/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz "কুনাল ঘোষের কথার উত্তর দিই না, উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি"- শুভেন্দু অধিকারী West Bengal Bangla
"কুনাল ঘোষের কথার উত্তর দিই না, উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি"- শুভেন্দু অধিকারী

খবর কলকাতা: আজ সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দর তিনি জানান,"শুধু কোচবিহার নয় সব জায়গায় যাব। কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলো দখল হয়ে যাচ্ছে। একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো হয়েছে। প্রধান উপপ্রধানদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এক্স হ্যান্ডেলে লিখেছি। কাশীপুর পঞ্চায়েত মথুরাপুর দক্ষিণ ২৪ পরগনা। তৃণমূল পঞ্চায়েতের স্বামী। তিনি কিভাবে জোর করে পতাকা খাটাচ্ছেন। এর জেরে পার্টি কর্মীদের পাশে আমাদের থাকতে হবে। ওরা যেমন ৪০ শতাংশ ভোট পেয়েছে আমরাও ৩৯ শতাংশ ভোট পেয়েছি। এতগুলো রাজ্যে ভোট হয়েছে। জয় পরাজয় হয়েছে। কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট নেই, শুধু অন্ধ্রপ্রদেশ ছাড়া। কেন এই রাজ্যে হাজার লোক বাড়ির বাইরে থাকবে? কেন হাসপাতালে থাকবে? কেন বলছে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব? মারব? কোচবিহার পার্টি অফিসে ২৭০ জন ঘরছাড়া বিজেপি কর্মী আছেন। আমি তাদের সঙ্গে মিট করব। জেলাশাসকের সঙ্গে মিট করতে চাইব। হয়তো উনি দেখা করবেন না। আমি প্রেস মিট করব।"




যেখানে তৃণমূল কংগ্রেসকে ৫ দিন ধর্ণা অনুমতি পুলিশ দিয়েছিল সেখানেই ধর্নায় বসার জন্য চিঠি দিয়েছি। পুলিশ কমিশনার এখনও উত্তর দেননি। আমি মঙ্গলবার আবার রিমাইন্ডার দেব। মহামান্য রাজ্যপাল নিয়ে গতকালের হাইকোর্টের রায় জানেন।আগামীকাল যদি ওনার সময় হয় আমি ১০০ জন আক্রান্তকে নিয়ে দেখা করব।




পারমিশন পাবেন?




পারমিশন নিতে বলেনি। জানাতে বলেছেন। রাজভবন অনুমতি দিলেই যাবো। বাইরে ধর্নায় বসতে পুলিশের অনুমতি লাগবে। তৃণমূলকে দিয়েছে তো। আমাদের দেবে না কেন?




আবাস প্লাস যোজনার টাকা দেওয়া নিয়ে ফের সমীক্ষার নির্দেশ নবান্নের




এই বছর ওরা যা ঋণ নেওয়ার নিয়ে নিয়েছে। আর নেওয়ার সুযোগ নেই। তাই ভোটের আগে এক বলে আর ভোটের পরে এক। ২১ এর আগেও বলেছিল ডাবল ডাবল চাকরি হবে। মোদী ভ্যাকসিন নেব না। আমি কিনে নেব।

কলকাতায় এসে পৌঁছল কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়কের কফিনবন্দি দেহ
এসবি নিউজ ব্যুরো: শনিবার ভোরে কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের কফিন বন্ধী দেহ এসে পৌছালো কলকাতা বিমানবন্দরে। এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের তরফের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

এর পাশাপাশি বিজেপির তরফে উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন সাড়ে সাতটা নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। কলকাতা বিমানবন্দরে ফুল দিয়ে তাকে শেষশ্রদ্ধা জানান সুজিত বসু থেকে অগ্নিমিত্রা পলরা।

এদিন কলকাতা বিমানবন্দরে পট্টনায়ক পরিবার থেকে তাদের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে দ্বারিকেশ পট্টনায়কের দেহ প্রথমে মেদিনীপুরে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে দাঁতনে তার শেষকৃত্য সম্পন্ন হবে এমনটাই তার পরিবারে তরফে বিমানবন্দরে জানানো হয়।

এদিন সুজিত বসু জানান, রাজ্য সরকারের তরফ পরিবারের পাশে সমস্ত রকম ভাবে দাঁড়ানো হবে। পরিবারের প্রতি সরকার সমবেত। অগ্নিমিত্রা পল প্রশ্ন তোলেন কেন বাইরে কাজ করতে যেতে হবে বাঙালিদের।সেখানে গিয়ে দুর্ঘটনা কবলে পড়তে হবে। এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের উচিত পরিবারকে আর্থিক সাহায্য করা। দ্বারিকেশ বাবুর একটি মেয়ে আছে সে এবার বোর্ড পরীক্ষা দেবে তার পাশে দাঁড়ানো।

মালদহে শুরু হল প্রাচীন ও ঐতিহ্যবাহী 'রামকেলি মেলা'
এসবি নিউজ ব্যুরো: মালদহে শুরু হল প্রাচীন ও ঐতিহ্যবাহী 'রামকেলি মেলা'। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব।মালদহের রামকেলি মেলা এবার ৫১০ বছরে পড়ল।

উল্লেখ্য,দেশের অন্যতম 'বৈষ্ণব তীর্থ' বলে পরিচিত মালদহের রামকেলি। ১৫১৫ খ্রীস্টাব্দের ১৫ ই জুন সুলতানী আমলে মালদহের গৌড়ে আসেন মহাপ্রভু। এখানে পৌঁছে তৎকালীন শাসক হুসেন শাহের দুই মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণবমন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেব।

চৈতন্য দেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতিবছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষ্যে চৈতন্যদেবের পদধুলি ধন্য গৌড়ে আসেন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে।রামকেলিতে যে কদমগাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন, সেই গাছ এখনও বর্তমান।

রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি। মেলার আয়োজক পর্যটন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর। মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, রাজ্যসভার সংসদ, একাধিক বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও জেলাপুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবার রামকেলি মেলা চলবে আগামী সোমবার ১৭ ই জুন পর্যন্ত। রামকেলি মেলা উপলক্ষ্যে প্রতিদিনই কীর্তন, বাউল গান, ভাওয়াইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Euro Cup 2024 starts today
#Sports News# Football #URO Cup ,2024 # Street Buzz News


*SB News Bureau:* The most entertaining competition after the football World Cup, the Euro Cup is going to start on Friday. As a result, football lovers of the city started waking up at night.

Two years ago, the magnificent football World Cup was held in Qatar. In the last 32-country fight, many countries have caught the eye separately. After the World Cup, arguably football's competition ahead of the rest, the Euro Cup gets underway on Friday. Germany and Scotland meet in the first match in Munich. Cristiano Ronaldo's Portugal, Kylian Mbappe's France, Harry Kane's England or three-time winners Spain, there is no shortage of countries to catch the eye at the Euro Cup. But this competition is always used to surprise. In 2004, Greece surprised everyone and won the trophy. A last-minute opportunity after Yugoslavia's relegation, Denmark surprised by winning Euro 1992. This time also any country can surprise.

Germany, which hosted the World Cup in 2006, is now the host of the Euro Cup. They want to bring back the experience of 18 years ago. Millions of people have already gathered in that country. Every stadium is likely to be full. But this time the political context of Europe is different. It's the first time since the Russian invasion of Ukraine that the Euros are taking place. It's hard to predict who will win after a month of football war. However, UEFA and host Germany have promised to set this year's Euros apart from the rest. Football lovers all over the world are looking forward to enjoy that joy.

*Pic Courtesy by: Reuters.*
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিকিম, আটকে প্রায় ১৫০০ পর্যটক
এসবি নিউজ ব্যুরো: দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহ অব্যাহত।অথচ বর্ষায় বিপর্যস্ত উত্তরবঙ্গ।উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।এই বৃষ্টির প্রভাব সব থেকে বেশি সিকিমে। গত ৩ দিন ধরে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। যার জেরে একেবারে বিপর্যস্ত সিকিম। ইতিমধ্যেই সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও লাচুং, চুকথানে আটকে পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। যদিও পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে প্রসাশন।‌ অপরদিকে বৃষ্টির কারণে তিস্তার জল বাড়ছে। সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। গত বছর তিস্তার সেই ভয়ংকর দৃশ্য দেখেছিল তিস্তা এলাকার বাসিন্দারা। ঠিক যেন সেই ভয়ংকর কথা মনে পড়ে যাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। যদিও ইতিমধ্যে তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। অন্যদিকে, ধসে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।‌ তবে জোর কদমে চলছে সিকিমে ধস সড়ানোর কাজ। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং‌  দুর্গতদের সব রকমের সাহায্য আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
East Bengal and Mohun Bagan are in the same group in Kolkata League
# Sports # Football #Kolkata League # West Bengal # Street Buzz news

*Sports News*


SB News Bureau: East Bengal and Mohun Bagan are in the same group in Kolkata League this year. League starts on 25th, June. The group format of the league was done through the lottery on Thursday. Bhavanipur is in the group of East Bengal and Mohun Bagan. Apart from this, Peerless, George Telegraph, Talleygunge pioneers are also in the two main groups. On the other hand, three-time league champions Mohammedan Sporting have Diamond Harbor FC, United Sports Club, Southern Samiti, Erian in their group.
Last year, there was no excitement surrounding the East-Mohun derby of the Super Six as Mohammedan were crowned league champions earlier. Even later, complications arose around the league derby. Mohun Bagan gives East Bengal a walkover. Green and Maroon wrote to IFA demanding change of schedule.
দই ভাইরাল নেট দুনিয়ায়
এসবি নিউজ ব্যুরো:  লোকসভার নির্বাচনে প্রচারে এসে হুগলি দইয়ের প্রশংসায় মঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার সেই দই ভাইরাল নেট দুনিয়ায়।নবদ্বীপের দই ছাড়াও হুগলিতেও নানা স্বাদের বিভিন্ন ধরনের দই পাওয়া যায়।এই তীব্র গরম থেকে রেহাই পেতে তাই বাজারে দইয়ের চাহিদা তুঙ্গে।হুগলির বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিতে টক,মিষ্টি দই লাল দই ছাড়াও আম ,গন্ধরাজ দই ও কেশর দইয়ের যোগান দিতে হিমশিম খাছে মিষ্টান্ন ব্যবসায়ীরা। নানা স্বাদের ট্র্যাডিশনাল ও ফিউশান মিষ্টির পসরা নিয়ে হাজির মিষ্টি ব্যবসায়ীরা।

হুগলির চন্দননগরের এক মিষ্টি ব্যবসায়ী জানালেন, গতকাল জামাইষষ্ঠীতে বিভিন্ন রকমের সন্দেশ ও মিষ্টি তৈরি করেছিলাম। অন্যান্য বারের থেকে এবারে দইয়ের চাহিদা অনেকটাই বেড়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির দই খেয়ে যে ভাবে প্রশংসা করেছিলেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তার প্রশংসার পরেই দইয়ের চাহিদা যেমন বেড়েছে তেমনি আমাদের মনের জোরও বেড়েছে।দাম সাধের মধ্যেই রাখা হয়েছে।

আর এক মিষ্টান্ন ব্যবসায়ী বলেন,হুগলির মিষ্টি যে কোন জায়গার থেকে গুণগত মান ভালো। যত্নের সাথে দই করা হয় এখানে।টক দই ,লাল মিষ্টি দই এর পাশাপাশি বিভিন্ন ফলের নির্যাস থেকেও দই তৈরি করা হচ্ছে যেমন আম দই, গন্ধরাজ দই বাজারে চাহিদা আছে ।দই কে আগুনে ফুটিয়ে গাঢ় করা হয়। হুগলি জেলায় বেশিরভাগ মিষ্টান্ন প্রতিষ্ঠানে ভালো দই পাওয়া যায়।জামাইষষ্ঠীতে দই ছাড়াও বিভিন্ন ধরনের সন্দেশ বা মিষ্টি চাহিদা ছিল। বিভিন্ন ধরনের রসগোল্লা ও জল ভরার মত ঐতিহ্যবাহী মিষ্টি ছাড়াও আমের বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়েছিল। বর্তমানে আম সন্দেশ, আম কুলফি, কাঁঠাল ও গন্ধরাজ সন্দেশের ব্যাপক চাহিদা আছে।
কবিতা

*"আঁধার শেষে আলো"*

*গোপাল মাঝি*

রাত্রি যত আঁধার হোক
       ঘুঁচবে তার কালো,
সূর্য্য যখন উঠবে হেসে
       আঁধার হবে আলো।
ষড়যন্ত্রের শিকার হয়ে যারা
       খাচ্ছে হাবু -ডুবু,
অযোগ্যরা সব সামনে আসায়
        মানুষ জবু -থবু ।
কাজের লোক রেখে দূরে
         কাছের লোক দায়িত্বে,
ঘুরছে চাকা উল্টো দিকে
        কে পারবে থামাতে?
লক্ষ্য যদি স্থির না থাকে
       উদ্দেশ্য হবেই অসফল,
সব ক্ষেত্রে দেখতে হবে
       যেমন খুড়োর কল!
গণতন্ত্র যদি না থাকে
      আসবে স্বেচ্ছাচারিতা,
সঠিক ভাবনা ভাববে না আর কেউ
        চলবে দ্বি-চারিতা।
মানুষ যেদিন ধরে ফেলবে
       আসলে সব ভনিতা,
যবনিকার পর্দা টেনে দেবে
        বন্ধ হবে যে রাস্তা ।
সামনে সেদিন আসছে
          যেদিন ঘুঁচবে ঘন রাত্রি,
অযোগ্য সব হারিয়ে যাবে
        যোগ্যর হবে প্রাপ্তি ।
বেঙ্গল প্রো টি-২০ লিগের পুরুষ বিভাগের খেলায় জিতল সোবিসকো স্মাসার্স মালদা

নিজস্ব প্রতিনিধি: গতকাল কলকাতায় ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগের পুরুষ বিভাগের খেলায় রেশমী মেদিনীপুর উইজার্ডস্ কে ৬ উইকেটে হারিয়ে দিল সোবিসকো স্মাসার্স মালদা। খেলায় মালদার ঋত্বিক চট্টোপাধ্যায় ৩৮ বলে দুইটি ছয় এবং ৪ টি চার দিয়ে সাজানো। ৫০ রানে অপরাজিত থেকে এক অনবদ্য ইনিংস উপহার দেন দলকে। তার এই পারফরমেন্সের জন্য তিনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। অপরদিকে রেশমী মেদিনীপুর দলের তারকা খেলোয়াড় ঋদ্ধিমান সাহা ২১ রান করে আউট হন। *ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।*