*সাংসদ সাসপেন্ড নিয়ে সরব মমতা*

সংসদে আজ হামলাকাণ্ডের প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে একের পর এক সাংসদকে। ৩৩ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী বলেন, 'আমি ভাগ্যবান আমি এখন সাংসদ নই। যা চলছে তা কাঙ্খিত নয়'। আজ সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস এবং তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলের বেশ কিছু সাংসদকে।
প্রসঙ্গত এদিন তৃণমূলেরও কয়েকজন সাংসদকে সাসপেন্ড করা হয়৷ তা নিয়ে মমতা বলেন, ‘শতাব্দী রায়, অভিনেত্রী, তিনি সাসপেন্ড৷ সৌগত রায়ের মতো বর্ষীয়ান সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে৷ এ তো দেখছি, গোটা সংসদই সাসপেন্ড করার মতো অবস্থা৷ এ দেশে স্বৈরতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’
সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল ও প্রসূন বন্দ্যোপাধ্যায়রা৷ প্রসঙ্গত লোকসভায় নিরাপত্তা ভঙ্গন নিয়ে প্রশ্ন তুলতেই কেন্দ্রের সরকার একের পর এক সংসদদের সাসপেন্ড করছে।


 
						




 
 



 উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।
উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা। 

 



Dec 18 2023, 17:41
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.3k