স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে এলেন অভিষেক
![]()
আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
এদিন অভিষেক বলেন, " সবাইকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজীর বাড়িতে আসি। আগামী দিনে যেন সকলের ভাল কাটে। তাঁর মতাদর্শ যেন সকলে মেনে চলে। রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। সকলের আশার অধিকার আছে।"










Jan 12 2024, 18:05
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.2k