ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ, তবুও বাংলায় বকেয়া ১০০ দিনের টাকা: মমতা
বাংলার মাটিতে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাত্ বুধবার তিনি উত্তরবঙ্গে রওয়ানা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানেই তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের ক্ষেত্রে ভুয়ো জবকার্ড প্রসঙ্গে। কেননা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের এক প্রশ্নের জেরে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্ববী জানিয়েছে ভুয়ো জবকার্ড সব থেকে বেশি উদ্ধার হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে। বাংলায় সেই পরিসংখ্যান ৫ হাজারের সামান্য বেশি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-'২২ এবং ২০২২-'২৩ অর্থবর্ষে সারা দেশে ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে ১০৫০৪০১টি। তার মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ভুয়ো জবকার্ড উদ্ধারের সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪টি। সেই বিষয় নিয়েই জবাব দেন মমতা।
তিনি বলেন, 'কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি। আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব। ওরা অনেকগুলো কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। আবারও পাঠাচ্ছে। যত খুশি পাঠাক। কিছু খুঁজে পাবে না। খালি হাতেই ফিরে যাবে। এসব হচ্ছে টাকা আটকে রাখার ছুতো। কিন্তু বাংলার টাকা আমরা লড়াই করেই আদায় করবো।'
Dec 06 2023, 15:32