প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
![]()
এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার ক্লাস রুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন ভাবে হেনস্থা করার অভিযোগ উঠলো। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায় দফায় চলে স্লোগান ও বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সামশেরগঞ্জ থানায়। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল প্রাঙ্গনে। কিন্তু শনিবার স্কুল এসে হঠাৎ করে চাকুসহ বিভিন্ন অস্ত্র দেখে ছাত্র ছাত্রীদের ভীতি প্রদর্শন শুরু করেন প্রধান শিক্ষক। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে ওঠেন ছাত্র-ছাত্রীরা।
বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন আশেপাশের অভিভাবকরা। তারপরেই কার্যত স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই ঐ শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে ঐ শিক্ষককে বরখাস্ত করার দাবিতে এবং বদলি করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।













Feb 17 2024, 16:30
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.4k