ঝাঁটা হতে এস.পি অফিস ঘেরাও বিজেপির
![]()
এসবি নিউজ ব্যুরো: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে, ঝাঁটা হাতে এবং টায়ার জ্বালিয়ে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপির। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনার ধিক্কার জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও বিজেপি মহিলা মোর্চার। এদিন বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল সহকারে এস.পি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভের শুরুতে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তধস্তি হতেও দেখা যায় আন্দোলনকারীদের। দীর্ঘক্ষণ চলতে থাকি এ ধরনের বিক্ষোভ। বিক্ষোভ থেকে একটি শব্দ প্রতিধ্বনিত হয় পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো। সন্দেশখালি তে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে বলেও জানান বিজেপি কর্মী সমর্থকরা।








Feb 15 2024, 18:20
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.8k