বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে: মমতা
![]()
আজ ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে ঘোষণা করতে হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, 'প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে। অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না?' বাম জামানার ব্যর্থতার অভিযোগে মমতা বললেন, 'আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে ভাবেনি।
রাজ্যের নাম বাংলা হলে কী আপত্তি, কী অপরাধ আমাদের? রাজের নাম নিয়ে বিধানসভায় পাস হয়েছে তাও আটকে আছে। বাংলাকে পিছিয়ে রাখা হয়েছে। যে কোনো জায়গায় সব থেকে শেষে সুযোগ পাই আমরা'।


জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি । ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের কারণে জারি হয়নি সুনামির সতর্কতা। তবে আচমকাই ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।



Jan 11 2024, 17:09
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k