ভোট প্রচারে বেরিয়ে কেশপুরে কৃষকের কাছ থেকে "ধানের বাঁক" কাঁধে নিলেন বিজেপি প্রার্থী
এসবি নিউজ ব্যুরো: ভোট বড়ই বালাই শাট।ভোটের প্রচারের সময় কি না করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ রান্না, তো কেউ আবার খাবার পরিবেশন। সোমবার মেদিনীপুরের ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর তেঘরী গ্রাম পঞ্চায়েতের কোতায় গ্রামে কৃষকের কাছ থেকে কাঁধে ধানের বাঁক তুলতে দেখা হল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে।
সেই সঙ্গে কৃষকের সাথে কথা বলে তিনি জানান ,এতো ভারী বাঁক কিভাবে আপনারা বয়ে নিয়ে যান। এরপর বলেন, "সত্যিই চাষীদের কত কষ্ট, আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে হয়তো। কিন্তু এখনো আমার কাঁধে ব্যথা রয়েছে"। বাংলায় ১২২ জন কৃষক আত্মহত্যা করেছেন। তার কারণ এত কষ্ট করে তারা ফসল উৎপাদন করছেন, অথচ সঠিক দামটা পাচ্ছেন না তারা। বাংলার সরকার চাষীদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা, ফসলের ন্যায্য মূল্যটুকুও দিচ্ছে না। এত কষ্ট করে ফসল ফলান অথচ সঠিক দাম পান না।
সরকার চাষীদের বিষয়ে মাথা ঘামাচ্ছে না। কৃষকরা যদি জমিতে ফসল না ফলান তাহলে কেউ খেতেই পাবেন, অথচ কৃষকদের নিয়ে সরকার কিছু করছে না। পাশাপাশি প্রচারে বেরিয়ে একটি শিশুকে নিয়ে আনন্দ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। প্রচারে বেরিয়ে প্রায়শই বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে, ছোট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে। এদিন এভাবেই কেশপুরের আনন্দপুর এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী।




এসবি নিউজ ব্যুরো: আজ সকালে কলকাতা বিমানবন্দরের ম্যানেজারের কাছে একটি হুমকি মেইল বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়।
খবর কলকাতা: আজ সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। উল্লেখ্য,একসময় কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আজ বিপক্ষ দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর। তিনি গতকাল সন্ধ্যায় নিজে ইডেনে এসে পিচ পরিদর্শন করেন এবং দলের প্রশিক্ষক তথা প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এর সঙ্গে দলগত অনুশীলনের মগ্ন হন। অন্যদিকে,এদিন সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইসোর সহ মাঠে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম কর্ণধার তথা বলিউড বাদশা শাহরুখ খান। এদিন শাহরুখ স্বপুত্র মাঠে উপস্থিত ছিলেন। মাঠে তার দলের খেলোয়াড়দের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। আজ সন্ধ্যার পরে ম্যাচের শেষে শেষ হাসিটুকু থাকবে কার মুখে সেটাই এখন দেখার।
*ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফ সি কে ২-০ ব্যবধানে উড়িয়ে টানা দ্বিতীয় বার আইএসএল ফাইনালে মোহনবাগান
*ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।*
এসবি নিউজ ব্যুরো: পেখম তুলে ময়ুর, দেখতে ভিড় সাধারণ মানুষের। ভাবছেন কি জঙ্গলে হবে? কিন্ত না। রবিবার জলপাইগুড়ির ডুয়ার্সের মেটেলি ব্লকের একটি বাড়ির ছাদে পেখম তুলে ময়ূরকে দেখা গেল। জঙ্গল থেকে অনেক সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা। প্রায়শই দেখা যায় হাতি, চিতাবাঘ, বাইসন, হরিণ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু এবার একটি ময়ূর চলে আসল একদম বাড়িতে। ঘরের চালে দীর্ঘক্ষণ থাকলো, পেখমও মেলে ধরল। রবিবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার বাংলা পাড়ার ঘটনা।এদিন প্রথমে ময়ূরটি জনৈক হেমন্ত রায়ের বাড়িতে দেখা যায়। সেখান থেকে পরবর্তীতে আমিন রায়ের ঘরের চালে এসে পরে ময়ুরটি।সেখানেই পেখম মেলতে দেখা যায়।ময়ুর দেখতে ভিড় জমায় অনেকে। পরে খবর দেওয়া হয় বনদপ্তরের ধূপঝোড়া বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা আসার আগেই ময়ূরটি ওই বাড়ি থেকে উড়ে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা প্রসন্ন রায় বলেন, ময়ুরকে আশেপাশে দেখা গেলেও কখনো এর আগে এভাবে বাড়িতে আসতে দেখা যায়নি। খাবারের জন্য তো হাতি, চিতাবাঘ আসে। কিন্তু ময়ূর কেন আসলো। তবে কি ময়ূরও খাবারের জন্য আসলো? নাকি তীব্র দাবদাহের কারণে জল পান করতে এসেছে ময়ূর ? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে।
এসবি নিউজ ব্যুরো: খড়দহের মহাপ্রভু মন্দির থেকে কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ চুরি যাওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়াল এলাকায় ।আনুমানিক ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের কৃষ্ণ বিগ্রহ অত্যন্ত মূল্যবান। কৃষ্ণ ভক্তে সেজে এসে বিগ্রহ চুরির এই ঘটনা বেশ চাঞ্চল্য ফেলেছে গোটা এলাকায়।ঘটনার তদন্তে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ওই সময়ে যারা মন্দিরে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করছে খড়দহ থানার পুলিশ। ঘটনার সিসিটিভির ফুটেজে সন্দেহ ভাজন অভিযুক্ত কে ঢুকতে এবং বের হতে দেখা গিয়েছে । বের হওয়ার সময়ে একটি বড় ব্যাগ নিয়ে বেশ ব্যস্ততার সাথে তাকে বেরোতে দেখা যায় ।
Apr 29 2024, 16:03
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.3k