/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির* West Bengal Bangla
*ক্রীড়া মন্ত্রী উপস্থিতিতে শুরু হল ভলিবল প্রশিক্ষণ ও মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির*

খেলা

নিজস্ব সংবাদদাতা : নিজের হাতে বল ছুঁড়ে খেলা শুরু করলেন রাজ্যের ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন," হারিয়ে যাওয়া খেলাধুলা আবার ফিরিয়ে আনতে শহরতলীর বুকে যেখানে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার খেলাধুলার বেশি জোর দিতে চাইছেন । বিশেষ করে মহিলাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার পরামর্শের মধ্যে খেলাধুলা চর্চা তুলে ধরতে বলেছেন।

দক্ষিণ ২৪ পরগনার ব্রহ্মপুর শিশুভারতীতে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ,১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় এবং ওয়ার্ডের পৌরমাতা অনিতাকর মজুমদার। ব্রহ্মপুর শিশুভারতীর সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার বলেন ,"ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে অনেক ঘাত প্রতিঘাতের পর ৪৩ বছরের বেশি সময় ধরে আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম।

তার জন্য সাফল্যের পালকে একটা নতুন পালক সংযোজিত হল।" শিশু ভারতীর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন শুভদীপ ঘোষ ও হিমাদ্রি শেখর দাস আরো অনেক সদস্যবৃন্দ আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হল দুটো মহিলা দলের ভলিবল খেলা। ওই মহিলা দলের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে হাতে ভলিবল খেলা শুরু করলেন।

গঙ্গাজল দিয়ে মনীষীদের মূর্তি শুদ্ধিকরণ করলো তৃণমূল

তমলুকঃ ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রবিবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। তার আগেই শনিবার বিকেলে তমলুক শহর জুড়ে নিমতলা মোড় হাসপাতাল মোড় সহ একাধিক জায়গায় যে সমস্ত মনীষীদের মূর্তি রয়েছে সেই সমস্ত মনীষীদের মূর্তি গঙ্গা জল দিয়ে ধোয়ালো তমলুক শহরবাসী।

প্রথমে নিমতলা মোড়ে সতীশ সামন্ত মূর্তি এবং তমলুকের হাসপাতাল মোড়ে খুদিরাম বসুর মূর্তি সহ একাধিক মনীষীদের মূর্তি পরিষ্কার করার পর গঙ্গাজল দিয়ে ধোয়ানো হয়, উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ একাধিক মানুষ জনেরা।

*টাটা স্টিলের কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন*

খেলা

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শুরু হচ্ছে টাটা স্টিল কলকাতা ২৫কে ২০২৩ ম্যারাথন। আজ এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ২০১৭ সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সফল হওয়া সফল অলিম্পিয়ান ম্যারাথেনার গোপী থোনাকাল, ২০২৩ সালের এশিয়ান হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী সাওয়ান বারওয়াল , মহিলা এক লিডের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা তথা ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ১০ কিলোমিটার দিল্লি ম্যারাথনে প্রথম স্থান অধিকারী।

একতা রাওয়াত এবং ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উদীয়মান মহিলা অ্যাথলিট কেভাতে রেশমা।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)

*চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েবসিরিজ মশাল*

বিনোদন

ভারত নেপাল বর্ডারে চাইল্ড ট্রাফিকিং নিয়ে নতুন হিন্দি ওয়েব সিরিজ মশালের শুটিং শেষ করলেন পরিচালক সাগ্নিক চৌধুরী।সাগ্নিকের বেড়ে ওঠা উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। মাত্র ৭বছর বয়েস থেকে স্কুলে নাটক দিয়ে শুরু তার অভিনয়।আসতে আসতে বেড়ে ওঠা থিয়েটার কে কেন্দ্র করে।

গোবরডাঙ্গা নকশা থিয়েটার গ্ৰুপ দিয়ে থিয়েটার শুরু।তারপর কালিন্দী ব্রাত্য জন থিয়েটার। ব্রাত্য বসুর হাত ধরে অভিনয় শুরু হলেও পরে ফাল্গুনী চ্যাটার্জী লোক কৃষ্টি তে যোগ দেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সিস্টেমের মতো প্রোডাকশন হাউসে। নেপোলিটান থিয়েটার ওয়ার্কশপ করেছেন হলিউড এক্ট্রেস দি খ্রীষ্টিনা ডোনাদিও সঙ্গে।

