সরকারি জলাশয় সুন্দর্যায়ন ও উন্নতির লক্ষ্যে ৪৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাজ্যের মৎস্যমন্ত্রীর
এসবি নিউজ ব্যুরো: নদীয়ার শান্তিপুরে মৎস্য দপ্তরের অধীনে রয়েছে বেশ কয়েকটি জলাশয়ের জায়গা আছে। আজ তার মধ্যে নদীয়ার শান্তিপুরের অতি পরিচিত ফিশারি নামে একটি জায়গায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মৎস্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব রায়। সাথে ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
শনিবার ফিশারিতে অবস্থিত বেশ কয়েকটি জলাশয় জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী। যদিও পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ফিসারির সৌন্দর্যায়নের কাজ শুরু হবে । এরপর জলাশয় জায়গা গুলি খনন করে সেখানে মাছ চাষ করা হবে। আর সেখান থেকেই অনেকেই পাবেন কর্মসংস্থান"।
তবে আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, "শান্তিপুরের একমাত্র খোলামেলা জায়গা বলতে নামকরা যায় এই ফিসারিজ। শুধু এখানে মাছ চাষ হবে না, আগামী দিনে তৈরি হবে পিকনিক স্পট, আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এক অসাধারণ পরিবেশ তৈরি হবে এই ফিসারি।"
Dec 23 2023, 17:04