/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *পুনিয়া-সহ প্রতিবাদী কুস্তিগিরদের পাশে রাহুল গান্ধি* West Bengal Bangla
WestBengalBangla

Dec 27 2023, 10:40

*পুনিয়া-সহ প্রতিবাদী কুস্তিগিরদের পাশে রাহুল গান্ধি*

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি নির্বাচনে ব্রিজভুষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের জয়ের প্রতিবাদে ফের সরব হয়েছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই ‘পদ্মশ্রী’, ‘খেলরত্ম’ পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। এবার প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধি। বুধবার সকালে হরিয়ানার ঝাঝারে গিয়ে বজরং পুনিয়া-সহ অন্যান্য কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতিবাদ আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

এদিন সকালেই হরিয়ানার ঝাজ্জারের ছাড়া গ্রামে কুস্তিগির বীরেন্দ্র আর্যর আখড়ায় পৌঁছন রাহুল। সেখানে বজরং পুনিয়া-সহ অন্যান্য কুস্তিগিরদের শারীরিক কসরৎ প্রত্যক্ষ করেন। পরে কুস্তিগিরদের সঙ্গে কথা বলেন। জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন কীভাবে প্রহসনে পরিণত করা হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তা খুলে বলেন বজরং পুনিয়ারা। যদিও কুস্তি আখড়ায় গেলেও সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি রাহুল।

তবে বজরং পুনিয়া সাংবাদিকদের জানান, কুস্তিগিরদের অনুশীলন দেখতেই রাহুল গান্ধি এসেছিলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতিও কুস্তি করেন। কুস্তি লড়াইয়ের কৌশল নিয়ে খুঁটিনাটি জেনে নেন।

WestBengalBangla

Dec 27 2023, 10:39

নির্বাচনের জন্য কোন কমিটি তৈরি হয়নি বলে জানালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা: নির্বাচন জন্য কোন কমিটি তৈরি হয়নি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন যেটা প্রচার হয়েছে সেটা ঠিক নয়।কারণ রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোন নেতার নাম থাকে না।আজকের মিটিং এ কারা উপস্থিত থাকবেন হয়তো সেই লিস্ট আপনারা পেয়েছেন।

কেন্দ্রীয় নেতৃত্ব প্রসঙ্গে বলেন,আগামী দিনের রোডম্যাপ কি হবে ২৪ কে সামনে রেখে সে কথা ওনারা বলে গিয়েছেন।যে ৩৫টি সিটের টার্গেট সেই টার্গেট কে সামনে রেখে আমরা এগোবো। কুনাল ঘোষের বক্তব্যে নিয়ে তিনি জানান,আমরা ৩ পাবো কিনা জানি না ৩৫ কে সামনে রেখে বসালে ৩.৫ হয় আর উনি সাড়ে ৩ বছর জেল খেটে এসেছেন।সায়নী প্রসঙ্গে বলেন,সায়নীকে আগে বলুন উনি শিবলিঙ্গে কি পরিয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন। তার জন্য ওঁর নাকখত দেওয়া উচিত।

সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে কিছু বলেননি। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দের যে বাক্য নিয়ে উনারা আন্দোলন করছেন তার আগের চাইল লাইন এবং পরের চার লাইন পোস্ট করতে বলুন।

রাম মন্দিরের উদ্বোধনের সিপিএম যাবে না জানিয়ে দিয়েছে,"আমার মনে হয় ভারতের মানুষও আশা করেন না যে সিপিএম যাবে, এটা যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো যেতেন।"ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা দুটি সভাতেই পাস হয়েছে। CAA লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি হবে।

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসেবে খার্গের নাম প্রস্তাব,মমতা নিজে বুঝতে পেরে গেছেন যে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।যদি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকতো জোটের তরফে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন।স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে দুটি মানুষের সম্ভাবনা আছে হয় খার্গে নয় মোদি।

তৃণমূল যুবর ফুটবল খেলে প্রতিবাদ খেলতে বলুন ফুটবল বাংলার মানুষ সময় হলে ফুটবলের মত এদেরকে কিক দেবে।

কোন কোন ইস্যুতে ঝাঁপাতে চলেছে বিজেপি? একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাংলার ঘরে ঘরে যে দুর্নীতি নেতা মন্ত্রীদের সেটা নিয়ে প্রচার।

কোনও নির্বাচনী কমিটি তৈরি হল কি?

