/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজ মৌনী আমাস্যায় আছে শুভ যোগ* West Bengal Bangla
*আজ মৌনী আমাস্যায় আছে শুভ যোগ*

ডেস্ক: ভারতীয় জ্যোতিষে মৌনী আমাস্যার গুরুত্ব আপরিসীম। মৌনী অমাবস্যার দিনে গঙ্গায় স্নান করলে জ্ঞাতসারে বা অজান্তে করা পাপ ধুয়ে যায়। ভক্তদের উপরও মা গঙ্গার আশীর্বাদ বর্ষিত হয়। কুণ্ডলীর অশুভ গ্রহর প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।মৌনী অমাবস্যায় শিববাস যোগের এক বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। শিববাসের কাকতালীয় ঘটনাটি মৌনী অমাবস্যার দিন অর্থাৎ আজ ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শিব মা গৌরীর সঙ্গে কৈলাসে উপবিষ্ট থাকবেন।

মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যায় সিদ্ধি যোগ থাকবে রাত ০৯ টা ২২ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে, সিদ্ধি যোগকে শুভ বলে মনে করা হয়। এই যোগে ভগবান শিবের উপাসনা করলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে।

শুভ সময়: মাঘ অমাবস্যা তিথি শুরু হয়েছে গতকাল অর্থাৎ ২৮ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট থেকে, মাঘ অমাবস্যা তিথি শেষ:আজ ২৯ জানুয়ারি, সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে। উদয়তিথি অনুসারে, মাঘী বা মৌনী অমাবস্যা ২৯ জানুয়ারী পালিত হবে। মৌনী অমাবস্যার দিনে, কেউ স্নান করে ধ্যান করতে পারে এবং তারপর ভগবান শিবের পুজো করতে পারে। এছাড়াও, পুজোর পরে আপনি দান করতে পারেন।

মৌনী অমাবস্যার দিন কী করবেন: মৌনী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করুন। মৌনী অমাবস্যায় ভগবান বিষ্ণু, লক্ষ্মী এবং মা গঙ্গার পুজো করুন। মৌনী অমাবস্যার দিন সন্ধ্যায় মা তুলসীর কাছে ঘি এর প্রদীপ জ্বালান। মৌনী অমাবস্যার দিনে খাদ্য, অর্থ, বস্ত্র ইত্যাদি দান করুন।

*জন্ম তারিখ বলে দেবে আপনার ইস্ট দেবতা*

ডেস্ক : ভারতীয় জ্যোতিষ অনেক কথা বলে, যা আমরা কল্পনা করতে পারি না। ভারতীয় জ্যোতিষের কাছে জন্ম তারিখ খুবি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রত্যেক ধর্মপ্রাণ হিন্দুদের একজন ইস্টদেবতা থাকে। কিন্তু আমরা জানিনা যে আমার ইস্টদেবতা কে? জ্যোতিষ আপনার জন্ম তারিখ অনুযায়ী বলে দেবে কে আপনার ইস্টদেবতা।

# হিন্দু ধর্ম মতে যে সব ব্যাক্তির জন্ম তারিখ কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাঁদের ইষ্টদেবতা হলেন সংসারের পালন কর্তা ভগবান বিষ্ণু।

# আপনার জন্ম কি কোনও মাসের ৫, ৭, ১৪, ১৬, ২৩ বা ২৫ তারিখে? জানেন আপনার ইষ্টদেবতা কে? হিন্দু ধর্ম মতে আপনার ইষ্টদেবতা হল সিদ্ধিদাতা গণেশ।

# আচ্ছা আপনিও কি মহাদেবের ভক্ত? আপনার জন্ম তারিখ কি কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে? হিন্দু ধর্ম মতে কিন্তু এই সব তারিখে জন্মানো ব্যাক্তিদের ইষ্টদেবতা হলেন মহাদেব।

# বিদ্যার দেবী সরস্বতী। তাঁকে বন্দনা করে বিদ্যা লাভ হয় না। সামনেই আবার বসন্ত পঞ্চমী। ধর্ম মতে ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন দেবী সরস্বতী।

# কথায় বলে রামভক্ত হনুমান। তাঁর মতো প্রভু ভক্ত খুব কম আছেন। হনুমানকে শিবের অংশ বলেও মনে করা হয়। হিন্দু ধর্ম মতে ৯, ১৮ বা ২৭ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন হনুমানজী।

# সম্পত্তির দেবী লক্ষ্মী। যেখানে শান্তি বিরাজ করে সেখানেই থাকেন দেবী লক্ষ্মী। তাঁর আশির্বাদে ফুলে ফেঁপে ওঠে সকলের জীবন। ধর্ম মতে ৬, ১৫ ও ২৪ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন স্বয়ং দেবী লক্ষ্মী।

