*বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা*
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট (Balurghat) শহরে প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে আসেন তাঁরা। যোগ দেন তৃণমূলে। পরে তাদের হাতে পরে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। আগামীদিনে তাঁদের হাত ধরে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে তৃণমূলে যোগদানকারীরা জানিয়েছেন বিজেপিতে যোগদান করার পরেই তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাই নিজেদের ভুল শুধরে নিতে বা ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগদান করলেন। আগামীতে তাঁদের সঙ্গে আরও অনেকে যোগদান করবে বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে যাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন তাঁরা কেউই বিজেপি করতেন না বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য। তিনি আরও বলেন, “যদি কেউ তৃণমূলে যোগদান করে থাকে তাহলে তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যোগদান করানো হয়েছে।”
দণ্ডি কাটার ভিডিও টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি লেখেন, 'তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা এসটি সম্প্রদায়ভুক্ত। আজ টিএমসি গুন্ডারা তাঁদের টিএমসি-তে ফিরে যেতে বাধ্য করেছে এবং দণ্ডাবত পরিক্রমা করতে বলে তাঁদের শাস্তি দিয়েছে। টিএমসি বারবার আদিবাসীদের অপমান করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে আমাদের কর্মীদের সঙ্গে রয়েছি। তাঁদের রক্ষা করার জন্য সবকিছু করব।'
Apr 08 2023, 12:22