টক টু মেয়র শো, কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম
কলকাতা: "টক টু মেয়র শো"তে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানালেন , কলকাতা পৌর কমিশনার একটা বিজ্ঞপ্তি জারি করছেন। এবার থেকে সমস্ত বিজ্ঞাপনে কিউ আর কোড থাকবে। তাতে বেআইনি হোর্ডিং রোধ করা যাবে। বিজ্ঞাপন নীতি তৈরি করা হচ্ছে। গরীব মানুষের জন্য সরকার বাংলার বাড়ি তৈরি করছে। এই বাড়ি গুলি কেউ বিক্রি করতে পারবে না। এটা বেআইনি হবে। যারা কিনবে তাদের টাকা জলে যাবে। বাংলা বাড়ি কেনা বা বেচা দুটোই দণ্ডনীয় অপরাধ।
এটা ১৫ বছরের জন্য লিজে দেওয়া হয়। যারা কিনবেন বা বেচবেন তাদের কে নিজের দায়িত্বে করবেন। কলকাতা পৌর সংস্থার সহ রাজ্যের সমস্ত পৌর সংস্থার এই নির্দেশিকা জারি করা হচ্ছে।আমার কাছে এই ধরনের অভিযোগ আসছে। জমি বেশিরভাগ ঠিকা সম্পত্তি বা অনেক জায়গায় ব্যাক্তিগত সম্পত্তি কিন্তু তারা সরকার কে দিয়ে দিয়েছে।নোনাডাঙ্গা যারা এটা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে।
৭৪ নম্বর ওয়ার্ডের ঘটনা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে অভিযোগ উঠেছে। সেটা নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের তদন্ত করে দেখতে বলা হয়েছে।
পূর্ব কলকাতা পৌর সংস্থার অধীনে নেই। আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা ব্যাবস্থা গ্রহন করছি। কিছু কিছু পঞ্চায়েত অনুমোদন দিয়ে দিচ্ছে বলে অভিযোগ পৌর মন্ত্রী ফিরহাদ হাকিমের।
অনেক জায়গায় বেআইনি পার্কিং হচ্ছে। সেটা নিয়ে আমরা পুলিশ কে বলছি। পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। টালি নালা কে সুরক্ষিত থাকার জন্য ড্রেনজে নেট দিয়ে দেওয়া হচ্ছে।
আমার সই যদি কেউ নকল করলে আমি কি করব। আমি সেটা সাথে সাথে পুলিশ কে পাঠিয়ে দিচ্ছি।
৪ রাজ্যের ফলাফলে সব রাজ্য ইন্ডিয়া জোট জিতবে আর কেন্দ্রীয় শাসক দল পরাজিত হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
সবার উপরে আমাদের দেশ। দল আছে দল থাকবে না। জাতীয় সঙ্গীত থাকবে। ভারতবর্ষ থাকবে। সেটা অবমাননা করা মানে সে দেশদ্রোহী হয়ে যাবে। যারা অবমাননা করে তাদের শান্তি হবে।
Dec 02 2023, 18:28