*কাঁথিতে "দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্টে কাশ্মীর টিম, দিনক্ষণ ঘোষনা সম্পাদকের*
কাঁথি: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে " এমপি কাপ" খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এমপি কাপের পর এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি নেতৃত্বে আয়োজন করা হচ্ছে " দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে "দিদি কাপ" এর দিনক্ষণ ঘোষনা করলেন সংস্থার সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি,কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান, রাজ্যের কারামন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। আগামী ৫ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির জন্মদিন। দিনটিকে সামনে রেখে আগামী ৫ ও ৬ ই জানুয়ারি ২০২৪ দুদিন ধরে দিবা রাত্রি অনুষ্ঠিত হবে " দিদি কাপ" ক্রিকেট টুর্নামেন্ট" যার প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা।
এছাড়াও রয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার। ক্লাব ইন্দ্রার' র আয়োজন কাঁথি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সাংবাদিক বৈঠক করে ক্লাব ইন্দ্রার'র সম্পাদক সুপ্রকাশ গিরি জানান,গত বছর ধরে আমরা " দিদি কাপ" চালু করি। প্রথম বছর সেই ভাবে আয়োজন করা যায়নি। তাই এবছর আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। শুধু আমাদের রাজ্যের দল নয় ভিন রাজ্য থেকেই বহু দল ও খেলোয়াড় "দিদি কাপ" টুর্নামেন্টে অংশগ্রহন করছে।
সামনে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই ধরনের খেলার মাধ্যমে জনসংযোগ অনেকটাই শাসকদলকে অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা।
যদিও বিরোধীরা এই ধরনের খেলাকে কটাক্ষ করছেন। তারা জানাচ্ছেন, চুরির টাকা লম্ফঝম্প যতই করুক সাধারন মানুষ সব বুঝে গিয়েছে। লোকসভা নির্বাচনে তার টের পাবে।।
Dec 02 2023, 16:16