রাজ্যের স্কুলগুলোতে শারীর শিক্ষায় ক্যারাটে অন্তর্ভুক্ত করার দাবি সাংসদ অর্জুন সিংয়ের
উত্তর ২৪ পরগনা: ওয়েলশ শোতোকান ক্যারাটে অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ও উত্তর ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে ইছাপুরে বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে চলছে সাউথ এশিয়া WSKO ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৩। পয়লা ডিসেম্বর শুরু এই ক্যারাটে প্রতিযোগিতা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বললেন, "মহিলাদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে শেখা অত্যন্ত জরুরি। রাজ্যের স্কুলগুলোতে শারীর শিক্ষায় ক্যারাটে অন্তর্ভুক্ত করার দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন"।
সাংসদ ছাড়াও উক্ত প্রতিযোগিতায় হাজির ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ, উত্তর ব্যারাকপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমলেশ উকিল।এই চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়াও অংশ নিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ নয়টি দেশের প্রতিযোগীরা ।
Dec 02 2023, 18:04