'বিতর্কিত' বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করলো পৌরসভা
বাঁকুড়াঃ সপুত্র শিক্ষক খুনের ঘটনার সাক্ষী ও 'বিতর্কিত' সেই বাড়ি এবার ভেঙ্গে ফেলার কাজ শুরু করলো বাঁকুড়া পৌরসভা। শনিবার সকাল থেকেই পৌরসভা নিযুক্ত শ্রমিকরা ওই বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছেন।
প্রসঙ্গত, বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায় 'হাউস ফর অল প্রকল্পে' তৈরী এই বাড়ির জমিকে ঘিরে বিতর্কের জেরে প্রাক্তন শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলে শ্রীধর দত্তকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু রুইদাস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্ত পিন্টু রুইদাস, তার,স্ত্রী ও দুই ছেলেকে গ্রেফতার করে। যদিও এর আগেই ১৬ অক্টোবর 'বিতর্কিত' জমিতে তৈরী ওই বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
এই ঘটনার পিছনে পরোক্ষে পৌরসভা দায়ী, দাবি বিজেপির। দলের বাঁকুড়া জেলা সহ সভাপতি দেবাশীষ দত্ত বলেন, একজন শিক্ষকের জমিতে কেউ বাড়ি তৈরী করছে তা দেখার দায়িত্ব পৌরসভার। অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা আটকানো উচিৎ ছিল। অভিযুক্তরা শাসক দলের কাছ থেকে মদত পেয়েই ওই বাড়ি তৈরী করেছিল। ওই ঘটনার সঙ্গে আরো কে বা কারা যুক্ত খুঁজে বের করার দাবি জানান তিনি।
এদিন বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, হাইকোর্ট এই বাড়ি ভাঙ্গার নির্দেশ দিয়েছিল ১৬ অক্টোবর, সেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছায় ২৯ অক্টোবর। পরে আমরা বাড়ি মালিককে তিন দিনের মধ্যে বাড়ি ভাঙ্গার নির্দেশ দিয়ে ১৭ নভেম্বর নোটিশ দিই। এই ঘটনার পিছনে পৌরসভার কোন দায় নেই দাবি করে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ওই উপভোক্তাকে দ্বিতীয় দফার টাকা দেওয়া হয়নি। আর মূলতঃ পূজোর কারণেই এই 'বিতর্কিত' বাড়ি ভাঙ্গা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।
Dec 23 2023, 14:43