প্রথম শ্রেণীর ক্রিকেট ছেড়ে রাজকীয় ভাবে বিদায় নিলেন ইডেনের ক্রিজ থেকে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি
![]()
খবর কলকাতা: বিহার বনাম বাংলার রঞ্জিত ক্রিকেটের তৃতীয় দিনের সকালটি বাংলা দলের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিন সকাল থেকেই বাংলার বোলার মুকেশ কুমার এবং জয়সয়ালের বোলিং এ কার্যত ধরাশায়ী হয়ে পড়ে বিহার দলের ব্যাটিং লাইন আপ। মাত্র ১১২ রানে তারা সব কটি উইকেট হারিয়ে ফেলে।
বাংলার হয়ে মুকেশ কুমার ৭ টি উইকেট এবং জয়সওয়াল ৩ টি উইকেট দখল করেন। ফলে বাংলা ইনিংসহ ২০৪ রানে বিহারকে হারিয়ে রঞ্জি ট্রফির এই ম্যাচ জয়লাভ করে।
বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি র এটিই ছিল আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেনীর ম্যাচ থেকে অবসর নেওয়ার শেষ দিন। মাঠের ক্রিজ থেকে বাংলা দলের সহ খেলোয়াড়রা তাকে কাঁধে চাপিয়ে রাজকীয় সম্মান দিয়ে মাঠের প্রান্তে নিয়ে আসেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, মনোজের এই অবসরকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে মনোজের বাংলা ক্রিকেটের দৃষ্টান্ত কে তুলে ধরেন। এই ম্যাচে অভিমুন্য ঈশ্বরন কে ম্যান অব দ্যা ম্যাচের সম্মান জানানো হয়।
ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

















Feb 19 2024, 09:58
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.0k