রোজভ্যালি কাণ্ডে লকেটের নামে এবার ইডির দফতরে অভিযোগ দায়ের
![]()
নুসরতের পর এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির দফতরে অভিযোগ দায়ের। এবার পালটা বিজেপির ওপর চাপ তৈরি করার খেলা শুরু করল তৃণমূল। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডের সুবিধা নেওয়ার অভিযোগ জানিয়ে এল তৃণমূল।
শুক্রবার সকাল ১০টা নাগাদ ইডির দফতরে কাজকর্ম শুরু হতেই সেখানে পৌঁছন বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ তুলসি সিংহ রায়। অভিযোগ দায়ের পর তৃণমূল কাউন্সিলর বলেন, লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির সুবিধা নিয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ইডি। আমরা ইতিমধ্যেই লকেটের নামে যাবতীয় তথ্য প্রমাণ ইডির দফতরে জমা দিয়ে এসেছি ।
যদিও এ নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “চিটফান্ডে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের মুখপত্র।" অন্যদিকে, চলতি সপ্তাহেই সাংসদ নুসরত জাঁহার বিরুদ্ধে টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ইডির কাছে জমা দিয়ে এসেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।





Aug 04 2023, 14:38
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.7k