নয়া রুটে চলবে দার্জিলিং মেল
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ মাস থেকেই বদলে যেতে চলেছে দার্জিলিং মেলের রুট। আর এই নয়া রুটের কারণে প্রায় ৮০ কিমি রাস্তা কম পার করবে সকলের প্রিয় দার্জিলিং মেল। যার ফলে প্রায় ৯০ মিনিট সময় কম লাগবে বলে দাবি করা হয়।
দার্জিলিং মেল চলাচল করে শিয়ালদহ এবং হলদিবাড়ির মধ্যে। রেল সূত্রে খবর আগামী বছরের মার্চ মাস থেকে দার্জিলিং মেল চলবে ভিন্ন রুটে।
রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমতে চলেছে টার্মিনালগুলির মধ্যে। এই দূরত্ব কমায় যাত্রার সময়সীমা প্রায় ৯০ মিনিট হ্রাস পেতে পারে।এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে রেলের ইতিহাসে এটি হতে চলেছে ট্রেনের দ্বিতীয় রুট বদল। বর্ধমান-বোলপুর রুটের পরিবর্তে রানাঘাট জংশন হয়ে বহরমপুর কোর্ট এবং আজিমগঞ্জ জংশন হয়ে মালদায় যেতে পারে দার্জিলিং মেল।
এই ট্রেন যাবে নিউ জলপাইগুড়ির পর জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ির দিকে। পরিবর্তিত রূটে ট্রেন চলাচল শুরু হলে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি সকাল আটটার বদলে পৌঁছাবে সকাল সাতটায়।
Dec 09 2023, 11:16