# এই বিশ্ব সংসারে অধর্মকে নাশ করে ধর্মের ধ্বজা ওড়াতে অবতার রূপে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ।

ভগবান বিষ্ণুর আরেক রূপ তিনি। ধর্ম মতে কোনও মাসের ৮, ১৭ ও ২৬ তারিখে যাঁদের জন্ম, তাঁদের ইষ্টদেবতা হলেন কৃষ্ণ।

# তিনি হলে গোটা বঙ্গ জুড়ে আসে খুশির আমেজ। তিনি হলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। হিন্দু ধর্ম মতে কোনও মাসের ৩, ১২, ২১ ও ৩০ তারিখে যাঁদের জন্ম তাঁদের ইষ্টদেবতা হলেন দেবী দুর্গা।

*আন্দামান সাগরের তলায় আবিস্কৃত হলো প্রায় বিলুপ্ত প্রজাতির ‘সামুদ্রিক গোরু’*

ডেস্ক: সাধারণভাবে একে ভারতীয়রা সামুদ্রিক গোরু বললেও এর আসল নাম ডুগং। যে দৃশ্যের জন্য অনেক তপস্যা করতে হয়, সেটা দেখা গেল আন্দামানে। ভারত সরকারের পরিবেশ মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিটউ অফ ইন্ডিয়া’-র (WWI) বিজ্ঞানীদের ক্যামেরায় আন্দামানে জলের তলায় ধরা পড়েছে সেই বিরল দৃশ্য। যে ভিডিয়োয় সমুদ্রের জলের তলায় ‘ডুগং’-কে খাবার খেতে দেখা গিয়েছে। ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিটউ অফ ইন্ডিয়া’-র অধিকর্তা বীরেন্দ্র আর তিওয়ারি। তিনি বলেছেন, ‘(শুক্রবার) আন্দামানে ডুডঙের খাওয়ার দুর্দান্ত ফুটেজ পেয়েছে আমাদের টিম। যে দলে ছিলেন স্বপ্নালি গোলে এবং সুমিত প্রজাপতি। যা একটা বিরল দৃশ্য।’ স্বাভাবিক কারণেই এই নতুন আবিষ্কারে তারা উদ্বেলিত।

পরিবেশের ব্যাপক পরিবর্তনের কারণে মাটিতেও যেমন অনেক প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে তেমন সমুদ্রের তলাতেই তাই ঘটেছে। রাসায়নিক দূষিত পদার্থ, ট্রলারের দাপাদাপি বৃদ্ধির পাওয়ার মতো বিভিন্ন কারণে ‘ডুগং’-র সংখ্যা প্রজাতির সংখ্যা ক্রমশ যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের নীচে যে দৃশ্য ধরা পড়ল, তা আন্দামান সাগরে ‘ডুগং’-র সংখ্যা বৃদ্ধির আশা আরও কিছুটা বাড়িয়ে তুলল। আসলে ভারতীয় উপকূলবর্তী এলাকার জলের ‘ডুগং’-র সংখ্যা বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য এক দশক ধরে বিশেষ কর্মসূচি চালিয়ে আসছে ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিটউ অফ ইন্ডিয়া’। ১৯৭২ সালের বন্যপ্রাণ (সংরক্ষণ) আইনের প্রথম তফসিলের আওতায় ‘ডুগং’-কে ভারতে সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে ‘ডুগং’-কে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে হয়ে থাকে।

*নাগা সন্ন্যাসীদের পঞ্চ পরমেশ্বর*

ডেস্ক: চলছে মহাকুম্ভ। নাগা সন্ন্যাসী ছাড়া মহাকুম্ভ স্নান হয় না। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে যে, প্রথমে নাগা সন্ন্যাসীরা স্নান করবে তারপরে বাকি সবাই। কিন্তু মজার বিষয় হলো এই নাগা সন্ন্যাসীরা কিন্তু সাধারণত স্নান করেন না। কিন্তু কেন? স্নান না করার পিছনে কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে। নাগা সাধুরা বিশ্বাস করেন যে শুধুমাত্র ছাই-ভস্ম এবং ধ্যান-যোগ প্রয়োগের মাধ্যমে শুদ্ধি অর্জিত হয়। তাই সারা শরীরে শুধু ভস্ম বা ধুনি লাগান। নাগা সাধুরা তাঁদের সাধনায় শরীরের বাহ্যিক বিশুদ্ধতার চেয়ে অভ্যন্তরীণ বিশুদ্ধতার দিকে বেশি মনোযোগ দেন। অনেক নাগা সাধুই, পূর্ব জীবন ত্যাগ করার সময় বস্ত্র ত্যাগ করেন। সম্পূর্ণ উলঙ্গ থাকেন। গুহায় থেকে কঠোর তপস্যা করেন। নাগা সাধুদের অনেক বিশেষ আচারের মধ্যে একটি হল কামেন্দ্রিয় ভঙ্গ।

