/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ফটো গ্যালারী* গঙ্গাসাগর,২০২৪ *মকর সংক্রান্তিতে পুণ্য মকরস্নানের কিছু মুহূর্ত আমাদের ক্যামেরায়* *ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।* West Bengal Bangla
WestBengalBangla
*ফটো গ্যালারী* গঙ্গাসাগর,২০২৪ *মকর সংক্রান্তিতে পুণ্য মকরস্নানের কিছু মুহূর্ত আমাদের ক্যামেরায়* *ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।*
সন্দেশখালি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্যকে সুবিচার করতে বললো কলকাতা হাইকোর্ট

কলকাতা: অবিলম্বে সন্দেশখালির শেখ শাহজাহান সহ সন্দেশখালি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্যকে সুবিচার করতে বললো কলকাতা হাইকোর্ট। ইডির মামলার শুনানিতে শাহজাহানের আইনজীবীর ভূমিকায় বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশে দেন। এদিন শাহজাহান হয়ে আদালতে সওয়াল করে এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করতে চান শাহজাহান। বিচারপতি তাঁর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, কেন আত্মসমর্পণ করছেন না। শুনানির সময় আপনি এজির কাছে কি বলছিলেন। আপনি কী রাজ্যকে পরিচালনা করতে চাইছেন, আপনার কথা বলা দেখে ভাবলাম আপনি রাজ্যের। কাউকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, শাহজাহান আইনজীবীর উদ্দেশ্যে বলেন বিচারপতি। এর পরেই শাহজাহান আইনজীবী ক্ষমা চান। বলেন, আমাকে বলার সুযোগ দিতে হবে। কিন্তু এজি বলেন, জানি না ইনি কে। এর আগের দিনও বলার চেষ্টা করছিল।

এরপরেই রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মিস্টার এজি অভিযুক্তকে গ্রেফতার করে বিচার দেওয়ার চেষ্টা করুন। এদিকে, এদিনের শুনানিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তের কেস ডায়েরি পুলিশ হাজির না করায় বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, এমন মামলায় কেস ডায়েরি না দেখে কোনো অর্ডার দেওয়া যায় না। পুলিশ এতদিন ধরে কি করেছে সেটা কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। তিনি আজ, মঙ্গলবার কেস ডায়েরি ফের আনতে নির্দেশ দেন পুলিশকে। ইডির আইনজীবী বলেন, রেশন দুর্নীতির আর্থিক নয়ছয়ের তদন্ত করতে গিয়ে শঙ্কর আঢ্য ও শেখ শাহজাহানের নাম পাওয়া যায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে। সেখানে তাল্লাশিতে গেলে হামলা হয় ইডি অফিসারদের বিরুদ্ধে। উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাই এই গোটা ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়ার জন্যে আবেদন করে ইডি।

প্রথমে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই তদন্ত হাতে নেয় ইডি। কিন্তু পুলিশ নথি না দিয়ে অসহযোগিতা করে বলে অভিযোগ জানায় ইডি। এজি জানান, মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি জানতে চান, এখন কে তদন্ত করছেন।এজি জানান, ডিএসপির নেতৃত্বে লোকাল পুলিশ করছে। এরপরেই বিচারপতি বলেন, তিন হাজার অভিযুক্ত আর মাত্র চার জন গ্রেপ্তার হয়েছে। ফের এজি বলেন, তিন হাজার নয়। ৮০০ থেকে ১০০০ লোক, ইডির অভিযোগ অনুযায়ী। ইতিমধ্যে প্রথম দায়ের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। এরপরেই বিচারপতি ফের কেস ডায়ারি হাজির করতে বলেন।

ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু

ছুটি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ এক টুইট বার্তায় বড় ব্যাপার তুলে ধরেন। চলতি বছরে রাজ্যের ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি থেকে শুরু করে ১৭ এপ্রিল রামনবমীর কোনও ছুটি ঘোষণা করা হয়নি। অথচ ২৬ ফেব্রুয়ারি শবে বরাত ও তারপরের দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

শুভেন্দু লেখেন, ‘তুষ্টকরণের রাজনীতির রানী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আক্রমণ করলেন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে শবে বরাতের জন্য কোনও সরকারী ছুটি নেই। এদিকে বাংলার সরকার উৎসবটি ঐচ্ছিক ছুটির তালিকায় শ্রেণিবদ্ধ করা হয়েছে। আর সোমবার ছুটি বেছে নেওয়ার বাড়তি কোনো বিকল্প নেই, কারণ এবার শবে বরাত রবিবার উদযাপিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি এবং শ্রী রাম নবমীর জন্য কোনও সরকারী ছুটি নেই, তবে শবে বরাতের পরের দিন অতিরিক্ত ছুটির বিধান রয়েছে।‘ এদিন পাকিস্তানের একটি ক্যালেন্ডারও তুলে ধরেন শুভেন্দু।

