*শহরের ট্রাম চালু রাখা নিয়ে রাজ্যের ভূমিকায় বিরক্ত কলকাতা হাইকোর্ট*

কলকাতা: কলকাতা শহরের ট্রাম চালু রাখা নিয়ে রাজ্যের ভূমিকায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে রাজ্যের এই ঐতিহ্যকে ধরে রাখতে ট্রাম চালাতে আগ্রহী সংস্থাদের সাথে যোগাযোগ করতে ট্রাম কর্তৃপক্ষকে নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
ট্রাম চালু রাখা নিয়ে ট্রাম কর্তৃপক্ষর অনিচ্ছার কথা শুনে ডিভিশন বেঞ্চ বলে, ট্রাম কর্তৃপক্ষ কী খালি ট্রাম বিক্রি করতে বসে রয়েছে। কর্মচারীদের বেতন দেওয়া বা কি করে পুনরায় পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে তাঁদের কোনো চিন্তাভাবনাই নেই। শহরে ট্রাম চালানো নিয়ে কলকাতা পুলিশ বিরোধিতা করেছে। কারণ গতি ধীর।
ট্রাফিক ব্যাবস্থা সমস্যা হচ্ছে। তা শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত, পুলিশ একা এর বিরোধিতা করতে পারে না। ট্রাম রাজ্যের ঐতিহ্য। তাকে রক্ষা করতে হবে অহেতুক তর্কবিতর্ক না করে। আদালতের মতে গঠনমূলক আলোচনা দরকার যাতে ট্রাম চালানো যায়। এই নিয়ে গঠিত কমিটি দেখবে যাতে ট্রাম পরিষেবা পুনরায় চালু করা যায়। কমিটি দেখবে কলকাতা পুলিশের অভিযোগ খতিয়ে।
ডিভিশন বেঞ্চ বলে, সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে যে কমিটি হয়েছে সেখানে বেসরকারি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো দরকার। পিপিপি মডেলে কিছু করার জন্য। না হলে পুরো উদ্যোগ নষ্ট হবে। কমিটি প্রথমে ভাববে কিভাবে ট্রামকে আধুনিক করা যায়। সিট থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক করতে হবে যাতে সাধারণ যাত্রী নয়, যুবক যুবতীদেরকে ও আকর্ষীয় করা যাবে। আদালত আশা করছে রাজ্য আগামী দিন আদালতকে ফলপ্রসূ কিছু জানাবে। এই নিয়ে শীতকালীন অবকাশের পর রিপোর্ট দিতে হবে রাজ্যকে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলাকারীর পক্ষে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন, দুটো মিটিং হয়েছে। কিছু লাইনে ট্রাম চালানোর বিরোধিতা করেছে পুলিশ ও ট্রাম কতৃপক্ষ। কিন্তু পরে আবার রিপোর্ট দিয়ে জানানো হয়েছে ভালো করে বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে না দেখেই এটা করা হয়েছে। পুলিশ ট্রাম চালানোর বিরোধিতা করছে। অথচ পুলিশ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নয় মোটেই। এরপরই প্রধান বিচারপতি বলেন, ট্রাম কোম্পানি কি করছে। আইনজীবী জানান, একটা মাত্র রুটে ট্রাম চালানোর কথা বলেছে।
তা শুনে প্রধান বিচারপতি বলেন, ওরা শুধু বিক্রি করার জন্য রয়েছে। কর্মচারীদের বেতন ওরা দিতে পারবে না। প্রধান বিচারপতি বলেন, যারা ট্রাম অপারেট করতে পারবে এই ধরনের কোনো সংস্থার সঙ্গে কথা বলুন। তারা পুরো বিষয় দেখুক। তারা কি করতে পারে দেখা যাক।
Dec 12 2023, 08:12
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k