"কুনাল ঘোষের কথার উত্তর দিই না, উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি"- শুভেন্দু অধিকারী
খবর কলকাতা: আজ সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দর তিনি জানান,"শুধু কোচবিহার নয় সব জায়গায় যাব। কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলো দখল হয়ে যাচ্ছে। একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো হয়েছে। প্রধান উপপ্রধানদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এক্স হ্যান্ডেলে লিখেছি। কাশীপুর পঞ্চায়েত মথুরাপুর দক্ষিণ ২৪ পরগনা। তৃণমূল পঞ্চায়েতের স্বামী। তিনি কিভাবে জোর করে পতাকা খাটাচ্ছেন। এর জেরে পার্টি কর্মীদের পাশে আমাদের থাকতে হবে। ওরা যেমন ৪০ শতাংশ ভোট পেয়েছে আমরাও ৩৯ শতাংশ ভোট পেয়েছি। এতগুলো রাজ্যে ভোট হয়েছে। জয় পরাজয় হয়েছে। কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট নেই, শুধু অন্ধ্রপ্রদেশ ছাড়া। কেন এই রাজ্যে হাজার লোক বাড়ির বাইরে থাকবে? কেন হাসপাতালে থাকবে? কেন বলছে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব? মারব? কোচবিহার পার্টি অফিসে ২৭০ জন ঘরছাড়া বিজেপি কর্মী আছেন। আমি তাদের সঙ্গে মিট করব। জেলাশাসকের সঙ্গে মিট করতে চাইব। হয়তো উনি দেখা করবেন না। আমি প্রেস মিট করব।"
যেখানে তৃণমূল কংগ্রেসকে ৫ দিন ধর্ণা অনুমতি পুলিশ দিয়েছিল সেখানেই ধর্নায় বসার জন্য চিঠি দিয়েছি। পুলিশ কমিশনার এখনও উত্তর দেননি। আমি মঙ্গলবার আবার রিমাইন্ডার দেব। মহামান্য রাজ্যপাল নিয়ে গতকালের হাইকোর্টের রায় জানেন।আগামীকাল যদি ওনার সময় হয় আমি ১০০ জন আক্রান্তকে নিয়ে দেখা করব।
পারমিশন পাবেন?
পারমিশন নিতে বলেনি। জানাতে বলেছেন। রাজভবন অনুমতি দিলেই যাবো। বাইরে ধর্নায় বসতে পুলিশের অনুমতি লাগবে। তৃণমূলকে দিয়েছে তো। আমাদের দেবে না কেন?
আবাস প্লাস যোজনার টাকা দেওয়া নিয়ে ফের সমীক্ষার নির্দেশ নবান্নের
এই বছর ওরা যা ঋণ নেওয়ার নিয়ে নিয়েছে। আর নেওয়ার সুযোগ নেই। তাই ভোটের আগে এক বলে আর ভোটের পরে এক। ২১ এর আগেও বলেছিল ডাবল ডাবল চাকরি হবে। মোদী ভ্যাকসিন নেব না। আমি কিনে নেব।



এসবি নিউজ ব্যুরো: শনিবার ভোরে কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের কফিন বন্ধী দেহ এসে পৌছালো কলকাতা বিমানবন্দরে। এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের তরফের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
এসবি নিউজ ব্যুরো: মালদহে শুরু হল প্রাচীন ও ঐতিহ্যবাহী 'রামকেলি মেলা'। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব।মালদহের রামকেলি মেলা এবার ৫১০ বছরে পড়ল।
এসবি নিউজ ব্যুরো: দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহ অব্যাহত।অথচ বর্ষায় বিপর্যস্ত উত্তরবঙ্গ।উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।এই বৃষ্টির প্রভাব সব থেকে বেশি সিকিমে। গত ৩ দিন ধরে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। যার জেরে একেবারে বিপর্যস্ত সিকিম। ইতিমধ্যেই সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও লাচুং, চুকথানে আটকে পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। যদিও পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে প্রসাশন। অপরদিকে বৃষ্টির কারণে তিস্তার জল বাড়ছে। সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। গত বছর তিস্তার সেই ভয়ংকর দৃশ্য দেখেছিল তিস্তা এলাকার বাসিন্দারা। ঠিক যেন সেই ভয়ংকর কথা মনে পড়ে যাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। যদিও ইতিমধ্যে তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। অন্যদিকে, ধসে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। তবে জোর কদমে চলছে সিকিমে ধস সড়ানোর কাজ। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্য আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
এসবি নিউজ ব্যুরো: লোকসভার নির্বাচনে প্রচারে এসে হুগলি দইয়ের প্রশংসায় মঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার সেই দই ভাইরাল নেট দুনিয়ায়।নবদ্বীপের দই ছাড়াও হুগলিতেও নানা স্বাদের বিভিন্ন ধরনের দই পাওয়া যায়।এই তীব্র গরম থেকে রেহাই পেতে তাই বাজারে দইয়ের চাহিদা তুঙ্গে।হুগলির বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিতে টক,মিষ্টি দই লাল দই ছাড়াও আম ,গন্ধরাজ দই ও কেশর দইয়ের যোগান দিতে হিমশিম খাছে মিষ্টান্ন ব্যবসায়ীরা। নানা স্বাদের ট্র্যাডিশনাল ও ফিউশান মিষ্টির পসরা নিয়ে হাজির মিষ্টি ব্যবসায়ীরা।
*ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।*
Jun 15 2024, 20:06
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
10.6k