কমিটি আমাদেরকে তৈরি করতে হবে বাংলার নেতাদের কমিটি তৈরি করতে হবে দিল্লির নেতারা ঠিক করবে না।সময় হলে প্রার্থী সম্পর্কে জানতে পারবেন।

WestBengalBangla

Dec 27 2023, 09:45

এনআই অ্যাক্টের আওতায় রাজ্যে বাড়ল ৩ দিন ছুটি

নতুন বছরে রাজ্যে বাড়লো আরও তিনটি ছুটি। এবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টের আওতায় পড়ল পয়লা জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজো। রাজ্য সরকার কয়েকটি বিশেষ দিন ও উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করলেও এত দিন ব্যাঙ্ক বিমা-সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য তা প্রযোজ্য ছিল না। ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হবে। নবান্ন থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবক সূত্রে খবর, এনআই অ্যাক্টে অতিরিক্ত ওই তিন দিন ছুটির দাবি জানিয়ে আমরা গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি। এত দিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার তা তিন দিন বাড়ল।

উল্লেখ্য ২০২৪ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। নয়া ছুটির তালিকায় দেখা গিয়েছে, পুজোর ছুটি পড়বে চতুর্থী থেকে। অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হবে সোমবার, ৭ অক্টোবর থেকে। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকেই অঘোষিত পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এদিকে লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। সব মিলিয়ে তারপর অফিস খুলবে। দেখা যাচ্ছে, ২০২৪ সালে ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। সব মিলিয়ে মোট ৪৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এর মধ্যেই আবার অনেক ছুটির সঙ্গে বাড়তি ছুটিও মিলবে শনিবার, রবিবার থাকায়। অর্থাৎ নতুন বছর পড়তেই বাড়বে ছুটির দিন।

WestBengalBangla

Dec 27 2023, 09:27

শান্তিপুরে সবলা মেলার উদ্বোধন

এসবি নিউজ ব্যুরো: মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে উদ্ভোধন হল সবলা মেলার।মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ,পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। এই সবলা মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন মহিলারা পিঠেপুলি, বিভিন্ন ধরনের বস্ত্র সহ বিভিন্ন রকমের উপকরণ দিয়ে স্টল সাজিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় এই সবলা মেলা অনুষ্ঠিত হয়।এ বছর প্রথম শান্তিপুরে সবলা মেলার আয়োজন করা হলো। এই মেলায় মহিলা সর্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যেসব স্টল দেওয়া হয়েছে সেখানে মহিলারা আরও স্বনির্ভর হতে পারবে এমনটাই আশাবাদী তিনি"।

অন্যদিকে, বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, "গত বছর বইমেলার আয়োজন করা হয়েছিল। এইবার এই প্রথম সবলা মেলার আয়োজন করা হয়"। তবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে চলবে এই সবলা মেলা।

WestBengalBangla

Dec 27 2023, 09:25

*নতুন বছরের আগে জেলায় পুলিশের রদবদল*

তমলুক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচনে দামামা বাজবে। তার আগেই জেলায় পুলিশের একাধিক এস আই পদমর্যাদার অফিসারদের রদবদল করা হলো। একনজরে দেখে নেওয়া যাক কোথা থেকে কথায় গেলেন অফিসারেরা।

