*"তোমার দেখা নাইরে, তোমার দেখা নেই" ১০০ দিনের টাকার প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর"*
খেজুরিঃ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন। সেই প্রসঙ্গে শনিবার খেজুরির কামারদায় বিজেপি প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আগে ৩১ শে অক্টোবরের মধ্যে ১০০ দিনের টাকা এনে দেবে বলেছিলো। না আনতে পারলে ১লা নভেম্বর থেকে রাজভবন অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলো।কিন্তু তার পর থেকে " তোমার দেখা নাইরে, তোমার দেখা নেই"। এস ঔদ্ধত্য, অংকারের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বিজেপি নেতা কর্মীদের মমতার পুলিশ মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। আইনী লড়াই করে তাদের জামিন করিয়েছি। আগামীদিনে যাতে পুলিশ অত্যাচার না করতে পারে তার জন্য প্রতিবাদ সভার আয়োজন। এদিন কামারদা বাজারে প্রতিবাদ সভা মঞ্চে যে ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছিলো তাদের ফুল, উত্তোরীয়,গেরুয়া তিলক দিয়ে স্বগত জানান শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই কামারদায় আমি যদি না আন্দোলন করতাম তাহলে চোর তৃণমূলের অস্তিত্ব থাকতো না।সিপিএমের যা অবস্থা আগামীদিনে তৃণমূলের তাই অবস্থা হবে।
এদিন মহিলাদের আবেদন করে শুভেন্দু বলেন, মমতা উৎখাত করতে সাহায্য করুন।
আমরা ক্ষমতায় এলে ৫০০ নয় ২০০০ করে অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে দেবো। মমতা চোর, তার দলের নেতা মন্ত্রী সকলেই চোর। চোর মুক্ত সরকার গড়তে সাহায্য করুন। মমতার পুলিশ আমাদেরও মিথ্যা মামলা দিয়েছে। আমরা কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে লড়াই করবো।
Dec 02 2023, 18:16