২০১২সালে শ্রীলা মজুমদারের সাথে করেন রাজ ব্যানার্জী পরিচালনায় পার ছবিতে।বর্তমানে নিজের পরিচালনা তৈরি করছেন হিন্দি ওয়েব সিরিজ মশাল । যা পুরোপুরি চাইল্ড ট্রাফিকিং এবং এডুকেশনের মাফিয়া রাজ নিয়ে।তার এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের গাধীগিরি, বাংলায় সাথীহারা, জামাই ৪২০, নাগিন খেতো অভিনেত্রী মেঘনা।

এছাড়াও অভিনয় করছেন বৃষ্টি রায়।মুখ্য ভূমিকায় সাগ্নিক।এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন মৈত্রেয়ী দাস, সোমনাথ ঘোষ প্রমুখ। ওয়েব সিরিজের আউট ডোর শুটিং হয় ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন জঙ্গলমহলে। অ্যাকশনে ভরপুর এই ওয়েব সিরিজ। নেপাল বর্ডার অঞ্চলের পটভূমিকা তৈরী এই ওয়েব সিরিজ।

এবিটিএ-র উদ্যোগে মক টেস্ট শুরু

বাঁকুড়া: আগামী ২ ফেব্রুয়ারী শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ও ভয়ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে উদ্যোগ নিল বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। ওই সংগঠনটির উদ্যোগে জেলার ২২ টি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো।

শনিবার সোনামুখী শহরের সোনামুখী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বি জে হাইস্কুলে পরীক্ষা শুরু হয় । সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলোর ন্যায় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে।

এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন মাধ্যমিকের ছাত্র-ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে। মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে। আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানায়।

শুভেন্দু অধিকারীর কনভয় দেখে ১০০ দিনের কাজের টাকা দাবি চা শ্রমিকদের প্রতিবাদ বিক্ষোভ






এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথে চা শ্রমিকদের দাবির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা ১০০ দিনের কাজের টাকা দাবি করলেন। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় যোগদানের জন্য আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সভা শুরুর আগেই ১৭ নং জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক ১০০ দিনের জবকার্ড হাতে নিয়ে দাড়িয়ে পড়েন। জবকার্ড হাতে নিয়ে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। চা বাগানের শ্রমিকদের দাবি প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে ।পাশাপাশি ,যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা। সেই কারণে তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে ১০০ দিনের কাজের টাকার দাবি জানালেন। তবে দ্রুতগতিতে সভাস্থলের উদ্দেশ্যে বেড়িয়ে যায় শুভেন্দুর কনভয়।

ললিত ঝাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

আজ ডুয়ার্সে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন শুভেন্দু। আর সেখান থেকেই ললিত ঝাঁ প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে একহাত নিলেন তিনি।

এদিন বিমানবন্দর থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ললিত ঝাঁ-র শুধু একটি ছবি নেই তৃণমূল নেতাদের সাথে। টিএমসি নেতা, বিধায়ক, কাউন্সিলরদের সাথে অনেক ছবি এবং ভিডিও রয়েছে তাঁর। তিনি টিএমসি যুব শাখার পরিচিত মুখ। আমি যখন তৃণমূলের যুব সভাপতি ছিলাম, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাগ্নেকে দিল্লি থেকে নিয়ে এসেছিলেন।

তার পরে, যুব তৃণমূল গঠিত হয়েছিল। ললিত ঝাঁ ছিলেন যুব তৃণমূলের নেতা। তিনি এখনও তৃণমূলের সাথেই রয়েছেন”। এর সাথেই শুভেন্দু উল্লেখ করেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি দিল্লি পুলিশের হাতে তুলে দেবেন। তাতেই প্রমাণ হয়ে যাবে সবটা।

নদীতীর ভাঙন প্রতিরোধে প্রকল্পের শিলান্যাস কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

নদীয়া:নদিয়া জেলার কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালীপুর ঘাটে হুগলি নদীর তীরে ভাঙন প্রতিরোধের শিলান্যাস করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার এই শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল।

শিলান্যাস শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহাজ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হয়েছেন হুগলি নদী সংস্কারের। এরাজ্যে হলদিয়া থেকে ফারাক্কা অবধি প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে পলিমাটি কাটার। কল্যাণীর এই ভাঙন প্রতিরোধে বরাদ্দ ১৩ কোটি টাকা।

