বারাসাতের, পূর্ব বারাসাত স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের, পূর্ব বারাসাত স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন হল আজ। উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জী সহ স্থানীয় কাউন্সিলর গন।
এদিন উদ্ভোধনের এসে সাংবাদিকদের নারায়ণ গোস্বামী বলেন,বাম সরকার ইংরেজি তুলে দিয়ে কয়েক প্রজন্মকে শিক্ষার দৌড়ে পিছিয়ে দিয়ে গিয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শেখাটা খুবই প্রয়োজন।তাই তিনি বাংলা মিডিয়ামে পাশাপাশি একই পরিকাঠামোতে যাতে ইংরেজি স্কুল করা যায় তার পরিকল্পনা করতে বলে ছিলেন। সেইমতো গতকাল অশোকনগরে একটি ইংরেজি মাধ্যমের স্কুল উদ্ভোধন হয়েছে।আজ বারাসাতে হল। এটা খুবই আনন্দের খবর। ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও এতে খুশি।
পার্টিতে প্রবীণ নবীন দ্বন্দ প্রসঙ্গে বলেন, কোন দ্বন্দ নেই।প্রবীণরা পরামর্শ দেবেন, আর নবীনরা তার কার্যকর করবেন।সর্বত্রই এটাই নিয়ম।যেমন আপনরা এখন যদি ২ জি নেটওয়ার্ক এ কাজ করেনা, তাহলে কাজ করতে পারবেন?না আপনাকে ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।বিষয়টা সেই রকম। বিশ্বের সাথে তাল মিলিয়ে আপডেট হতে হবে। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই আমারা সকলে মানি।
সিএএ নিয়ে এরাজ্যের কিছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যাদের আঁধার কার্ড সহ অন্যান্য কার্ড আছে, তাদের আর নতুন কোন পরিচিতির দরকার নেই।
Jan 03 2024, 16:13