/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ, নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ West Bengal Bangla
পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ, নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ

এসবি নিউজ ব্যুরো: পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ, নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনায় চাঞ্চল্য মাগুরমারী গ্রাম ২ নং পঞ্চায়েতের ভাটিয়া পাড়ার ঘটনা। মাগুরবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটিয়াপাড়া এলাকায় , প্রায় ১ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ১৭৬ টাকা ব্যায়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তা তৈরীর কাজ করা হচ্ছে।

কাজটি পথশ্রী প্রকল্পের আওতায় করা হচ্ছে।আর সেই রাস্তা তৈরীর ৩ দিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচের চাদর। হাত দিতেই উঠে যাচ্ছে রাস্তার ঢালাই এমন কি নিয়ম মেনে সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না বলেও অভিযোগ। তাই রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়।

আগামীকাল মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা

এসবি নিউজ ব্যুরো: আগামীকাল মুর্শিদাবাদে প্রবেশ করবেন রাহুল গান্ধী।রাহুল গান্ধীর ন্যায় যাত্রা মুর্শিদাবাদের ফারাক্কায় প্রবেশ করবে বৃহস্পতিবার সকালে।আর তাই ফারাক্কা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী কে স্বাগতম জানানোর জন্য ব্যাস্ত কংগ্রেস কর্মীরা।ফারাক্কায় প্রবেশের মুখে করা হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার গেট।ফারাক্কার ব্লক কংগ্রেসের সভাপতি জানান, রাহুল গান্ধী কে স্বাগতম জানানোর জন্য আমরা সমস্ত ভাবে প্রস্তুত।

প্রথম মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হবে মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক শাড়ি তার মা সোনিয়া গান্ধীর জন্য। পাশাপাশি, রাহুল গান্ধীর জন্য থাকছে মুর্শিদাবাদের পাঞ্জাবি ও কাসার একটি সেট। রাহুল গান্ধী প্রবেশ করার পর তিনি যাতে কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কিছুটা হাটেন তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে বিষয়টি জানানো হয়েছে বলে জানালেন তিনি।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে পাল্লা ভারী তৃণমূলের, বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মী যোগদান তৃণমূলে

এসবি নিউজ ব্যুরো: নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত সদস্যরা।

করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুজন সদস্য এবং হরেকৃষ্ণপুর অঞ্চলের মধুগারি অঞ্চলের এক সদস্যা ও সদস্য নির্দল ও জাতীয় কংগ্রেস থেকে যোগদান করেন তৃণমূলে।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ আবু তাহের খান বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ব্লক সভাপতি আশীষ কুমার চ্যাটার্জি যুব নেতৃত্ব সৌমিক সরকার সহ বহু বিশিষ্ট জন। এদিন যোগদানকারীরা বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নে তারা শামিল হতে চান সে কারণেই এই যোগদান সকলের সাথে আলোচনা করে আজ ২০০ জন মতন আসলেও আগামীতে তারা নিজ নিজ বুথ স্তরে যোগদান করবেন।

পুরুলিয়া জেলার রঘুনাথপুর পুরসভা এলাকায় আবাস ত্রিপলের তলায় দিনযাপন

এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ড। প্রায় সব ওয়ার্ডেই অবস্থা একইরকম । আবাস যোজনার প্রাপকেরা রয়েছে চরম সমস্যায়। অভিযোগ ন্যায্য প্রাপকেরা পায়নি আবাস যোজনার বাড়ি অথচ অবস্থাপন্নদের জন্য মিলেছে সুযোগ। আবার যারা বাড়ি পেয়েছেন তারাও দুই কিস্তি টাকা পাওয়ার পর আর পাইনি কিস্তির টাকা ।

চরম সমস্যার মধ্যে ত্রিপলের নিচেই দিনযাপন করতে বাধ্য হচ্ছেন ।অন্যদিকে সরকারি বাড়ির তালিকায় নাম থাকলেও প্রথম ও দ্বিতীয় কিস্তি পাওয়ার পরেও বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণভাবে না পাওয়ায় রয়েছে চরম সমস্যায় প্রাপকেরা। নতুন বাড়ির আশায় পুরাতন বাড়ি ভেঙে এই কনকনে শীতে ত্রিপলের তলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা।

সন্দেশখালি কান্ডে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি

কলকাতা: সন্দেশখালি কান্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেছে। এদিকে তার কোনও হদিস এখনও পাইনি পুলিশ। গোপনে থেকেই নিজের সিবিআইয়ের আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছেন শাহজাহান। আইনজীবী মারফত জামিনের আবেদন জানান তিনি। হলফনামায় তাঁর স্বাক্ষর ছিল। ইডি জানাচ্ছে, অন্তরালে থেকেই পেপারওয়ার্ক করে যাচ্ছেন শাহজাহান। তাই দ্রুত শাহজাহান মামলার শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একসঙ্গেই আবেদন জানিয়েছে ইডি ও রাজ্য সরকার।

হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বুধবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়াও থেমে রয়েছে। ফলে অভিযুক্ত আড়ালে থেকেই তার কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত মামলার নিষ্পত্তি করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার একযোগে দুটি মামলার শুনানি হবে।

সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছিল ইডি। কিন্তু, সোমবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেখ শাহজাহান উপস্থিত হননি ইডি দফতরে। প্রতিনিধি মারফত কোনও বার্তাও পাঠাননি। এর মধ্যে নগর দায়রা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করেন আইনজীবী জাকির হোসেন। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে হলফনামায় সই করে দেন অন্তরালে থাকা শেখ শাহজাহান।

শেখ শাহজাহানকে কেন সমন পাঠানো হয়েছে, তা তথ্য প্রমাণ সহ ব্যাখ্যা দেওয়ার জন্য এদিন আদালতে কিছুটা সময় চেয়ে নেন ইডির আইনজীবী। ইডি বক্তব্য শোনার পর আদালত এই মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দেয়। ইডি জানায়, যেহেতু শেখ শাহজাহানের জামিনের আবেদন সোমবার দাখিল হয়েছে, তাই এই ব্যাপারে প্রস্তুত ছিলেন না তাঁরা। সেই কারণেই সময় চেয়ে নেওয়া হয়।

মাধ্যমিক পরীক্ষার জন্য থাকবে বিশেষ ট্রেন

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবহে যাত্রীদের এবং পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ এই কদিন কিছু বিশেষ পরিষেবা প্রদান করবে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশকিছু লোকাল ট্রেন। শুধু তাই'ই নয়, ২-১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজও।

ভাইয়ের বিয়ের কাপড় কিনতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে টিটাগড়ে জখম ২

কলকাতা: আজ ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ের কাপড় কিনতে মঙ্গলবার রাতে বন্ধুকে বাইকে বসিয়ে স্টেশন রোডের টিটাগড় বাজারে গিয়েছিলেন টিটাগড় পুরানী বাজার এলাকার বাসিন্দা রেহান মেহতাব আলি। একটি দোকানের সামনে বাইক রেখে কাপড় কিনতে যায় মেহতাব আলি। কাপড়ের দোকান থেকে বাইকের কাছে আসতেই এক যুবক বলে এখানে বাইক রাখা যাবে না।

তখন ওই যুবকের সঙ্গে মেহতাব আলি ও তার বন্ধুর কথা কাটাকাটি হয়। অভিযোগ, বাইক ঘোরাতেই মেহতাব ও তাঁর বন্ধুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হামলাবাজ যুবক পালিয়ে যায়। হামলার ঘটনায় জড়িত যুবকের পুলিশ খোঁজ চালাচ্ছে। টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ ঘটনায় অভিযুক্তকে পাকড়াওয়ের দাবি করেছেন।

আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা এবং পদযাত্রা

এসবি নিউজ ব্যুরো: আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা এবং পদযাত্রা। সকাল ১১ টা নাগাদ মালদা পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবেন। এরপর পুলিশ লাইন থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।

সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা জেলা ক্রীড়া সমস্ত ময়দানে প্রশাসনিক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা শহরকে। অন্যদিকে আজ আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জড়ো ন্যায় যাত্রা। সব মিলিয়ে আজ সকাল থেকেই তুঙ্গে মালদার রাজনীতি।

দমদমে একাকি বৃদ্ধাকে খুন, তদন্তে পুলিশ

কলকাতা: দমদম গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। অভিযোগ, গোরাবাজার অঞ্চলে নিজস্ব বাড়িতে একাই থাকতেন বছর ৬৮ বৃদ্ধা, তারা শর্মা। মঙ্গলবার সকালে তাকে এলাকাতেও দেখা যায়। এরপর থেকেই তার কোন খোঁজ মিলছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায়, বাড়িতে ছুটে আসেন। এরপরেও সাড়া না দেওয়া দমদম থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে দেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে। বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে তার মৃত্যু ঘটেছে। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। লুটের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোন রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মাস ছয়েক আগে বৃদ্ধার স্বামী মারা যান। বৃদ্ধার স্বামী অশোক শর্মা একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিল।

*মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আজকের আবহাওয়া*


জানুয়ারির শীতে কাবু উত্তরবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। সকাল থেকে সারা দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। সন্ধ্যা হতেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। জানা যাচ্ছে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে ফের ভিজতে চলেছে রাজ্য। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বড় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টির পরিমাণ বাড়বে বুধ ও বৃহস্পতিবার। আকাশ মেঘলাই থাকবে। ওদিকে কমবে শীতের আমেজ, আরও বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধ থেকে শনিবারের মধ্যে উত্তরেও হবে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও সিকিমে এই দুই জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে।