আরএমও হিসেবে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক জাল ডাক্তার
এসবি নিউজ ব্যুরো : কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ড জাল করে মুর্শিদাবাদের একটি নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক জাল ডাক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই জাল ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্ত। তার বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার জানান, "ইতিমধ্যে আমরা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। "
স্থানীয় সূত্রে জানা গেছে, অরবিন্দ কুমার গুপ্ত নামে জগদ্দলের ওই ব্যক্তি কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে মুর্শিদাবাদের ফারাক্কার একটি নার্সিংহোমে বেশ কয়েক বছর ধরে জেনারেল মেডিসিন এবং বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখছিলেন। অরবিন্দ নিজেকে ইএনটি-তে এমএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিয়েছে। কলকাতার ওই বিখ্যাত ডাক্তারেরও একই ডিগ্রি রয়েছে।
সম্প্রতি ফারাক্কার হাসপাতাল ছেড়ে অরবিন্দ কুমার গুপ্ত সামশেরগঞ্জ থানার ধুলিয়ান নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করে।
ধুলিয়ান নার্সিংহোমের মালিক ডাক্তার রফিক উল ইসলাম বলেন,"গত ১ তারিখে অরবিন্দ কুমার গুপ্ত আমার হাসপাতালে আরএমও হিসেবে যোগদান করার ইচ্ছে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। তখন তাঁর কাছে আমি রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে চাই। কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি আমাকে দিয়েছিলেন সেটি দেখে সন্দেহ হওয়াতে আমি কয়েকজন চিকিৎসককে দিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা সম্পর্কে খোঁজখবর শুরু করি।"
তিনি বলেন,"এরপর আমি জানতে পারি আমার হাসপাতালে যিনি যোগদান করতে চাইছেন তিনি আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাকটিস করছিলেন। ইতিমধ্যে আমার সঙ্গে কলকাতার ওই চিকিৎসকের কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন আমার হাসপাতালে যে অরবিন্দ কুমার গুপ্ত যোগদান করতে এসেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আসলে তাঁর ।
এই ঘটনা জানার পর আজ আমি "জাল" অরবিন্দ কুমার গুপ্তকে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছি। বৃহস্পতিবার সকালে তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ।
Jan 04 2024, 14:32