*বীরভূমের আদলে তৈরি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকার তারাপীঠ মন্দিরের দ্বার খুলল ভক্তদের জন্য*
পাঁশকুড়া: বীরভূমের তারাপীঠের আদলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল গ্রামে প্রতিষ্ঠিত হয় তারাপীঠ মন্দির। যেখানে সাধক বামাক্ষ্যাপা সহ তারা মা বিরাজমান। তারাপীঠ দর্শন করতে পাড়ি দিতে হয় সুদূর বীরভূম জেলায়। তবে কাছেপিঠে যখন আবির্ভাব হয়েছে তারাপীঠের তারা মা এর তবে দূরে পাড়ি কেন তারাপীঠের আদলে তৈরি এই মন্দিরে ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মানুষের।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পূজো দিতে আসেন এই মন্দিরে। মাঝে হঠাৎ করে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয় সকলের। তবে সেই মন্দির আবার নতুন করে সেজে ওঠে, আবার নতুন করে প্রতিস্থাপিত করা হয় তারা মা এর মূর্তি।
আনুষ্ঠানিক ভাবে অভিষেক করে পালকি চেপে মন্দিরে প্রবেশ করেন তারাপীঠের তারা মা। খুশি পাঁশকুড়া সহ গোটা জেলাবাসী। ঢাকঢোল বাজিয়ে হোমযজ্ঞ পূজোপাঠের মধ্য দিয়ে নতুন করে তারাপীঠ মন্দিরের দ্বার খোলা হয় ভক্তদের জন্য। যা মানুষের কাছে দ্বিতীয় তারাপীঠ নামেই পরিচিত হয়ে উঠেছে। অভিষেকের প্রথম দিনেই মন্দিরে ঢল নামে মানুষের।
বীরভূমের তারাপীঠের তারা মা এর কাছে যে ভোগ নিবেদন করা হয়, ঠিক একই ভাবে বিভিন্ন ব্যঞ্জন সাজিয়ে এখানকার তারাপীঠের মন্দিরে ভোগ নিবেদন করা হয় মা এর কাছে।
Dec 23 2023, 12:38