*দুয়ারে রেশন পরিষেবা প্রদানের পরিকাঠামো নেই, নতুন বছর থেকে রেশন দেওয়া বন্ধের হুশিয়ারি ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলারদের*
কাঁথি: দুয়ারে সরকারের পর রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভেবে "দুয়ারে রেশন" পরিষেবা চালু করে। বেশ কিছুদিন চলার পর এবার " দুয়ারে রেশন" পরিষেবা দেওয়ার উপযুক্ত পরিকাঠামো না থাকায় পরিষেবা প্রদান বন্ধ রাখার হুশিয়ারি ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলারদের। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার রেশন ডিলাররা রাস্তা নিমে আন্দোলন করতে দেখা গেলো।
ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার এসোসিয়েশনের কাঁথি মহকুমা সাধারণ সম্পাদক গৌরমোহন দাস অধিকারী জানান, উপযুক্ত পরিকাঠামো গড়ে না তুলে "দুয়ারে রেশন" পরিষেবা প্রদানের ঘোষনা করা হয়। সেই ঘোষনার পর একাধিক সমস্যা মাথায় নিয়ে কোনো রকমে পরিষেবা প্রদান করে এসেছি। রোদ,ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে,বিদ্যুৎ পরিষেবার সমস্যা, রেশন বন্টনের উপযুক্ত পরিবেশ না থাকায় ভীষণ সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া ডিসেম্বর -২০১৯ থেকে মার্ছ ২০২০ পর্যন্ত চার মাস কমিশন দেয়নি। দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। তার পরেও কোনো ব্যবস্থা গ্রহন না হওয়ায় সংগঠনভাবে আমরা আগামী নতুন বছর থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন পরিষেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছি।
বর্তমান সরকারের দুয়ারে সরকার কর্মসূচির অভূতপূর্ব সাড়া মিললেও দুয়ারে রেশ্ন পরিষেবা প্রদান নিয়ে নানা প্রশ্ন ওঠে। এবার রেশন ডিলাররাই পরিষেবা প্রদানের হুশিয়ারি দিয়েছে। এখন দেখার ডিলারদের হুশিয়ারি নতুন বছর থেকে প্রভাব পড়ে না সাধারণ মানুষ স্বচ্ছ ও সুন্দর পরিষেবার মধ্যদিয়ে রেশন পায়।।
Dec 11 2023, 22:28