জমি বিবাদের জেরে জমির পাকা ফসল ট্রাকটার দিয়ে কেটে নষ্ট করে দিল প্রতিবেশী

উত্তর ২৪ পরগনা: জমি বিবাদের জেরে জমির পাকা ফসল ট্রাকটার দিয়ে কেটে নষ্ট করে দিল প্রতিবেশী ।

স্বরূপনগরের গুনরাজপুর গ্রামে প্রায় ২০ বিঘা জমির সরষে , পটল ও লাউ গাছ কেটে নষ্ট করে দিল । কৃষক হারুন বিশ্বাসের দাবি, এই ফসল নষ্ট করেছে ফজলে বিশ্বাস ও গফফার বিশ্বাস ।

তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় এই কাজ করেছে তারা । প্রায় চার লক্ষ টাকার ক্ষতি । এই বিষয়ে হারুন বিশ্বাসের তরফ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।যদিও ফজলে বিশ্বাস ও গফফার বিশ্বাসের পরিবারের দাবি এই জমি তাদের । এমনকি ফসলের দাম দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের ।

*পৌষসংক্রান্তি উপলক্ষ্যে মালদহে অনুষ্ঠিত হল পৌষ বড়া উৎসব*

এসবি নিউজ ব্যুরো: পৌষসংক্রান্তি উপলক্ষ্যে মালদহে অনুষ্ঠিত হল পৌষ বড়া উৎসব।মুলত এই দিনে তেল পুরালে কল্যাণ হয়। ৮ রকমের ভাজা দিয়ে পালিত হয় পৌষ বড়া উৎসব। মালদহের বালুরচর বাঁধরোড এলাকার শনি মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের তেল পুরা উৎসব বলে পরিচিত। মালদহে পৌষ বড়া উৎসব বলে। গত ১০ বছর ধরে মালদহে এই উৎসব পালিত হচ্ছে।এই পূজো হয়ে থাকে পৌষসংক্রান্তির দিন । মূল উদ্দেশ্য বড়া।৮ রকমের বড়া থাকে। তার মধ্যে ৪ রকম মিষ্টি বড়া ও ৪ রকম নোনতা বা ঝা বড়া থাকে।

যেমন,লঙ্কা,ফুলকপি,ধনেপাতা,আলু, মিষ্টি হল গাজর,লাল আলু সহযোগে বেশন দিয়ে বড়া তৈরী হয়। এরপর শনি মহারাজ ও সূর্য দেবতার কাছে নিবেদন করা হয়। চলে ধূমধাম কর পুজোআর্চনা। এরপর এই বড়া প্রসাদ হিসাবে বিতরন করা হয়। যা নিতে উৎসুকীরা প্রতিবছর এই দিনে ভীড় জমান মন্দির প্রাঙ্গনে।

মন্দিরের পূজারী ওম প্রকাশ শর্মা জানান,"এই পুজো মুলত গুজরাতে তেল পুরা উৎসব বলা হয়। এই দিনে তে পুরালে কল্যাণ হয়। সমাজে উন্নতি হয়।এখানে পৌষ সংক্রন্তিতে পৌষ বড়া উৎসব বলে পরিচিত। ৮ রকমের মিষ্টি ও ঝাল, নোনতা বড়া দিয়ে পুজো করি। ১০ বছর থেকে এখানে এই উৎসব হয়ে আসছে। এদিন মানুষের ভীড়ও ভালো হয়।"

ঘন কুয়াশার জেরে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা

ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটারেরও কম। ফলে স্বাভাবিক ভাবেই সকাল থেকে বাতিল একাধিক বিমান। আর বহু বিমান দেরিতে চলছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ৪১টি উড়ান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

দৃশ্যমান্যতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়ছে। স্বাভাবিকভাবেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিমানযাত্রীদের। কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

*মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গাসাগর ও জয়দেব কেন্দুলীতে পুণ্যস্নানে লক্ষ লক্ষ মানুষের ভিড় *


এসবি নিউজ ব্যুরো: রবিবার রাত থেকে গঙ্গাসাগরে চলছে পুণ্য স্নান ৷ মোক্ষলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে মানুষজন। কার্যত গঙ্গাসাগর এখনও হয়ে উঠেছে মিনি ভারতে ৷ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন ৷ আলো ফুটতে না-ফুটতেই ক্রমশ ভিড় বাড়তে লাগল ৷ সবারই লক্ষ্য, সাগরসঙ্গমে ডুব দিয়ে পুণ্যঅর্জন ৷সংক্রান্তির শাহী স্নানের রবিবার রাত থেকে তিথি শুরু হয়েছে ৷ শাহী যোগ থাকবে সোমবার রাত পর্যন্ত ৷ গঙ্গাসাগরের স্নান ঘাটে ৩, ৪ ,৫ নম্বর সব রাস্তাতেই পুণ্যার্থীর ঢল চলেছে সাগর স্নানে ৷ ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের গলার স্বর ৷ তাঁদের মুখে অবিরত শোনা গিয়েছে, 'আগে চলিয়ে, আগে চলিয়ে' নির্দেশ ৷ মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে তা নিশ্চিত করতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে রেখছে প্রশাসন।