এস আই নাড়ুগোপাল বিশ্বাস ভগবানপুর থানার অফিসার ইনচার্জ পদে ছিলেন।তিনি যাচ্ছেন মহিষাদল থানার ইনচার্জে। এস আই পার্থপ্রতীম মাইতি কাঁথি থানায় ছিলেন যাচ্ছে ডিআইবিতে। এস আই প্রলয়কুমার চন্দ্র ছিলেন মহিষাদল থানার ইনচার্জে। দায়িত্ব পেলেন মারিশদানার ইনচার্জ হিসাবে।এল এস আই প্রতিমা সাহু হলদিয়া মহিলা থানার ইনচার্জে ছিলেন। দায়িত্ব পেয়েছেন জুনপুট কোস্টাল থানার ইফিসার ইনচার্জ হিসাবে। এস আই মলয় অধিকারী ছিলেন মহিষাদল থানায় পাঠানো হচ্ছে ডিআইবিতে। এস আই দেবদ্রুত মন্ডল ছিলেন মহিষাদলে পাঠানো হচ্ছে গেঁওখালী ফাঁড়ি।এস আই এসকে আসিফউদ্দিন কাঁথি থানা থেকে হেঁড়িয়ার আইসি পদে পাঠানো হলো। এছাড়াও একাধিক পুলিশ কর্তার রদবদল ঘটেছে।

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, এটি রুটিন বদলি।কয়েকদিনের মধ্যে অফিসাররা তাদের দায়িত্ব গ্রহন করবেন।নির্দেশিকা দিয়ে অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করার লক্ষ্যে এই রদবদল।

রাজ্যের অন্যতম জেলা পূর্ব মেদিনীপুর জেলা। সেই জেলার বিভিন্ন ঘটনার কারনে শিরোনামে উঠে এসেছে। সামনেই লোকসভা নির্বাচন তার আগে জেলায় শান্তি বজায় রাখতেই পুলিশের এই বদলি।

WestBengalBangla

Dec 27 2023, 09:24

বামআমলে শিল্পতালুক শেষ হয়ে গিয়েছে বললেন সাংসদ অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: বামআমলে শিল্পতালুক শেষ হয়ে গিয়েছে। অথচ শিল্প শেষ করে দিয়ে কিসের ইনসাফ চাইছেন বামনেত্রী। মঙ্গলবার সন্ধেয় শ্যামনগর সরকার সুইটস মোড়ে আয়োজিত সভায় হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ, বামআমলে জগদ্দল বিধানসভার সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে।

শ্যামনগর সিইএসসি, নিক্ক কেবল, রামস্বরূপ, হিন্দুস্তান লিভার ও এনপিটি বন্ধ হয়ে গেছে। টিমটিম করছে শ্যামনগর ওয়েভারলি জুটমিল। কিন্তু ইনসাফ যাত্রার মাধ্যমে ওরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

আগামী ২৮ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ' 'চাকলা চলো ' সফল করতে এদিনের সভায় হাজির ছিলেন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সত্যেন রায়, সীমা মন্ডল ও প্রবীর বৈদ্য, প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ, পল্লবী কুন্ডু ও সোহন প্রসাদ চৌধুরী, কাউগাছি-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমল মন্ডল, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান হারান ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ প্রমুখ।

WestBengalBangla

Dec 27 2023, 07:46

*বুধবার বেলা ১২টা বাজলেই বিশাল জমায়েত! জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ২৭ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২ টা নাগাদ আর আর অ্যাভিনিউতে একটি জমায়েত আছে। সেখান১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

WestBengalBangla

Dec 27 2023, 07:45

*উধাও শীত, বাড়লো ২ ডিগ্রী সেলসিয়াস, জেনে নিন আজকের আবহাওয়া*


ডিসেম্বরের শুরু থেকে বেশ ভালোই চলছিল। তবে ভরা পৌষে হঠাৎই যেন কেমন উধাও হয়ে গেল শীত । দক্ষিণবঙ্গে ক্রমশ্য ঊর্ধ্বমুখী পারদ। উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। পাহাড়ে পর্যটকদের ঢল। উত্তরে শীত ফুল ফর্মে থাকলেও দক্ষিণবঙ্গ নিয়ে বিরাট আপডেট দিয়ে দিল আবহাওয়া দপ্তর।

সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি হাল্কা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকছে। যদিও বেলা বাড়তেই উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কিছু দিনে দক্ষিণবঙ্গে শীতের চরিত্র বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১, স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়ার দাপট হাওয়া।

WestBengalBangla

Dec 27 2023, 07:42

*আজকের রাশিফল ২ ৭ শে ডিসেম্বর ( বুধবার) *

মেষ রাশিফল (Wednesday, December 27, 2023)

কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

বৃষভ রাশিফল (Wednesday, December 27, 2023)

সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।

প্রতিকার :- ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

মিথুন রাশিফল (Wednesday, December 27, 2023)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না- সে আপনি তাঁদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার। এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। আপনার যখন সেরকম কোনও ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোড় করতে পারেন বা তদ্বিপরীত, যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে।

প্রতিকার :- ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগালে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে ও সম্পর্ক কে মজবুত করবে।

কর্কট রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।

প্রতিকার :- দূর্গা মন্দিরে প্রসাদ দিলে আপনার প্রেমের জীবন সুন্দর হবে।

সিংহ রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন।

প্রতিকার :- রাহু ভালো কিছুর প্রভাবে থাকলে তা দান কর্ম, ত্যাগ, সৃজনশীলতা ও বিপ্লব কে নির্দেশ করে। তাই ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য সৃজনশীল ভাবে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন।

কন্যা রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে।

প্রতিকার :- অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

তুলা রাশিফল (Wednesday, December 27, 2023)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেট এ সবুজ রুমাল রাখুন বা নিজের সাথে সেটা রাখুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, December 27, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। ফাটকায় লাভ আনবে। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

প্রতিকার :- রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করলে পেশাগত জীবন সুন্দর হবে।

ধনু রাশিফল (Wednesday, December 27, 2023)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। কোন ধর্মীয় স্থানে যাওয়া বা কোন সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে।

মকর রাশিফল (Wednesday, December 27, 2023)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। এই রাশির ছোটো ব্যাবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে। তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- কোনো শুকনো নারকোলের মধ্যে ভাজা আটা, অবিশুদ্ধ চিনির দানা ও শুধু চিনির গুঁড়ো মিশিয়ে ভর্তি করুন এবং তা কোনোনির্জন স্থলে মাটির তলায় পুঁতে দিন, যেখানে কালো পিঁপড়ের আগমন হবে। এর ফলে আপনার ব্যবসা ও ক্যারিয়ার এ অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

কুম্ভ রাশিফল (Wednesday, December 27, 2023)

উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হোন। আপনি কমিশন- ডিভিডেন্ট- বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মত হবে। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।

মীন রাশিফল (Wednesday, December 27, 2023)

আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভাল প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন।

প্রতিকার :- কাঁচা কয়লা সন্ধে বেলা জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

WestBengalBangla

Dec 26 2023, 19:31

*বিশ্ব জুড়ে জনপ্রিয় মোদি, ২ কোটি ছাড়াল ইউটিউবের সাবস্ক্রাইবার*

২ কোটি ছাড়াল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউবের সাবস্ক্রাইবার। বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে ভিডিয়োয় ভিউ এসেছে ৪৫০ কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিয়োয় ভিউ এবং ভিডিয়োর মানের দিক থেকে ইউটিউবে একাই ‘রাজ’ করছেন প্রধানমন্ত্রী। ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যার হিসেব অনুসারে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রথমে রয়েছে মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৫ লাখের আশপাশে।

তারপর রয়েছেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি। সাবস্ক্রাইবার ১০ লাখের কিছু বেশি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবস্ক্রাইবার প্রায় আট লাখের কাছাকাছি। আরও অনেক পরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা। ২৫ শে ডিসেম্বর সোমবার তাঁর ভিডিয়ো ভিউয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। মোট ভিডিয়োর সংখ্যা ২৩,০০০। বর্তমানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ লাখের কিছু বেশি।

তবে মোদির কাছে নেই দুনিয়ার অনেক জনপ্রিয় সেলিব্রিটিও।উল্লেখ্য, ২০২২ সালে প্রথম প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়। সেবারই তিনি বিশ্বের অন্যান্য নেতাদের পেছনে ফেলে দিয়েছিলেন।

এবার ইউটিউবে বিরাট ব্যবধানে অন্য অনেক রাজনীতিবিদদের পেছনে ফেলে দিলেন। শুধু তাই নয় বিশ্বের অন্যান্য প্রভাবশালী মানুষদের থেকেও তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিয়োয় ভিউয়ের হিসেবেও প্রধানমন্ত্রী। একথায় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।