জানা যায়, এই প্রক্রিয়া চলার সময় নাগের আকারে আখড়ার পতাকার নীচে ২৪ ঘন্টা কিছু না খেয়ে, না পান করে দাঁড়িয়ে থাকেন তাঁরা। এই সময় তাঁদের কাঁধে একটি লাঠি এবং হাতে একটি মাটির পাত্রও থাকে। আখড়ার রক্ষীরা সেই সাধুর উপরে নজর রাখেন। এর পর আখড়ার সাধু বৈদিক মন্ত্রসহ ধাক্কা দিয়ে তাঁর লিঙ্গ নিষ্ক্রিয় করে দেয়। এই কাজটিও হয় আখড়ার পতাকা তলাতেই হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নাগা সাধু হয়ে ওঠেন তিনি। যদি একজন ব্যক্তি সফলভাবে ব্রহ্মচর্য জীবন পালন করতে পারে তবেই সে সাধু হওয়ার পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। ব্রহ্মচারী থেকে মহাপুরুষে রূপান্তরিত হন। পাঁচ জন গুরু প্রস্তুত করা হয়। এই পাঁচ গুরু হলেন পঞ্চ দেব বা পঞ্চ পরমেশ্বর -শিব, বিষ্ণু, শক্তি, সূর্য এবং গণেশ। যুগ যুগ ধরে নাগা সন্ন্যাসীরা এই রীতি মেনে আসছেন।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, January 23, 2025)

খুশিতে ভরা ভালো দিন। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।

প্রতিকার :- অপরকে দরকারের সময় সাহায্য করুন, নিজের সময়, স্ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন, এর ফলে আপনি আর্থিক ভাবে উন্নতি করবেন।

বৃষভ রাশিফল (Thursday, January 23, 2025)

আজ শান্ত-উদ্বেগমুক্ত থাকুন। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। মনের কথা বলতে ভয় পাবেন না। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে।

প্রতিকার :- দূর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

মিথুন রাশিফল (Thursday, January 23, 2025)

আপনার শারীরিক স্বাস্হ্য উন্নত করতে এক সুষম আহার নিন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশী ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে।

প্রতিকার :- সবুজ পোশাকের উপাদান / ফ্যাব্রিক এবং বলা কিন্নর বা হিজড়েদেড় দান করে একটি সুষম, সুস্থ জীবন বজায় রাখা। কিন্নর রা সমাজের প্রান্তীয় বর্গ বা শ্রেণী, তাই তাদের সেবা করলে বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে।

কর্কট রাশিফল (Thursday, January 23, 2025)

আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে। অতএব, আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Thursday, January 23, 2025)

স্ত্রীর স্বাস্হ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন- যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন। সারাটা দিন খুশী এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্থ থাকতে হবে। অধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- কোনো গরু দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে, তা সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনো মন্দিরে দান করুন।

কন্যা রাশিফল (Thursday, January 23, 2025)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। এই রাশির ছোটো ব্যাবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে। তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- শুক্রকে খুশি রাখার জন্য সবসময় পরিষ্কার ও ইস্তিরি করা জামা কাপড় পরিধান করুন, এতে আপনার কর্ম জীবনে ভালো প্রভাব পরবে।

তুলা রাশিফল (Thursday, January 23, 2025)

আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনও সমস্যা আপনাকে পীড়িত করবে। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।

প্রতিকার :- পারিবারিক সুখ লাভ করার জন্য চৌকো রুপোর গলায় পড়ুন বা আপনার সাথে সবসময় রেখে দিন।

বৃশ্চিক রাশিফল (Thursday, January 23, 2025)

নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে।

প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য লাভের জন্য গৃহদেবতার রূপোয় তৈরি মূর্তি কে আরাধনা করুন।

ধনু রাশিফল (Thursday, January 23, 2025)

গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় আপনার আরো সতর্ক থাকা উচিত। আজ, অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন-সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরো যত্নশীল হয়ে উঠছে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যে লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন।

মকর রাশিফল (Thursday, January 23, 2025)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পরুন।

