/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *DA দিলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার!* West Bengal Bangla
*DA দিলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার!*


ডিএ-এর দাবিতে চলছে আন্দোলন। কিন্তু সেই ডিএ দিতে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্য সাথীর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে সাধারণ মানুষকে। অন্তত তেমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ অনুষ্ঠানে যান। সেখানে শোভনদেব বলেন, “কেন্দ্রের হয়তো কিছু টাকা বেড়েছে। কিন্তু আমারটা না বাড়লে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু এই ডিএ-টা দিতে গেলে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আপনারাই বিচার করে দেখুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাববে না কেবল সরকারি কর্মীদের জন্য” যদিও এই বিষয়টা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, “তাহলে বোঝাই গেল, সরকারি কর্মীদের টাকায় সরকারি প্রকল্প হচ্ছে। তাহলে এই বিষয়টা প্রকাশ্যে এসে বলে দেওয়াই ভাল।”

*স্তব্ধ জাতীয়-রাজ্য সড়ক*


শুক্রবার সকাল থেকেই অসম -বাংলা যোগাযোগকারী ৩১ নম্বর জাতীয় সড়কের কাশিয়াবাড়ি বাজারে পথ অবরোধ বিজেপি কর্মীদের।

পাশাপাশি হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সকাল থেকেই বন্ধ দোকানপাট। পাশাপাশি তুফানগঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটক করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমেছে।

*বনধ ঘিরে উত্তপ্ত কোচবিহার*


কোচবিহারে বনধের বিরোধিতায় আবার তৃণমূলের তরফেও মিছিল বার করা হয়। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় বাস ভাঙলো কোচবিহারের চাকির মোড়ে।

সরকারি বাস ভাঙলো বনধ সমর্থকরা। হঠাৎ করে এসে পাথর ছুড়ে ভাঙে বাস । বাসটি কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিল ।কোচবিহার শহরে পুলিশ ও বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ ।

*মুষলধারা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ!জেনে নিন আজকের আবহাওয়া*


অবেশেষে নামল স্বস্তির বৃষ্টি! আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি জায়গায় উঠেছে ঝড়ও।

সারা দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন মুক্তির স্বাদ। সারা দিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি যেন মুক্তির স্বাদ।উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের আটটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩° সেলসিয়াস।

*আজকের রাশিফল ২ ৮শে এপ্রিল ( শুক্রবার)*


মেষ:আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল।

বৃষ:কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।

মিথুন:পিতার সঙ্গে তর্ক একেবারেই করতে যাবেন না। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

কর্কট:সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার লক্ষণ।

সিংহ:রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসায় অর্থ আসতে পারে।

কন্যা:কর্মস্থানে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে।

তুলা:সকাল দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

বৃশ্চিক:প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

ধনু:যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্র শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ আসতে পারে।

মকর:মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে।

কুম্ভ:বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মীন:আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে।

 

*আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক*

কালিয়াগঞ্জে একদিকে নাবালিকাকে ধর্ষণ করে খুন আর অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর কারণে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি। পরপর মৃত্যুতে কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেখানে। এই অবস্থায় আগামীকাল সেখানে ১২ ঘণ্টার বনধের ডাক দিল বিজেপি। ১২ ঘণ্টার জন্য উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হলো।

*রাজ্যের রামনবমীর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট*

এ বছরের রামনবমীতে রাজ্যের একাধিক জায়গা দফায় দফায় অশান্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করার অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই ঘটনায় এনআইএ-কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, রাজ্য সরকারকে ২ সপ্তাহের মধ্যে এনআইএকে সমস্ত নথি হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, রামনবমীতে হাওড়া, হুগলির রিষড়া, ডালখোলায় অশান্তি হয়। তাই নিয়ে সিবিআই বা এন আই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্টের এই নির্দেশ রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করছে বিশিষ্ট মহল।

*কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ একজনের দেহ উদ্ধার*

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনা জারি রয়েছে। দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। এরই মাঝে এবার এক গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

*রাজবংশী যুবককে নৃশংসভাবে গুলি করেছে মমতার পুলিশ, বিস্ফোরক শুভেন্দু*

নতুন করে ফের একবার অশান্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার এই ঘটনা প্রসঙ্গেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার শুভেন্দু এক টুইট বার্তায় বলেন, "মমতার পুলিশ রাত আড়াইটের সময়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পায়নি।

এরপর তারা কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণ (৩৩) নামে রাজবংশী এক যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। রাজ্য জ্বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন। গতকাল বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ ধরনের অভ্যন্তরীণ হিংসা ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়াতে হবে।''

*ফের ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা!জেনে নিন আজকের আবহাওয়া*


ফের বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫° সেলসিয়াস।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কোনও কোনও জায়গায় রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।গত কয়েকদিন মেঘলা আকাশ থাকার কারণে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আগামী চার-পাঁচ দিনে বদলাবে অবস্থা। বৃষ্টিপাতের পরিমাণ কমবে।আগামিকাল থেকেই ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ফের ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনে বেলার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।