গরমে নাজেহাল বঙ্গবাসী, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
এখনও বৈশাখ পড়তে কয়েকদিন বাকি আছে। কিন্তু তার আগেই প্রবল দহনজ্বালা বঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মার্চে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে জ্বালাপোড়া গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে সেলসিয়া ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৫ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Apr 11 2023, 11:55