আগামী ২৪ শে ফেব্রুয়ারি ভুবনেশ্বরে আই এস এল এর ম্যাচে ওড়িষ্যা এফ সি র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট
খেলা

খবর কলকাতা: আজ মোহনবাগান ক্লাবের প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ আন্তনীয় লোপেজ হাবাস। তার সঙ্গে ছিলেন সহকারি কোচ এবং দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মানবীর সিং। হাবাস জানালেন, তার দলের সকল খেলোয়াড়ই বর্তমানে চোটমুক্ত এবং ওড়িষ্যার মুখোমুখি তে সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা এই ম্যাচে জেতার জন্য সর্বশক্তি দিয়ে খেলবেন।
মানবীর সিং জানালেন," ওড়িশার নির্ভরযোগ্য খেলোয়াড় রয়কৃষ্ণা অত্যন্ত ভালো এবং বড়ো মাপের খেলোয়াড় হলেও এটা দলগত খেলা আর সেখানে আমরা জেতার জন্যই নামবো মাঠে।"
ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।


 
						





 

 
 
 



 


 
Feb 22 2024, 18:23
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.6k