৩৩ হাজার মানুষের পাশে থাকার বার্তা মমতার
উত্তরবঙ্গ সফরে গিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ বলেন, ‘৩৩ হাজার মানুষ যাতে উপকৃত হন তার ব্যবস্থা করা হচ্ছে। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে। বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে। কৃষকদেরও আর্থিক সাহায্য করা হবে। কার্শিয়াং-এ ১২০০ জনকে পাট্টা দেওয়া হল। আরও নামের তালিকা করা হচ্ছে। ২৪ হাজার কোটির লগ্নি করা হবে উত্তরবঙ্গে। জিটিএকে আরও ৭৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের জন্য।‘
মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে পাহাড়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, 'কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার।' শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে ভোট প্রলোভনার কথা অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।
Dec 08 2023, 16:54
সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান