েছে। ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। ফেলে যাওয়া ব্লুটুথ ডিভাইসের সূত্র ধরে ঘটনায় জড়িতদের পাকড়াও করা হয়েছে"।

পুলিশ কমিশনার জানান, আদালত ২ সেপ্টেম্বর সাজা ঘোষণা করবে। এদিকে ঘটনার কিনারা হওয়ায় খুশিতে মৃতের বাবা স্বর্ণ ব্যবসায়ী নীল রতন সিংহ পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে এদিন সাংবর্ধনা জ্ঞাপন করেন। নীল রতন বাবু অপরাধীদের ফাঁসি চাইলেন।

*কবিতা*


"আলগা বাঁধন"

 গোপাল মাঝি* 

সম্পর্ক কোন ছিল নাতো 

    তোমার সঙ্গে মোর,

প্রথম দেখায় যেন হোল 

     রাত পেরিয়ে ভোর ।

দেওয়া -নেওয়া হোল মন 

     ভরা যৌবন কালে,

কাটতো সময় দুই জনারই 

    সুর - ছন্দ তালে ।

বয়সে বার্ধক্য আসতেই কেমন 

    আলগা হোল টান,

বাক্যবানে জর্জরিত এ' মন 

     যেন ওষ্ঠাগত প্রাণ ।

আঘাত যদি পায় কেহ 

    আপন জনের কাছে,

সে' আঘাত বিধবে বুকে 

    যেন পাশুপাত বানে!

কোন ওষুধে কমবে নাতো 

    বুকের এ' ব্যথা,

বুঝবে কেউ সারবে কেমনে 

    এমন রোগের কথা?

কাটছে সময় এখন আমার 

    নিশি জাগরণে,

সময় হাতে নেই বেশী 

    ফিরবো ভাঁটার টানে!

Durand Cup: অধরা কাপ, টাইব্রেকারে নর্থইস্টের কাছে হেরে স্বপ্নভঙ্গ মোহনবাগানের

খেলা

শ্রীজিতা মল্লিক : ঘরের মাঠে ডুরান্ডের ফাইনাল খেলতে নেমে কাপ জিততে পারল না মোহনবাগান। কলকাতার বিবেকানন্দ যুবভারতীতে খেলা শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল নর্থইস্ট। তবে প্রথম ১০ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট বল বাড়ান বক্সে থাকা সাহালের দিকে।রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর তখনই গোল করে দেয় জেসন কামিন্স।বিরতির আগে ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোল করলেন সাহাল। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলশোধ করে নর্থ ইস্ট। প্রথম বার গোল করলেন আলাদাইন। ৫৭ মিনিটের মাথায় ফের গোল করে সমতা ফেরায় নর্থ ইস্ট। দূরপাল্লার বাঁকানো শটে সমতা ফেরালেন গুইয়ের্মো।

৯০ মিনিট পরেও খেলার ফয়সালা না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নর্থইস্টের কাছে হারল মোহনবাগান। টান টান লড়াইয়ের পরেও মোহনবাগানের অধরাই থেকে গেল এবছরের ডুরান্ড কাপ।

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

ধ্যান চাঁদের ১১৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সম্মান প্রদান
*খেলা*
#Sports# Award #Kolkata 2024

খবর কলকাতা: ভারতের কৃতি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের ১১৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের মতো হকি বেঙ্গল এ বছরেও কলকাতার আশুতোষ বার্থ সেন্টিনারি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন অলিম্পিয়ন তথা প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক গুরবক্স সিং , ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন হকি বেঙ্গলের তরফ থেকে প্রয়াত যশবন্ত সিং রাজপুতকে তাঁর ভারতীয় হকি এবং অলিম্পিকে অসামান্য কৃতিত্বের জন্য ২০২৪ এর 'মেজর ধ্যান চাঁদ জীবন কৃতী সম্মান' স্মারক প্রদান করা হয়। বি: সঞ্জয় হাজরা।
আজকের রাশিফল (Friday, August 30, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, August 30, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার ভালোবাসার মানুষটিকে কোন কঠোর কিছু না বলতে চেষ্টা করুন-অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

বৃষভ রাশিফল (Friday, August 30, 2024)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমের জীবন আশা আনবে। মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

মিথুন রাশিফল (Friday, August 30,2024)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

কর্কট রাশিফল (Friday, August 30, 2024)

আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Friday, August 30, 2024)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Friday, August 30, 2024)

অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বোনের বিবাহসম্পর্ক আপনাকে খুশি করে তুলবে। তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর। কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

তুলা রাশিফল (Friday, August 30, 2024)

আপনাদের মধ্যে যাঁরা যাঁরা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে- আজকের দিনে আপনার চাওয়া শেষ জিনিসটিই হবে এক চাপ এবং উভয়সঙ্কটের দিন। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

বৃশ্চিক রাশিফল (Friday, August 30, 2024)

পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

ধনু রাশিফল (Friday, August 30, 2024)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন।

প্রতিকার :- গরুকে সবুজ ঘাস বা সবুজ জাবর খেতে দিলে কর্মজীবনে ভালো ফল দেবে।

মকর রাশিফল (Friday, August 30, 2024)

আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Friday, August 30, 2024)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Friday, August 30, 2024)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- তামাক সেবন থেকে বিরত থাকুন এবং ডিম, মাছ , মাংস ইত্যাদি তামসিক খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

(Courtesy-AstroSage)
ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত ৮ জন
প্রবীর রায়: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত ৮ জন। ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে পুলিশ ঘটনার দিন ৮ জনকে  গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের দাবি, প্রিয়াঙ্গু পান্ডেই তাদের গুলি চালাতে বলেছিল। কেন্দ্রীয় নিরাপত্তা পাবার জন্য। যদিও প্রিয়াঙ্গু পান্ডের দাবি, "জগদ্দলের বিধায়কের শেখানো কথা ধৃতরা বলছে। এনআইএ তদন্তের দাবি জানিয়ে তিনি আদালতের শরণাপন্ন হচ্ছেন।" প্রসঙ্গত, বনধের দিন সকালে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে।
শহরবাসীর কাছে মালদহের ভাটরা বিল এখন মিনি দীঘা
খবর কলকাতা: ছুটির দিন পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের দক্ষিণ ভাটরার বিলে উপছে পড়ছে পর্যটকদের ভিড়।ভাটরা বিলে পর্যটকদের যে পরিমাণ ভিড় বাড়ছে তা  নজিরবিহীন। পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকায় অবস্থিত কয়েক হাজার একর জমির এখন বৃষ্টি এবং নদীর জল প্রবেশ করে সমুদ্রের পরিণত হয়েছে । যার এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না। ঝোড়ো হাওয়ার ফলে সেই বিশাল জলাশয় ঢেউয়ের চেহারাও নিয়েছে। নৌকা-বিহার চলছে। আর এটাই এখন মানুষের কাছে মিনি দীঘায় পরিণত হয়েছে।এই জেলার আশেপাশের জেলা থেকেও মানুষ আসছেন মিনি দীঘায় ঘুরতে। সেখানে পুলিশের নজরদাঁড়ি বাড়ানো হয়েছে। গ্রামের হঠাৎ করে পরিবেশ পাল্টে যাওয়ায় বেড়েছে কর্মসংস্থান। ফাস্টফুডের দোকান থেকে আরও যাবতীয় বেশ কিছু দোকান গড়ে উঠেছে সেখানে। 

বাইরে থেকে ঘুরতে আসা বিভিন্ন এলাকার পর্যটকদের বক্তব্য, সমুদ্রের মতোই জলের স্রোত দেখে অনেকেই অভিভুত হয়ে যাচ্ছেন। মালদহের এই ভাটরা বিল পর্যটকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।  শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটরা বিল। বর্ষার সময় বন্যা এবং বৃষ্টির জলে ভরে যায় এই বিল। আবার গ্রীষ্মের সময় এই বিলে আর জল থাকে না।

ইংরেজবাজার শহর থেকে আসা এক পর্যটক জানান, "মিনি দিঘার নাম শুনেছি। তাই মনের মধ্যে আগ্রহ ছিল সেটি দেখার। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেছি। প্রকৃতির এত সুন্দর বৈচিত্রময় দৃশ্য ভাবতেই পারে নি। অসাধারণ একটি জায়গা যা মালদার মিনি দীঘা নামে পরিচিত হয়েছে"। 
এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেল নদীয়ার দুই মহিলা সহ এক শিশু কন্যা


খবর কলকাতা: বর্তমানে সারাবিশ্বে যোগাসনের চর্চা অনেকটাই ছড়িয়ে পড়েছে। ভারতীয় ঐতিহ্যের যোগাসনে যুক্ত হচ্ছেন বাড়ির অভিভাবক থেকে শুরু করে তাদের সন্তানরাও। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এক যোগাসন প্রত যোগিতায় রুপো ও সোনা জিতে এক অনন্য নজির গড়লো নদীয়ার কৃষ্ণনগরের মা ও মেয়ে। যদিও শুধু তারাই সাফল্য অর্জন করেননি একই সাথে পদক জিতে নিয়েছেন যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকাও। উল্লেখ্য,এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় নদীয়ার কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণনগর চম্পা হালদার ও তার ছোট্ট মেয়ে আর্যহী হালদার। যেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগিরা।একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার তিনি রৌপ পদক ছিনিয়ে নেন, আর মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেন সোনার পদক। যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জী তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি  জিতে নেন রৌপ পদক।
উপন্যাস "মুক্তা মাছ", লেখক সন্তোষ করের উপন্যাস স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে

খবর কলকাতা: সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে লেখা সামুদ্রিক উপন্যাস "মুক্তা মাছ"। পূর্ব মেদিনীপুরের শংকরপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষ করের এই উপন্যাস এবার স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে।

ড: শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় রাঁচির ঝাড়খন্ডে স্নাতকোত্তর বাংলা সিলেবাসে পড়ানো হচ্ছে সন্তোষ করের উপন্যাস "দাঁড়- জাল মুক্তা মাছ" ।এই ইউনিভার্সিটি গ্রাজুয়েশনে পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে সন্তোষ করের আর একটি উপন্যাস "এখন এই মন"।

রামনগরের উপকূলবর্তী এলাকার এক অনন্য সাহিত্য সাধক। বাংলা সাহিত্যের এক অন্য ধারার লেখক। সমুদ্র উপকূলেবর্তী মানুষ হওয়ায় মৎস্যজীবীদের জীবন কাহিনী ভাবনা , সমুদ্রের বিষয় তাকে অনেকটাই প্রভাবিত করেছে। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। একে একে লিখে গিয়েছেন নানান উপন্যাস, গল্প ও কবিতা।লেখক সন্তোষ করে জন্ম ১৯৪৩ সালের ১৯ শে সেপ্টেম্বর দীঘার কাছে ক্ষীরপাল গ্রামে। পিছাবনী বাণী নিকেতন হাইস্কুলে পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় মগ্ন ছিলেন সন্তোষ কর। তার লেখা কাব্যগ্রন্থ গুলি হল "মরুভূমি বেদুইন",গল্পগ্রন্থ "গরল"উপন্যাস "দাঁড়- জাল মুক্তা মাছ"। তার লেখা বই বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের সিলেবাসে পঠন-পাঠনের জন্য কাজে লাগছে তার জন্য তিনি স্বভাবতই খুশি। তার লেখনি শুধু বাংলা সাহিত্যে অন্য ধারার লেখাই শুধু নয় সামুদ্রিক উপন্যাসের এক দিশা দেখিয়েছে। রামনগরের শংকরপুরের সমুদ্রের পাড়ে প্রত্যন্ত ক্ষীরপান গ্রামের লেখকের ভাবনা ও দৃষ্টিভঙ্গি দিশা দেখিয়েছে বাংলা সাহিত্যের এক নতুন দিককে। শুধু সমুদ্র কেন্দ্রিক উপন্যাসে নয়, এই উপন্যাসের মধ্যে রামনগরের আঞ্চলিক ভাষা উপন্যাসের চরিত্রের মাধ্যমে বিকশিত হয়েছে। যা আঞ্চলিক ভাষা সাহিত্য ও মৎস্যজীবীদের জীবনযাত্রা ও সামুদ্রিক জীবনের চিত্র বারে বারে বিকশিত হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ সুরঞ্জন মিদ্দা মহাশয়ের সম্পাদনায় "দাঁড়- জাল

