দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন আসন্ন । আগামী বছরের শুরুতেই হবে লোকসভা নির্বাচন।তাই সব দলই লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে এগিয়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু করে দিয়েছেন সাংসদের সহায়তা কেন্দ্র। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে এলাকার মানুষজন বার্ধক্য ভাতার পরিষেবা পাবেন এবং যারা বার্ধক্য ভাতা থেকে বহুদিন বঞ্চিত ছিলেন তাদেরকেও এই সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে সাংসদের প্রতিনিধিগনরা সহযোগিতা করবেন।
এরকমই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড এ ওয়ার্ড পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র শুরু হল। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ষ্কদের অর্থাৎ যারা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন সেই সব মানুষজন যাতে পুনরায় বার্ধক্য ভাতা পায় ,সেই ব্যবস্থাই করলেন পৌর পিতা গোপাল সাহা। এই সহায়তা কেন্দ্রে এসে ওয়ার্ডের প্রতিটি মানুষ আশাবাদী যে আগামী দিনে তারা আর বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকবেন না। এই সহায়তা কেন্দ্র চলবে চলতি মাসের আজ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত।
Dec 06 2023, 16:45