দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী
কলকাতা : ভগবান শ্রী রাম চন্দ্রের নাম করে শুধু রাম মন্দির হচ্ছে না, রাজনীতি হচ্ছে দুদিন আগেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে এই অভিযোগ করেছিলেন। তার পাল্টা বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী স্বাধি নিরঞ্জন জ্যোতি বলেছেন "রামকে নিয়ে রাজনীতি তখন ছিল, যখন মানুষ রামের অস্তিত্ব অস্বীকার করছিল, যখন রাম সেতুর অস্তিত্ব অস্বীকার করেছিল, যখন বলা হয়েছিল যে রাম মন্দির ওই স্থানেই হবে, কিন্তু তারিখ জানানো যাবে না। কিন্তু এখন রাম মন্দির তৈরি হচ্ছে দিন ক্ষণস্থির হয়ে গেছে। তারপরেও তাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধার সমাধানের কোন পথ আমাদের জানা নেই।'
বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী।
লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ সরকারের তরফে একটি মাস্টার স্ট্রোক বলে বিরোধীরা যে দাবি করে আসছে তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'এটা এক দিনের আন্দোলন নয়, ৫০০ বছরের আন্দোলন। অটল বিহারী বাজপেয়ি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই মানুষগুলোই প্রশ্ন করতেন রাম মন্দির কবে নির্মাণ হবে। এখন রাম মন্দির নির্মাণ হচ্ছে তারিখও বলা হয়ে গেছে, এখন তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে।'
তৃণমূলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'এখনো ২০২৪ বাকি আছে, আসতে দিন, এখনো অনেক কিছু বাকি আছে।'
সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে যে বৈঠক হয়েছে সেখানে প্রকল্পে বকেয়া টাকা প্রদানের বিষয়ে মন্ত্রী বলেন 'আমাদের মন্ত্রণালয় থেকে দুইজন আধিকারিককে নিয়োগ দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি তাদের তরফ থেকে আধিকারিকদের নিয়োগ করবে, এরপর তদন্ত শুরু হবে এবং সত্য ঘটনা সামনে আসবে। কেননা রাজ্য সরকারের অর্থ আটকানো আমাদের উদ্দেশ্য নয়। যেখানে যা প্রয়োজন কেন্দ্রীয় সরকার তাতে সব রকম সহযোগিতা করবে।'
সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও মেসেজ করে গ্রামউন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষাৎ নাথ করার অভিযোগ তোলেন। সে ব্যাপারে স্বাধী নিরঞ্জন জানান 'তারা আমার সাথে দেখা করতেই চাইনি। আমি প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারা এমনও মিথ্যা কথা বলে যে আমি নাকি পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছি। আমি চার নম্বর গেট দিয়ে প্রবেশ করি চার নম্বর গেট দিয়ে বেরিয়ে যাই। সেদিনও আমি চার নম্বর গেট দিয়েই বাইরে বের হই। কিন্তু এদের মিথ্যা বলার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেখানে আমার কিছু বলার নেই।'
Jan 03 2024, 16:51