*আন্দোলনের জেরে বাতিল ৭২ টি দূরপাল্লার ট্রেন*
৯৬ ঘন্টা পার। অধিকারের দাবিতে এখনও চলছে কুড়মি সমাজের আন্দোলন। প্রায় ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাতসকালেও পশ্চিম মেদিনীপুরে খেমাশুলিতে রণপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুড়মি সমাজে মানুষ।
সি আর আই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে কুড়মি সমাজ। একদিকে খড়্গপুরের খেমাশুলি, অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ কর্মসূচি চলছে।
এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২ টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
Apr 08 2023, 11:20