কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের
কলকাতা: নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করতে নির্দেশ দেন। সেইমতো শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করেন। এদিন উত্তর দমদমের ২৫ নম্বর ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী তথ্য স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ও উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাসের উপস্থিতিতে এক মিছিল সংঘটিত হয়। ওয়ার্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিছিল চলে। কয়েকশো তৃণমূল কর্মী মিছিলে অংশ নেয়। মিছিল থেকে ১০০ দিনের বকেয়ার দাবিতে স্লোগান ওঠে। মিছিল শেষে মন্ত্রী বলেন, "আমরা খারাপ হতে পারি তা বলে যারা কাজ করেছেন তাদের টাকা কেন দেবেন না। তারই প্রতিবাদে তাদের এই মিছিল'।
জাতীয় সংগীতের অবমাননা নিয়ে বিজেপি বিধায়কদের থানায় ডাকা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, "উনি কি বলেছেন আমি জানিনা, তবে কোন সুরে গাইতে হবে কিনা হবে সেটা আমি জানিনা। তবে আমাদের কর্মসূচি চলাকালীন দুদিনই বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেছে সেই নিয়েই অধ্যক্ষের কাছে আমরা অভিযোগ করলে সেখান থেকে অভিযোগ কলকাতা পুলিশের স্থানান্তরিত হয়"।
বিধানসভায় বিজেপি শুদ্ধিকরণ নিয়ে বলেন, ওরা তো কাউকেই মানে না যে আম্বেদকর সংবিধান রচনা করেছেন তাকে মানে না। কিসের শুদ্ধিকরণ। কোথাকার গঙ্গাজল। যে গঙ্গা জলে করোনার সময় দেহ ভাসানো হয়েছিল।
Dec 02 2023, 14:40