কুম্ভ রাশিফল (Thursday, January 23, 2025)

আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। প্রেমে অপ্রত্যাশিত মোড়। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- ভগবান বিষ্ণু কে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাব ও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Thursday, January 23, 2025)

জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভাল কাজের জন্য সম্মানিত হবেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- শরীর ভালো রাখতে চাঁদের আলোয় ১৫-২০ মিনিট বসুন।

(Courtesy-AstroSage)

*জামায় ভোল বদলে গেল ভারতীয় ক্রিকেটের, ইডেনে ৭ উইকেটে জয়*

খেলা

জামায় ভোল বদলে গেল ভারতীয় ক্রিকেটের, ইডেনে ৭ উইকেটে জয়

ছবি: সঞ্জয় হাজরা

*বাড়িতেই মহাকুম্ভ স্নানের পুণ্য অর্জন করুন*

ডেস্ক : চলেছে মহাকুম্ভ স্নান। লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করবেন। কিন্তু সকলের পক্ষে তো আর সব সময় মহাকুম্ভতে যাওয়া সম্ভব হয় না। ভারতীয় ধর্ম শাস্ত্র বলছে, বাড়িতে বসেই আপনি মহাকুম্ভ স্নান করতে পারেন। ঘরে বসে গঙ্গা স্নানেও করেও পুণ্য লাভ করা যায়, তবে তার জন্য যেদিন আপনি এই স্নান সারবেন, তার জন্য ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। সূর্যোদয়ের প্রায় ১ ঘন্টা ৩৬ মিনিট আগেই স্নান করতে হবে। তবে সে সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে গঙ্গাকে স্মরণ করবেন। তারপর স্নানের সময় হরহর গঙ্গা নাম জপ করতে হবে আপনাকে। পাশাপাশি আপনার বাড়ির কাছে যেকোনও নদী কিংবা পুকুর থাকে, সেখানে স্নান করার পর সেখানে গিয়ে আপনি মা গঙ্গাকে প্রণাম করুন। সেই সঙ্গে জল হাতে নিয়ে মা গঙ্গাকে প্রণাম করবেন। সেই সঙ্গে মা গঙ্গার মন্ত্র জপ করবেন।

গঙ্গা স্নান সারার পর অবশ্যই গীতা, রামায়ণ, কিংবা শিব পুরাণ ইত্যাদি পড়ুন। সেই সঙ্গে উপোস থাকবেন। মহাকুম্ভে দান করলে শুভ ফল পাওয়া যায়। যেহেতু আপনি মহাকুম্ভে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে গরীব, অভাবী মানুষকে কাপড় টাকা বা খাদ্যদ্রব্য দান করুন। স্নানের সময় সাবান, ডিটারজেন্ট, কিংবা শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না। আর যেদিন আপনি এই স্নান সারবেন, সেদিন পেঁয়াজ, রসুন কিংবা মদ, সিগারেট ইত্যাদি খাবার থেকে খাওয়া থেকে দূরে থাকুন।

*বাস্তুশাস্ত্র মতে, ঘরের দরজায় কখনো জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না*

ডেস্ক: বাস্তুশাস্ত্রের স্পষ্ট নির্দেশ, ঘরের দরজায় কখনো জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না। বাড়ির দরজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তার কারণ এই দরজা দিয়েই আমরা কিন্তু ঘরে প্রবেশ করি। আর এই দরজা দিয়েই কিন্তু ইতিবাচক শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে। যে কারণে কাপড় ঝুলিয়ে রাখা খুব একটা শুভ নয়। এটি করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে কিন্তু একদমই ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে না। এতে আপনার অর্থহানি হতে পারে।

ঘরের দরজা যদি আপনি ঠিকঠাক মত বন্ধ করতেন না পারেন, তাহলে ইতিবাচক শক্তি আপনার বাড়ি প্রবেশ পথেই কিন্তু বাধার সৃষ্টি হবে। আর ঘরে প্রবেশ করবে নেতিবাচক শক্তি। যে কারণে আপনার আর্থিক সঙ্কট থেকে পারিবারিক কলহ, মানসিক চাপের সঙ্গে নানান সমস্যার সৃষ্টি হবে। এমনকি সংসারে আসবে নানান সমস্যা। দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখা একদমই উচিত নয়। কারণ এই কাপড় জামা কাপড় গুলো শুধু যে ময়লা হয় তা নয়, ঘর নোংরা হয়, ধূলো ময়লার কারণে আপনার শরীর খারাপ হতে পারে। তাছাড়াও নোংরা ঘরে কখনোই দেবদেবীরা বিরাজ করে না।

