লোকসভা ভোটের বাদ্যি এখনও বাজেনি, তার আগেই প্রচারে নেমে পড়ল তৃণমূল

এসবি নিউজ ব্যুরো: লোকসভা ভোটের বাদ্যি এখনও বাজেনি, তার আগেই প্রচারে নেমে পড়ল তৃণমূল কর্মীরা নির্দলকে সঙ্গে নিয়ে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৫নং ওয়ার্ডে বিস্তৃর্ণী অঞ্চল জুড়ে দেওয়াল লিখন করল তৃণমূল কর্মীরা। এদিন ওয়ার্ডের হরকালী কলোনি, দাগা কলোনি, তানোয়ার কলোনি সহ জ'পুর বিস্তৃর্ণী অঞ্চল জুড়ে তৃণমূল কর্মীরা ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেওয়াল লেখে তৃণমূল কর্মীরা।



 
						




 
 



 


 

 



Feb 22 2024, 16:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.6k