*নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রামে তল্লাশিতে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার*
রাজ্য
এসবি নিউজ ব্যুরো: দুই দিন ধরে যৌথ অভিযান চালিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রাম বিজয়পুরে তল্লাশি চালিয়ে মোট ২৬টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে পাচারের করার ১টি পিস্তল, ৩টি কার্তুজ, একটি ম্যাগাজিন, ২কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিলসহ মোট ৮ চোরাকারবারীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৩.৫২৫ কেজি। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ২১,৮৫,৫০০/- টাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূত্র মারফত ৩২ নং বাহিনীর বর্ডার পোস্ট বিজয়পুরের গোয়েন্দারা খবর পায় যে সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি সন্দেহজনক বাড়ি থেকে সোনা পাচার হচ্ছে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে নিয়ে বিজয়পুর গ্রামের সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযান দল ৩ টি বাড়ি থেকে মোট ২৪টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করে এবং একজন পুরুষ ও দুইজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অনুসন্ধান অভিযানের সময়, সুমন বিশ্বাস নামের এক ব্যক্তি বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ২টি সোনার বিস্কুট সহ ধরা পড়ে। এই যৌথ অভিযানে ২৬টি সোনার বিস্কুট ও ৮টি সোনার চুড়ি উদ্ধার করা হয়।
Dec 03 2023, 13:37
তিন রাজ্যে জয় পাচ্ছে বিজেপি। তাই কর্মীদের আনন্দে মেতেছেন বিজেপি বিধায়িকা অগ্নীমিত্র পল।