*মানুষের দাম্পত্য জীবনে সুখে রাখতে ঘরে রাখুন কিছু গাছ*

ডেস্ক : গাছ যে আমাদের বন্ধু তা বহু কাল আগেই আমাদের বৈদিক ঋষিরা বলে গেছেন। আধুনিক বাস্তুশাস্ত্র বলছেন, এমন কিছু গাছ আছে, যা ঘরে রাখলে মানুষের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি নেমে আসে। যদি পারেন এগুলি আপনি আপনার শোওয়ার ঘরে রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের খুব শুভ সময় শুরু হবে, জানুন কোন কোন গাছ লাগাবেন।

# ল্যাভেন্ডার প্ল্যান্ট –

লাভেন্ডার প্ল্যান্ট অত্যন্ত সুন্দর দেখতে। আর এর গন্ধ কিন্তু অসাধারণ। তাই এটি যদি আপনার স্বামী-স্ত্রীর শোওয়ার ঘরে রাখেন, বিছানার পাশে কিংবা টেবিলে রাখেন তাহলে এর ভালো প্রভাব পড়বে আপনাদের দাম্পত্য জীবনে। সেই সঙ্গে ঘরের সৌন্দর্য কিন্তু বাড়তে থাকবে।

লিলি ফুলের গাছ –

লিলি ফুলের গাছ দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। সেই সঙ্গে শোওয়ার ঘরে রাখলে সুখ-সমৃদ্ধি শান্তি ও বাড়তে থাকে। এই গাছটি অনেক সমস্যা দূর করতে সাহায্য করে।

মানিপ্ল্যান্ট গাছ –

শোওয়ার ঘরে মানিপ্লান্ট গাছ রাখা অত্যন্ত শুভ। এই গাছ বিছানার কাছে বা ঘরের মধ্যে রাখতে পারেন। এটি আপনার ঘরে রাখলে আপনার ঘরে সৌন্দর্য বাড়বে। এমনকি এটি আপনি ঘরের বারান্দাতেও রাখতে পারেন। এতে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে।

স্নেক প্ল্যান্ট –

স্নেক প্ল্যান্ট গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছ বাড়িতে রাখলে আর্থিকদিকে খুব লাভ হবে। এটি শোওয়ার ঘরে রাখলে আপনার উপর শুভ প্রভাব পড়বে। দূর হবে নেতিবাচক শক্তি। এমনকি আপনারা বিশুদ্ধ বাতাস পাবেন। আপনারা পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। এই সব গাছগুলো কিন্তু প্রচুর কার্বন শোষণ করে। ফলে ঘরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে।

*বর্ধমান কাঁকসার গড় জঙ্গলে আছে দেবী শ্যামরূপার মন্দির*

ডেস্ক: কথায় বলে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তেমনই কাঁকসার গড় জঙ্গলে স্থাপিত দেবি শ্যামরূপার মন্দির দেবি নাকি খুবই জাগ্রত। এই মন্দির যেন গভীর জঙ্গলে লুকোনো এক প্রাচীন সম্পদ। ছোট্ট মন্দির পরিসর, তা সত্ত্বেও এর বিশালত্ব অনেক। এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক কীংবদন্তি কথা প্রচলিত রয়েছে। বলা হয় রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আরাধ্য দেবীর বসবাস এই মন্দিরে। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দুর্গাপুজোর সময় বহু মানুষের ভিড় জমে। কিন্তু দুর্গাপুজো ছাড়াও যে কোনওদিন আপনি এই মন্দিরে যেতে পারেন। তাহলে খুব কাছে থেকে পাবেন দেবীর দর্শন।রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগও। যেতে হবে কিছুটা কষ্ট করে।

কিন্তু একবার গেল মন পবিত্র হয়ে যাবে। দেবী শ্যামরূপার মন্দির যেতে হলে আপনি দুর্গাপুর অথবা পানাগড় থেকে যেতে পারেন। যদি দুর্গাপুর থেকে যেতে চান, তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে বাসে যেতে হবে মলানদিঘি।আর পানাগড় থেকে যেতে চাইলে আপনাকে বাস ধরে যেতে হবে ১১ মাইল বাসস্ট্যান্ড। তারপর সেখান থেকে টোটো বা অন্য গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে। তবে রাতে এখানে থাকার কোনো জায়গা না থাকায় বিকেলের মধ্যেই ওই মন্দির থেকে ফিরে আসতে হবে। দেবি মন্দিরে পুজো দিতে হলে পদ্মফুল অবশ্যই নিয়ে যাবেন।