অকাল বৃষ্টিতে চরম ক্ষতির মুখে ইঁট ভাটা মালিকরা
![]()
বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় 'মিগজাউমে'র জেরে 'অকাল বৃষ্টি'তে চরম ক্ষতির,সম্মুখীন বাঁকুড়ার ইঁট ভাটা মালিকরা। জেলার প্রতিটি ইঁট ভাঁটাই কম বেশী ক্ষতির সম্মুখীন। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা। সাম্প্রতিক সময়ে এই ধরণের ক্ষতির সম্মুখীন তাঁরা হননি বলেই জানিয়েছেন।
সূত্রের খবর, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় ৩০০ র বেশী ইঁট ভাটা রয়েছে। এই ভাটা গুলিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেন কয়েক হাজার মানুষ। চলতি মরশুমে ইঁট তৈরীর কাজ চলছিল। কাঁচা ইঁট আগুনে পোড়ানোর আগেই 'অকাল বৃষ্টি'তে তা গলে যাওয়ায় বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন ইঁট ভাঁটা মালিকরা।
বাঁকুড়ার একটি ইঁট ভাটার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তারকনাথ চৌধুরী বলেন, এই বৃষ্টির কারণে একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে ইঁট তৈরীর কাজও অনেক খানি পিছিয়ে গেল। এই অবস্থায় ভাটার কর্মীদের ধরে রাখতে অন্য কাজ দিতে হচ্ছে। সবমিলিয়েই এই অবস্থায় সরকারী সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব। আর সেকারণেই ইঁট ভাটা ইউনিয়নের তরফে সরকারী ক্ষতিপূরণের আবেদন জানিয়ে প্যশাসনের দ্বারস্থ তাঁরা হবেন বলে তিনি জানান।









Dec 12 2023, 12:25
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k