গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর টিটাগড়ের বাসিন্দা তাপস সেনগুপ্তর মৃতদেহ গঙ্গার ঘাট থেকে
![]()
উত্তর ২৪ পরগনা: গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন টিটাগড় ১৪ নম্বর ওয়ার্ডের মিলনগরের বাসিন্দা তাপস সেনগুপ্ত.আজ সকালে খড়দহ রাসখেলা গঙ্গার ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে তাপস সেনগুপ্তর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে টিটাগড় মিলনগড় অঞ্চলে। একসময় দাপুটে সিপিএম নেতা হিসাবে টিটাগড় অঞ্চলে জনপ্রিয় ছিলেন তাপস সেনগুপ্ত। বছর দুয়েক আগে তৃণমূলে যোগদান তিনি। এটি কি নিছক আত্মহত্যা না ,এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য তার তদন্ত নেমেছে খরদা থানার পুলিশ।












Feb 17 2024, 20:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
8.4k