অন্যদিকে,পুণ্য মকরস্নানের মধ্য দিয়ে বীরভূমের জয়দেব কেনদুলিতে শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা। কাকভোর থেকেই শুরু হয়েছে অজয় নদে মকর স্নান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূম জেলা প্রশাসন সমস্ত বন্দোবস্ত করেছে।

*আরও নামল তাপমাত্রা! জেনে নিন আজকের আবহাওয়া*


হাড় কাঁপানো শীতে জুবুথুবু রাজ্যের মানুষ। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রার বিরাট পতন। জারি হল শৈত্যপ্রবাহের সতর্কতাও৷ ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হল উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা।আগামী দুদিনে পশ্চিমের জেলা গুলিতে ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা।

ওদিকে উত্তরবঙ্গের, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রী সেলসিয়াস।

*আজকের রাশিফল ১৫ই জানুয়ারি ( সোমবার) *


মেষ রাশিফল (Monday, January 15, 2024)

কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। নির্দিষ্ট কিছু জরুরী পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন, অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- ক্যারিয়ার এ অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র ও অভাবী লোকজনকে বাঁশের ঝুড়িতে খাবার, তোশক, মিষ্টি ও আয়না দান করুন।

বৃষভ রাশিফল (Monday, January 15, 2024)

কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরী হয়ে যেতে পারে। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে।

মিথুন রাশিফল (Monday, January 15, 2024)

ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না, এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রখবেন- অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে। কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযত হোন- আপনার দৃঢ়সঙ্কল্পতা এবং দক্ষতা লক্ষ্যণীয় হবে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আপনি সুস্বাস্থ অর্জন করবেন।

কর্কট রাশিফল (Monday, January 15, 2024)

ধ্যান পরিত্রাণ আনবে। আজ, আপনার পিতা-মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন।

প্রতিকার :- নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।

সিংহ রাশিফল (Monday, January 15, 2024)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি যে কারও সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। শেষ শুরু থেকেশেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন এতে প্রেম জীবন সুন্দর হবে।

কন্যা রাশিফল (Monday, January 15, 2024)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্থ থাকতে হবে। অধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন, তাই উভয় উভয়ের প্রতি কোমল হন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে মিছরি ও জল খেয়ে যাবেন এতে আপনাদের সম্পর্কে মিষ্টতা বাড়বে।

তুলা রাশিফল (Monday, January 15, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার আজ আপনার স্ত্রীর অবিশাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মত মনে হবে।

প্রতিকার :- ক্রিম বা সাদা রঙের জুতো পরলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

বৃশ্চিক রাশিফল (Monday, January 15, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে আপনার বদনামী হতে পারে। যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আজ একটি দেবদূত মত আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন।

প্রতিকার :- চাকরি বা ব্যবসায় সাফল্যের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন।

ধনু রাশিফল (Monday, January 15, 2024)

নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।

প্রতিকার :- সঙ্গীকে প্লাটিনাম যুক্ত গয়না বা অন্য সামগ্রী উপহার দিলে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

মকর রাশিফল (Monday, January 15, 2024)

বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন।

কুম্ভ রাশিফল (Monday, January 15, 2024)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন।

প্রতিকার :- নীল রঙের জুতো পড়লে প্রেম জীবনের জন্য সহায়ক হবে।

মীন রাশিফল (Monday, January 15, 2024)

অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে।এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভাল করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- আপনার রিং ফিঙ্গার এ সোনা পরিধান করলে পরিস্থিতির আর্থিক উন্নতি হবে।

মুখে কালি মেখে মহানগরের রাস্তায় চাকরি প্রার্থীরা

মুখে কালি মেখে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাচ্ছেন আজ। একদিকে যখন অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা স্থায়ী চাকরি পেয়ে খুশি তখন চাকরি না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা। এখন একদিকে যখন পড়শি রাজ্যে খুশির হাওয়া কিন্তু বাংলায় যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন চাকরি প্রার্থীরা।

১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে বিহারে। এদিকে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েই চলেছে টেট প্রার্থী থেকে শুরু করে এসএলএসটি-র চাকরি প্রার্থীরা। আজ টেট প্রার্থীদের আন্দোলন ৫০০ দিনে এবং এসএলএসটি প্রার্থীদের ধর্না ১০৩৬ দিনে পদার্পণ করল। ধর্মতলায় চলছে এই বিক্ষোভ।