/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ২০শে এপ্রিল (বৃহস্পতিবার)* West Bengal Bangla
*আজকের রাশিফল ২০শে এপ্রিল (বৃহস্পতিবার)*


মেষ রাশি- পেশাগত সম্পর্কে শুভতা থাকবে।লক্ষ্য অর্জনে সফল হবেন। প্রিয়জনের প্রত্যাশা পূরণ হবে। সুনাম ও প্রভাব বৃদ্ধি।

বৃষ রাশি- সাফল্যের শতাংশ বাড়বে। ব্যবসা ভাল হবে। আর্থিক বিষয়ে লোভ ও প্রলোভন এড়িয়ে চলুন। বাণিজ্যিক কর্মকাণ্ডে শৃঙ্খলার সঙ্গে উন্নতি। ব্যয় নিয়ন্ত্রণ করবেন।

মিথুন রাশি-আর্থিক ব্যবস্থার দিকে মনোযোগ দিতে হতে পারে। করের বোঝা বাড়তে পারে। বিনিয়োগ সংক্রান্ত কোনও আইনি বিষয় চলমান থাকলে, সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা।

কর্কট রাশি- স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খরচ করতে হতে পারে। আগের ঋণ শোধ করার চেষ্টা করুন। কাজের আলোচনায় যোগ দেবেন। পৈতৃক ও ঐতিহ্যবাহী কাজ এগিয়ে নিয়ে যাবে।

সিংহ রাশি-পেশাগত ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। পদ-প্রতিপত্তি বাড়বে। সুসংবাদ মিলবে। সাহস বাড়বে। সমবায়ের ওপর জোর দিন। ব্যক্তিগত সাফল্যের রাস্তা খুলে যাবে। আপনি কোনও বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন।

কন্যা রাশি-অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতি।ভাগ্যের জোরে কাজ হবে। বড় ভাবুন। শুরুটা ভাল হবে। জনগণের আস্থা অর্জন সম্ভব। ব্যবসায় উন্নতি হবে।

তুলা রাশি-সমস্যার সমাধান হবে। ব্যক্তিত্বের প্রাধান্য থাকবে। সেরা কাজে গতি আনতে সক্ষম হবেন। দূরের যাত্রা সম্ভব। কাছের মানুষের সঙ্গে মত পার্থক্য বাড়তে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে।

বৃশ্চিক রাশি-ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্ক রক্ষার পাশাপাশি দায়িত্বও বহন করতে হবে। কর্ম-ব্যবসায় ভাল ফল পাবেন।

ধনু রাশি-অনেক টাকা সঞ্চয় করতে পারবেন না। আয়ের নতুন উৎস খুলতে পারে। সম্পত্তি কেনার সম্ভাবনা কম। কোনও বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। কোনও শুভ ঘটনার কারণে পরিবারে কিছু ব্যয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর রাশি-পারিবারিক বিষয়ে উৎসাহিত হবেন। এগিয়ে যান নির্দ্বিধায়। আলোচনা ফলপ্রসূ হবে। স্বাস্থ্য সমস্যার দিকে সর্বাধিক মনোযোগ দিতে হবে। অলসতার কারণে কোনও সুযোগ হাতছাড়া করবেন না।

কুম্ভ রাশি-জীবনে সফলতা পাবেন। ফলাফল উন্নত করবে। জমি এবং বাড়িতে বিনিয়োগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। পারিবারিক জীবনে বেশি ব্যস্ত থাকবেন। একজন ভাল সঙ্গীর ভূমিকা পালন করবেন।

মীন রাশি- যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদেরও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ধর্মীয় বিশ্বাস মজবুত হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। ভুল মেলামেশা থেকে দূরে থাকতে হবে।

*ইস্তফা দেবেন মমতা! এ কি বললেন*

আজ বুধবার নবান্ন থেকে ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একজন ভুঁইফোড় নেতা বলছে যে তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারানোর পর আমি নাকি অমিত শাহজিকে ৪ বার ফোন করেছি। এটা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।' মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'অমিত শাহের আচরণ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত বলে তার পদত্যাগ দাবি করেছি।'

*রাস্তায় বেরোলেই ফের মুখে মাস্ক! ঘোষণা মমতার*

রাজ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস । আগে এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ না করা হলেও বুধবার একাধিক পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "সতর্ক থাকতে ভিড় উপেক্ষা করুন।" সেই সঙ্গে মাস্ক ব্যবহারের ব্যাপারেও পরমর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

*অমিত শাহকে ফোন করেছেন মমতা! প্রকাশ্যে মুখ খুললেন নেত্রী*

ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন যে জাতীয় দলের তকমা হারানোর পর মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন। এবার এই ইস্যুতেই সরব হলেন মমতা। তিনি বলেন, 'মানুষের কাছে তৃণমূলকে নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিজেপি। পরিকল্পনা মাফিক ভুল বার্তা ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে। গায়ের জোরে সরকার ফেলার চেষ্টা হচ্ছে।'

*বিচারককে নিজের হাত দেখালেন পার্থ*

পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটি! নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে তোলা হলে বিষয়টি আদালতে তুলে ধরে প্রভাবশালী তত্ত্বে ফের তার জামিনের বিরোধিতা করল ইডির আইনজীবী। ইডির তরফে সওয়াল করা হয়, জেল ম্যানুয়াল বলছে, জেলের ভিতরে পরা যায় না কোনো অলঙ্কার।

প্রশ্ন ওঠে, এতদিন জেলে থাকার পরেও কীভাবে পার্থ নিয়ম ভাঙলেন? পাল্টা পার্থর আইনজীবী বলেন যে পার্থ কী করে জানবেন জেলের বিধি? এদিকে, ভার্চুয়াল শুনানিতে বিচারককে দেখানো হয় পার্থর আঙুলের আংটির ছবি। বিচারক পার্থর হাত দেখতে চাইলে পার্থর সওয়াল, স্বাস্থ্যের কারণে তিনি আংটি পরেছেন। জেলের আইন তিনি জানতেন না।

*সিআইডির তলবে ভবানীভবনে বিজেপি বিধায়ক*

নিয়োগ দুর্নীতি মামলায় যখন একের পর এক শাসক যোগ স্পষ্ট হচ্ছে সেই সময় কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিআইডির তলবে ভবানীভবনে হাজিরা দিলেন বাঁকুড়ার বিজেপির বিধায়ক নিলাদ্রিশেখর দানা । বিধায়কের মেয়ের চাকরি সংক্রান্ত বিষয়ে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। আগেও এই মামলায় বিজেপি বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় সিআইডি। বুধবার সকাল ১১ টায় হাজিরা দেন নিলাদ্রিশেখর দানা। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।

*৫ জেলায় আসছে বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ । উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি।আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি নামবে সপ্তাহের শেষে। আজকে রাজ্যে সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৪৩.১°সেলসিয়া এবং

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩.২° সেলসিয়াস। বাতাসে

আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ থাকবে।

*আজকের রাশিফল ১৯শে এপ্রিল (বুধবার)*


মেষ রাশি: আপনি আজ কোনো ধর্মীয় স্থানে গিয়ে একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যে নাগাদ আজ আপনার অনেকটা অর্থব্যয়ের কারণে মেজাজ খারাপ হয়ে যেতে পারে।

বৃষ রাশি: আপনি আজ কোনো অভিজ্ঞ অথবা প্রবীণ ব্যক্তির কাছ থেকে অর্থ সঞ্চয় এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

মিথুন রাশি: আজ সবসময় নিজের মনকে ভালো রাখার চেষ্টা করুন। পাশাপাশি, এমন কাজ এড়িয়ে চলুন যেগুলি আপনার মানসিক উত্তেজনাকে বৃদ্ধি করতে পারে।

কর্কট রাশি: কোনো কাজ করতে গিয়ে একজন বন্ধুর কাছ থেকে আপনি বড় সাহায্য পেতে পারেন। আপনার দয়ালু মনোভাব আজ সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো য রাশি: পূর্বের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনার কিছু আত্মীয় আজ আপনার উদারতার সুযোগ নিতে চেষ্টা করবেন। তাই সতর্ক থাকুন।

কন্যা রাশি: যাঁরা কোনো বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। শরীর এবং মন ভালো রাখার জন্য আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আজ আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করে দিতে পারে। তাই, নিজেকে সংযত করুন।

বৃশ্চিক রাশি: ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজপ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, সঠিকভাবে খাওয়াদাওয়া করতে হবে।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন এবং নিজের লক্ষ্যপূরণের প্ৰতি মনোনিবেশ করুন। অতিরিক্ত অর্থব্যয় থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে।

মকর রাশি: কোনো আর্থিক বিষয় নিয়ে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে। আজকে আপনার শরীর ভালো থাকবে।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি দুর্দান্ত। পাশাপাশি, আজ আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন।

মীন রাশি: যাঁরা এতদিন যাবৎ অযথা অর্থব্যয় করে আসছিলেন আজ তাঁরা হঠাৎ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন তাই সাবধান থাকবেন।

*মুকুল রায়কে পাত্তাই দিলেন না দিলীপ*

'নিখোঁজ' মুকুল রায়কে নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ মঙ্গলবার বলেন, 'মুকুল রায় তো নিখোঁজ অনেকদিন আগেই হয়েছেন। ছয় মাসের মধ্যে দেখুন ওর কোনও খবর আছে কিনা। উনি তো একজন এমএলএ। বাংলার রাজনীতিতে খুব বড় ব্যক্তিত্ব হলেন মুকুল রায়। উনি এত বড় নেতা হয়েও তাহলে কেন কোনও খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ চিন্তা করে না আর।'

*মুকুল রায়কে নিয়ে উদ্বেগ মমতা*

মুকুল রায়ের হঠাতই দিল্লি যাত্রা ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে বাবার এহেন আচমকা 'নিখোঁজ' হয়ে যাওয়াকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, 'চিকিৎসকরা জানিয়েছেন বাবা সুস্থ নন। তবে বাবার নিখোঁজ হওয়ার পর কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুবার বাবার খোঁজ নিয়েছেন।'