এই পুরো প্রকল্পের কাজের টেন্ডার হয়ে গেছে। সাকশন পদ্ধতিতে এই কাজ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, নদীতীরের মাটি চুরির ঘটনার অভিযোগ পেলেও প্রমাণ পাইনি। আপনারা প্রমাণ দিলে ব্যবস্থা নেবো। নদীর বালি চুরি প্রসঙ্গে তিনি বলেন, এতে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে।

*দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে প্রশাসনের কর্তারা*

মহিষাদল: অষ্টম দফা দুয়ারে সরকার শুরু হয়েছে ১৫ ই ডিসেম্বর থেকে চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে এলাকার মানুষ তাদের সরকারি সুযোগ সুবিধে গুলি গ্রহন করেছে।

অষ্টম দফা দুয়ারে সরকারের দ্বিতীয় দিনে ক্যাম্প পরিদর্শন করেনে প্রশাসনিক কর্তারা। এদিন মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) অনির্বাণ কোলে, সেই সাথে উপস্থিত মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, বিডিও বরুনাশীষ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, জেলা পরিষদের সদস্যা- সীমা মাইতি, লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ সালে নির্বাচনের আগে ঘোষনা করেছিলেন তৃতীয়বার ক্ষমতায় এলে সাধারণ মানুষকে সরকারের কাছে যেতে হবে না সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। সেই মতো দুয়ারে সরকার কর্মসূচি গ্রহন করে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করে চলেছে। সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান খুবই তাৎপর্যপূর্ণ।

এদিন প্রশাসনিক কর্তারা ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র খতিয়ে দেখেন।ক্যাম্পে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি এলাকার মানুষ।

২৪ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালনের আগে নতুন ভোটারদের নিয়ে সম্প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন প্রতিযোগিতা নদিয়ার কৃষ্ণগঞ্জে

নদীয়া :ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশে গণতান্ত্রিক হারে নির্বাচনী প্রক্রিয়া চালানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে প্রত্যেক বারেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে সব জায়গায় যে স্বাভাবিক ও সুস্থ ভাবেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয় তা অবশ্য প্রশ্ন সাপেক্ষ। তবে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে নির্বাচন কমিশন সম্পন্ন করেন ভোট গ্রহণ প্রক্রিয়া।

কিভাবে পরিচালন করা হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোটদানের প্রক্রিয়া সম্পর্কেও প্রাপ্তবয়স্কদের মোটামুটি সকলেরই জানা, তবে প্রত্যেক বছরেই যেসব কিশোর কিশোরীরা ১৮ বছর সম্পূর্ণ করে তাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হয়। লোকসভা ভোট আসন্ন। এবছরও ১৮ বছর সম্পূর্ণ হওয়া একাধিক কিশোর কিশোরীদের নাম নথিভুক্ত করা হবে ভোটের তালিকায়। এই সমস্ত বেশিরভাগ কিশোর কিশোরীদের ভোট দান এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সম্পর্কে অনেক কিছুই থাকে অজানা।

আর সেই কারণেই এখন নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ থেকে ২৪ জানুয়ারি পালন করা হয় জাতীয় ভোটার দিবস। আর সেই দিবস উদযাপন করার আগেই ১৮ বছর বয়সী নতুন ভোটারদের নিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ খেলার মাঠে আয়োজন করা হয় বিভিন্ন সম্প্রীতি ম্যাচ এবং একাধিক শিল্পকলার প্রতিযোগিতা।

জাতীয় ভোটার দিবস পালন করার আগে নতুন ভোটারদের নিয়ে তারই প্রস্তুতিপর্ব চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। বেশকিছু কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ লেখার প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান চালানো হয়। এছাড়াও থাকে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। নদীয়ার কৃষ্ণগঞ্জ অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাব চন্দননগর ব্রহ্ম ডাঙ্গা ক্লাবের বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ব্রহ্ম ডাঙ্গা ক্লাব ও অজয় স্মৃতি ক্লাবকে কৃষ্ণগঞ্জ এর বিডিও সৌগত সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস পুরস্কার তুলে দেন। যদিও বিজয়ী ক্লাব জেলা প্রতিযোগিতা তে অংশগ্রহণ করবে বলে জানা যায়।

জাতীয় ভোটার দিবস পালন এবং তার আগে এই সমস্ত প্রস্তুতি পর্বে নতুন ভোটারদের ভোট গ্রহণ এবং নিজের ভোট দান সম্পর্কে সঠিক জ্ঞান প্রাপ্ত হবে এমনটাই মনে করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।