মুক্তা মাছ" উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে "মুক্তা মাছ" শিরোনামে ২১ শে এপ্রিল ২০১৮ সালে।

লেখকের মুক্তা মাছ উপন্যাস নিয়ে ড. অনির্বাণ সাহুর অভিব্যক্তি বেশ তাৎপর্যপূর্ণ - "মোহনা থেকে সমুদ্রের জলে মাঝিদের আত্মবিশ্বাসের শুধু কাহিনী নয় বাংলার আঞ্চলিক ভাষার নির্মম বাস্তবের সঙ্গে রোমান্সের এক অভিনব আলেখ্য। জেলে পাড়ার সনাতন বিশ্বাস ও আধুনিক সংস্কারের দ্বন্দ্ব একাকার জল ও জলের মৎস্যপুরাণ মুক্তা মাছ।"

শংকরপুর মৎস্য বন্দর থেকে কিছুটা দূরে উপন্যাসের পটভূমি মৎস্যজীবী সম্প্রদায় বা জেলের সম্প্রদায়ের মানুষের জীবন সংগ্রাম সমুদ্র নির্ভর জীবিকা ভালো-মন্দ, চড়াই উতরাই, প্রেম প্রত্যাখ্যান, সমস্যা সম্বল পিছিয়ে পড়া সংস্কার অন্ধবিশ্বাস জীবন ঘিরে এই উপন্যাস। সবকিছু সঙ্গে উপন্যাসটি হয়েছে স্থানীয় উড়িয়া এবং বাংলায় মিশ্রিত কথিত ভাষাকে আধার করে। রামনগর কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক গৌতম প্রামাণিক জানালেন," সন্তোষ কর হলেন বাংলা সাহিত্যের নতুন দিশার এক মহীরূহ"। অন্যদিকে, রামনগর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বরুণ কুমার দাস বলেন, "সন্তোষ করের মতন সাহিত্যিক বাংলা সাহিত্যের এক স্বকীয় ভাবনার লেখক"।

বাংলা সাহিত্যের অন্যধারা লেখক সন্তোষ স্তরের দুটি উপন্যাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ায় খুশি উপকূলবর্তী এলাকার সাহিত্য অনুরাগী মানুষ সহ গোটা বাংলা।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকার অবস্থান মঞ্চ থেকে মোমবাতি মিছিল

খবর কলকাতা: এস এফ আই ডি ওয়াই এফ আই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে পানিহাটি নাটাগরের বাসিন্দা তরুণী ডাক্তার এবং ছাত্রী  আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যেভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে এস এফ আই, ডি ওয়াই এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল করে সোদপুর স্টেশন রোড হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে এইচবি টাউন মোড়ে প্রায় ৪৮ ঘন্টা ধরে গণ অবস্থান কর্মসূচি চলছে। গতকাল সন্ধ্যায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী এই অবস্থান মঞ্চে আসেন এবং তার নেতৃত্বে অবস্থান মঞ্চ থেকে ঘোলা থানা পর্যন্ত একটি মশাল মিছিল সংঘটিত হয় ।