"মোদী" পদবী মামলায় সুপ্রিমের স্থগিতাদেশ, স্বস্তিতে রাহুল
![]()
মোদী পদবী মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'মোদী' পদবি মামলায় তাঁকে যে দোষী সাব্যস্ত করেছিল গুজরাটের নিম্ন আদালত এবং দুই বছরের কারাদণ্ডের ঘোষণা করেছিল, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। শুক্রবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধির আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই, পি এস নরসিংহ এবং সঞ্জয় কুমারের বেঞ্চে৷দু বছরের জন্য কারাদণ্ডের শাস্তির কারণে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যায়৷ ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির রায়ের ওপর নির্ভর করছিল রাহুল আদৌ ভবিষ্যতে নির্বাচনে লড়তে পারবেন কি না৷ তবে, এদিন বিচারপতি নিন্ম আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেও জনপ্রতিনিধি হিসেবে এমন মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত বলে রাহুলকে পরামর্শ দিলেন বিচারপতি।





Aug 04 2023, 16:00
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.4k